1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাস্টেরয়েড মাইনিং লাভজনক হতে পারে?

২৬ জানুয়ারি ২০২১

প্লাটিনাম আর সোনা-সমৃদ্ধ অ্যাস্টেরয়েডে খননকাজ চালাতে ২০০৯ সালে ‘প্ল্যানেটারি রিসোর্সেস’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল৷ কিন্তু পর্যাপ্ত তহবিল না পাওয়ায় তারা এখনো তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি৷

NASA OSIRIS-REx Mission
ছবি: NASA/Goddard/ZUMA/picture-alliance

তবে তাদের সেই উদ্যোগ অন্যদের পথ দেখিয়েছে৷ সেই সঙ্গে প্রযুক্তির উন্নতির কারণে কয়েক বছরের মধ্যেই স্পেস মাইনিং সম্ভব হতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা৷

২০১২ সালে গুগল প্রতিষ্ঠাতা লেরি পেজ ‘প্ল্যানেটারি রিসোর্সেস'-এ বিনিয়োগ করেন৷ পরের বছর নতুন এক কোম্পানি এই প্রতিযোগিতায় নাম লেখায়৷ আর ২০১৭ সালে নাসা জানায়, তারা ‘সাইকি' অ্যাস্টেরয়েডে যাবে৷

নাসার সাইকি মিশনের প্রধান এলকিন্স ট্যান্টন বলেন, ‘‘গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখা দরকার, সাইকি একেবারেই একটা সায়েন্স মিশন৷’’

প্রকল্পটা যদিও অ্যাস্টেরয়েড মাইনিংয়ের জন্য নয়, তবে এটা টেকসই ভবিষ্যতের একটা ভিত্তি গড়ে দেবে৷

অদ্ভুত শোনালেও অ্যাস্টেরয়েড মাইনিং শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, এটি পৃথিবীতে মাইনিংয়ের চেয়েও টেকসই হতে পারে৷

গবেষক আন্দ্রেয়াস হাইন বলেন, ‘‘এটা দারুণ এক বিষয়৷ এবং আরো দারুণ হলো, অতীতে এটা নিয়ে ভাবা হয়নি৷’’

গবেষক আন্দ্রেয়াস হাইন হিসাব করে দেখেছেন, অ্যাস্টেরয়েড থেকে এক কেজি প্লাটিনাম নিয়ে আসতে রকেটকে বায়ুমন্ডলে দেড়শ কেজি কার্বন ডাই অক্সাইড ছাড়তে হবে৷ আর পৃথিবীতে মাইনিংয়ে লাগবে ৪০ হাজার কেজি৷ মানে অ্যাস্টেরয়েড মাইনিং কয়েকশ গুন কম দূষণ হবে৷ তিনি বলেন, ‘‘কারণ অ্যাস্টেরয়েড মাইনিংয়ে প্লাটিনাম ছাড়া খনন করার মতো আর অন্য কোনো উপকরণ প্রায় নেই বললেই চলে, যেগুলো ঐ গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণ৷’’

স্পেস মাইনিং: ভবিষ্যতের ব্যবসা

04:32

This browser does not support the video element.

মাইনিংয়ের কাজটা মহাকাশে আউটসোর্সিং করা গেলে পৃথিবীতে দূষণ কম হবে৷ কিন্তু একটা অর্থনৈতিক সমস্যা আছে৷

নাসার সাইকি মিশনের প্রধান এলকিন্স ট্যান্টন বলেন, ‘‘সাস্টেনেবিলিটির প্রশ্নে এটা একটা বিশাল জয়৷ কিন্তু অর্থনীতির প্রশ্নে, এটি এখনো লাভজনক নয়৷’’

আর আন্দ্রেয়াস হাইন বলছেন, ‘‘সমস্যা হলো, আপনি যদি পৃথিবীতে যত প্লাটিনাম আছে তার চেয়ে পাঁচগুন বেশি প্লাটিনাম খনন করেন তাহলে দাম পড়ে যাবে৷ ফলে আপনাকে সেগুলো কম দামে বিক্রি করতে হবে এবং এতে লাভ কমে যাবে৷ এসব ভেবে বিনিয়োগকারীরা আকর্ষণ হারিয়ে ফেলেন৷’’

কার্বন কর আর নতুন প্রযুক্তি এই সমীকরণে পরিবর্তন আনতে পারে৷ তারপরও স্পেস মাইনিং লাভজনক হতে আরো কয়েক বছর সময় লাগবে৷ অবশ্য কয়েকজন বিনিয়োগকারী এতদিন অপেক্ষা করতে চান না৷

প্ল্যানেটারি রিসোর্সেস-এর ক্রিস লেউইকি বলেন, ‘‘বিশ্ব এমন কোনো ব্যবসায়িক মডেল সমর্থন করে না যেটাতে একশ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ লাগে এবং সেখান থেকে লাভ আসতে দশ বছরের বেশি সময় লাগে৷''

লেউইকির কোম্পানি অ্যাস্টরয়েড মাইনিংয়ের জন্য পর্যাপ্ত তহবিল তুলতে ব্যর্থ হয়েছে৷

আঠার শতকের ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের মতো স্পেসে খনন করতে আগ্রহীরা এখনো পৃথিবীর বাইরের সম্পদ আহরণের স্বপ্ন পূরণ করতে পারছেন না৷ লেউইকি বলেন, ‘‘অ্যাস্টেরয়েড মাইনিংয়ের চূড়ান্ত স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি৷ তবে আমি মনে করি, সেখানে যাওয়ার পথ প্রশস্ত করে আমরা অনেকভাবেই সফল হয়েছি৷’’

আঠার শতকে ক্যালিফোর্নিয়ায় সোনার সন্ধান পাওয়া গেলেও পরিমাণে তা অনেক ছিল না৷ কিন্তু সোনা পাওয়া যাওয়ার খবরে অন্য রাজ্য থেকে সেখানে যাওয়া বাসিন্দারা সোনা খোঁজার চেষ্টায় যে অবকাঠামো গড়ে তুলেছিলেন তা ক্যালিফোর্নিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছিল৷ আজকের স্পেস মাইনাররা প্রায় সেরকমই করছেন৷ লেউইকি বলেন, ‘‘২০০৯ সালে আমাদের কোম্পানি প্রতিষ্ঠার সময়ে পৃথিবী স্পেস মাইনিংয়ের যতটা কাছে ছিল এখন তার চেয়েও অনেক কাছে আছে৷ এখন আপনি স্পেস মাইনিংয়ে একটা ডিগ্রি পেতে পারেন!’’

নাসার সাইকি মিশনের প্রধান এলকিন্স ট্যান্টন বলেন, ‘‘ব্যবসার আশা এখনো শেষ হয়ে যায়নি৷ এখনও আমরা সেখানে পৌঁছতে পারি, একটা উপায় বের করতে পারি৷ আমার মনে হয়, যে-কোনাভাবেই হোক না কেন, এটা মানুষের এমন এক অপরিহার্য ভবিষ্যৎ, যার থেকে আমরা দূরে থাকতে পারবনা৷ ইতিহাসে তাকালে আমরা দেখতে পাই, মানুষ আসলে এক্সপ্লোরার৷’’

নতুন নতুন উদ্ভাবন স্পেস মাইনিংকে আর্থিকভাবে লাভজনক করতে পারে৷ মাত্র কয়েকদশক আগেও আপনি এখন যে ডিভাইসে ভিডিওটি দেখছেন সেটি অসম্ভব মনে হয়েছিল৷ বর্তমানে আমরা স্যাটেলাইট দিয়ে বিশ্বের সব জায়গায় ইন্টারনেট নিয়ে যেতে পেরেছি৷ ক্রিস লেউকি বলেন, ‘‘১০,১৫ বা ২০ বছরে অনেক কিছু হতে পারে৷’’

হয়ত কোনো একদিন মোমবাতি দিয়ে ঘর আলোকিত করার মতো মাইনিংটাও পৃথিবী থেকে উধাও হয়ে যাবে৷

ক্রিস্টিয়ান কাউরলা/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ