1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমকাহিনির নাম ‘হিচকক’

২২ নভেম্বর ২০১২

হলিউডের স্বর্ণযুগে সাস্পেন্সের রাজা ছিলেন অ্যালফ্রেড হিচকক৷ কিন্তু তাঁর স্ত্রী অ্যালমা’কে ক’জন চেনেন? এই দু’জনের দাম্পত্য জীবন নিয়ে তৈরি ছবি ‘‘হিচকক’’ মুক্তি পেয়েছে গত শুক্রবার৷

ছবি: UNIVERSAL

হিচককের ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্টনি হপকিন্স৷ তাঁর স্ত্রী অ্যালমা'র ভূমিকায় হেলেন মিরেন, যিনি ব্রিটেনের রানি এলিজাবেথের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই অস্কার জয় করেছেন৷ এবার অ্যালমা'র ভূমিকায় তাঁর অভিনয়ও নাকি অস্কার পাবার মতোই, বলছেন সমালোচকরা৷

১৯৬০ সালে মুক্তি পায় হিচককের সাড়া জাগানো ছবি ‘‘সাইকো''৷ তার আগে হিচকক একাধারে সেন্সর এবং কাস্টের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজিয়া, যুগপৎ স্ত্রীর সঙ্গে কলহে লিপ্ত ছিলেন৷ হিচকক যে তাঁর সুন্দরী নায়িকাদের আকণ্ঠ প্রেমে পড়ে যান, অ্যালমা'র সেটা অজ্ঞাত ছিল না৷

হিচকক পরিচালিত একটি ছবির দৃশ্যছবি: UNIVERSAL

অ্যান্টনি হপকিন্স হিচকক'কে বলেছেন ‘‘আহত একটি চরিত্র''৷ অবশ্য ‘‘হিচকক'' ছবিতে ভুতুড়ে গল্পের রাজাকে মোটামুটি মানবিক হিসেবেই দেখানো হচ্ছে৷ ‘‘দ্য বার্ডস'' ছবির নায়িকা টিপি হেন্ড্রন'কে নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন ছবি হয়েছে: ‘‘দ্য গার্ল''৷ ‘‘দ্য বার্ডস'' তৈরীর সময় হিচকক টিপি হেন্ড্রনের জীবন কীভাবে দুর্বিষহ করে তুলেছিলেন, তাই ছিল ছবির উপজীব্য৷

অ্যালমা হিচকক সম্পর্কে জানার জন্য হেলেন মিরেনের পন্থা ছিল, হিচকক'দের কন্যা প্যাট্রিসিয়া'র লেখা ‘‘অ্যালমা হিচকক: দ্য উওম্যান বিহাইন্ড দ্য ম্যান'' বইটি পড়া৷ তিনি তাঁর অভিনয়ে অ্যালমা'কে নেপথ্য থেকে প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করেছেন, বলেছেন মিরেন৷

মিরেন এবং হপকিন্স, দু'জনেই নাকি ‘‘হিচকক'' ছবিতে এমন অভিনয় করেছেন যে, তাঁদের অস্কার পাবার সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে৷ ওদিকে লেখক এবং কিংবদন্তি-প্রতিম চিত্রপরিচালক অ্যালফ্রেড হিচকক কিন্তু দীর্ঘ পাঁচ দশক ধরে সৃজনীমূলক কাজ করেও কোনো অস্কার পাননি৷

আজকের হলিউডে হিচককের কি দশা হতো, সে ব্যাপারে হপকিন্স এবং মিরেনের মত সম্পূর্ণ আলাদা৷ হপকিন্স বলেছেন, হিচকক গভীর হতাশায় ডুবে যেতেন৷ ‘‘এ'সবই তাঁর অসহ্য মনে হতো৷ তাঁর মতো আর্টিস্ট্রি আর নেই৷''

মিরেন কিন্তু মনে করেন যে, হিচকক বিপুল সাফল্য অর্জন করতে পারতেন৷ প্রথমত, হিচকক খুব ভালো সেলসম্যান ছিলেন, নিজেকে একটা ‘ব্র্যান্ড'-এ পরিণত করেছিলেন৷ দ্বিতীয়ত, তিনি যে ধরণের ছবি তৈরি করতেন, সেগুলি ফিল্ম-প্রযুক্তির দিক দিয়েও হালের আমলে বিপুলভাবে উপকৃত হতো৷

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ