1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমকাহিনির নাম ‘হিচকক’

২২ নভেম্বর ২০১২

হলিউডের স্বর্ণযুগে সাস্পেন্সের রাজা ছিলেন অ্যালফ্রেড হিচকক৷ কিন্তু তাঁর স্ত্রী অ্যালমা’কে ক’জন চেনেন? এই দু’জনের দাম্পত্য জীবন নিয়ে তৈরি ছবি ‘‘হিচকক’’ মুক্তি পেয়েছে গত শুক্রবার৷

ছবি: UNIVERSAL

হিচককের ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্টনি হপকিন্স৷ তাঁর স্ত্রী অ্যালমা'র ভূমিকায় হেলেন মিরেন, যিনি ব্রিটেনের রানি এলিজাবেথের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই অস্কার জয় করেছেন৷ এবার অ্যালমা'র ভূমিকায় তাঁর অভিনয়ও নাকি অস্কার পাবার মতোই, বলছেন সমালোচকরা৷

১৯৬০ সালে মুক্তি পায় হিচককের সাড়া জাগানো ছবি ‘‘সাইকো''৷ তার আগে হিচকক একাধারে সেন্সর এবং কাস্টের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজিয়া, যুগপৎ স্ত্রীর সঙ্গে কলহে লিপ্ত ছিলেন৷ হিচকক যে তাঁর সুন্দরী নায়িকাদের আকণ্ঠ প্রেমে পড়ে যান, অ্যালমা'র সেটা অজ্ঞাত ছিল না৷

হিচকক পরিচালিত একটি ছবির দৃশ্যছবি: UNIVERSAL

অ্যান্টনি হপকিন্স হিচকক'কে বলেছেন ‘‘আহত একটি চরিত্র''৷ অবশ্য ‘‘হিচকক'' ছবিতে ভুতুড়ে গল্পের রাজাকে মোটামুটি মানবিক হিসেবেই দেখানো হচ্ছে৷ ‘‘দ্য বার্ডস'' ছবির নায়িকা টিপি হেন্ড্রন'কে নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন ছবি হয়েছে: ‘‘দ্য গার্ল''৷ ‘‘দ্য বার্ডস'' তৈরীর সময় হিচকক টিপি হেন্ড্রনের জীবন কীভাবে দুর্বিষহ করে তুলেছিলেন, তাই ছিল ছবির উপজীব্য৷

অ্যালমা হিচকক সম্পর্কে জানার জন্য হেলেন মিরেনের পন্থা ছিল, হিচকক'দের কন্যা প্যাট্রিসিয়া'র লেখা ‘‘অ্যালমা হিচকক: দ্য উওম্যান বিহাইন্ড দ্য ম্যান'' বইটি পড়া৷ তিনি তাঁর অভিনয়ে অ্যালমা'কে নেপথ্য থেকে প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন, বলেছেন মিরেন৷

মিরেন এবং হপকিন্স, দু'জনেই নাকি ‘‘হিচকক'' ছবিতে এমন অভিনয় করেছেন যে, তাঁদের অস্কার পাবার সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ ওদিকে লেখক এবং কিংবদন্তি-প্রতিম চিত্রপরিচালক অ্যালফ্রেড হিচকক কিন্তু দীর্ঘ পাঁচ দশক ধরে সৃজনীমূলক কাজ করেও কোনো অস্কার পাননি৷

আজকের হলিউডে হিচককের কি দশা হতো, সে ব্যাপারে হপকিন্স এবং মিরেনের মত সম্পূর্ণ আলাদা৷ হপকিন্স বলেছেন, হিচকক গভীর হতাশায় ডুবে যেতেন৷ ‘‘এ'সবই তাঁর অসহ্য মনে হতো৷ তাঁর মতো আর্টিস্ট্রি আর নেই৷''

মিরেন কিন্তু মনে করেন যে, হিচকক বিপুল সাফল্য অর্জন করতে পারতেন৷ প্রথমত, হিচকক খুব ভালো সেলসম্যান ছিলেন, নিজেকে একটা ‘ব্র্যান্ড'-এ পরিণত করেছিলেন৷ দ্বিতীয়ত, তিনি যে ধরণের ছবি তৈরি করতেন, সেগুলি ফিল্ম-প্রযুক্তির দিক দিয়েও হালের আমলে বিপুলভাবে উপকৃত হতো৷

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ