1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিহত-আহতদের জন্য শোক-সমবেদনা

১২ অক্টোবর ২০১৫

শোক চলছে তুরস্কে৷ বোমা হামলায় মৃতের সংখ্যাও চলছে বেড়ে৷ হামলার জন্য প্রেসিডেন্ট এর্দোয়ানকে দায়ী করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ও হামলার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে মানুষ৷ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ৷

Türkei Unruhen bei Kurden-Demonstration in Istanbul
ছবি: picture-alliance/dpa/S. Suna

শনিবার সকালে তুরস্কের রাজধানী আংকারার প্রধান রেলস্টেশনের কাছে কুর্দিপন্থি এবং শ্রমিক আন্দোলন কর্মীদের সমাবেশে জোড়া আত্মঘাতী বোমা হামলা চালানো হয়৷ হামলায় অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে৷ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের জাতীয় শোক পালন করছে তুরস্ক৷

ভয়াবহ এ হামলার জন্য ইসলামি জঙ্গি সংগঠন আইএস দায়ী বলে মনে করে তুরস্ক সরকার৷

তবে আংকারার সিহিয়ে স্কয়ারে হামলার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানকে দায়ী করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে কয়েক হাজার মানুষ৷ বিক্ষুব্ধরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে ফুল দিতে যায়৷ এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা৷ বিক্ষুব্ধদের ওপর কাঁদানে গ্যাসও ছুঁড়েছে পুলিশ৷

বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আংকারার এ হত্যাকাণ্ড গণতন্ত্রের ওপর হামলা৷

আগামী ১লা নভেম্বর তুরস্কে নির্বাচন হওয়ার কথা৷ এর্দোয়ান সরকার শনিবারের হামলার পরও জানিয়েছে নির্ধারিত সময়েই নির্বাচন হবে৷

তবে আংকারার আত্মঘাতী হামলার পর তুরস্কের সার্বিক পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা৷ নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত এবং আহতদের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন অনেকেই৷ অনেকেরই এখন মন পড়ে আছে আংকারায়৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

এই জোড়া বোমা হামলার পিছনে কারা থাকতে পারে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ