1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যারিজোনায় আহত কংগ্রেস সদস্যা চোখ খুললেন

১৩ জানুয়ারি ২০১১

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গুলিতে আহত কংগ্রেস সদস্যা গেব্রিয়েল জিফার্ডস চোখ খুলেছিলেন৷ গত শনিবার জিফার্ডসের একটি অনুষ্ঠানে গুলিবর্ষণ করা হলে ৬জন নিহত হয়৷ এসময় আহত হন কংগ্রেসের এই প্রথম ইহুদি নারী সদস্যা৷

Gabrielle Giffords
কংগ্রেস সদস্যা গেব্রিয়েল জিফার্ডস (ফাইল ফটো)ছবি: dapd

বৃহস্পতিবার জিফার্ডসের ঘনিষ্ঠ একাধিক জনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর এই প্রথম চোখে মেলে তাকান জিফার্ডস৷ এসময় তাঁর কাছে ছিলেন স্বামী মার্ক কেলি, সেনেটর কির্স্টেন জিলিব্র্যান্ড এবং কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ ঘনিষ্ঠজনদের কৌতুক শুনে ধীরে ধীরে চোখ মেলে তাকান জিফার্ডস৷ একপর্যায়ে তিনি একটি হাতও উপরে তুলে দেখান৷

এদিকে অ্যারিজোনার ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার আয়োজিত শোকসভায় যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশায়েল ওবামাসহ শীর্ষ রাজনৈতিক নেতারা৷ শোকসভায় ওবামা নিহত নয় বছর বয়সি ক্রিস্টিনা টেলর গ্রিন-এর কথা স্মরণ করে বলেন, ‘‘আমি সবাইকে তার প্রত্যাশা অনুযায়ী জীবনযাপনের আহ্বান জানাই৷ তার কল্পনার মতই আমাদের গণতন্ত্র ভালো হয়ে উঠুক, এটাই আমি চাই৷ আমরা সবাই আমাদের শিশুদের প্রত্যাশামত দেশগড়ার চেষ্টায় সবকিছুই করবো৷''

জিফার্ডস’এর স্বামী মার্ক কেলি’এর সঙ্গে প্রেসিডেন্ট ওবামাছবি: AP

শোক সভা চলাকালেই ওবামা আহত কংগ্রেস সদস্যার চোখ মেলে তাকানোর খবর জানতে পারেন৷ আবেগ আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘প্রথমবারের মতো গ্যাবি তাঁর চোখ খুলেছে৷ সুতরাং আমি বলতে পারি, সে জানে আমরা এখানে আছি৷ সে জানে, আমরা তাকে ভালোবাসি৷''

অ্যারিজোনার টুসন শহরে গুলিবর্ষণের ঘটনায় এক শ্বেতাঙ্গ তরুণকে আটক করেছে পুলিশ৷ ২২ বছর বয়সী জারেড লাফনারকে সোমবার আদালতে হাজির করা হয়৷ তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ডের দু'টি অভিযোগসহ, কংগ্রেস সদস্যাকে হত্যা প্রচেষ্টা এবং আরো দুটি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে৷ আদালতে ১৩ মিনিটব্যাপী শুনানির সময় খুব কম কথা বলেছেন লাফনার৷ তার পরিবার মঙ্গলবার অ্যারিজোনার ঘটনা খুবই দুঃখ প্রকাশ করেছে৷

উল্লেখ্য, শনিবার টুসান শহরে একেবারে কাছ থেকে গেব্রিয়েল জিফার্ডসের মাথা লক্ষ্য করে গুলি করা হয়৷ চল্লিশ বছর বয়সি এই রাজনীতিবিদ তাই পুরোপুরি সুস্থ হয়ে ওবামা'র দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় যথেষ্ট সংশয় রয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ