1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইইডিসিআরে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ বন্ধ

৪ মে ২০২০

হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার সুবিধা বাড়ায় আইইডিসিআর রোগ নির্ণয়ে নমুনা সংগ্রহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ সরকারি এ প্রতিষ্ঠানটি এতদিন বাংলাদেশে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছিল৷

ছবি: bdnews24

এখন থেকে আইইডিসিআর তাদের কাজ গবেষণায় সীমাবদ্ধ রাখবে৷ আর স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহ ও পরীক্ষারমাধ্যমে রোগ নির্ণয়ের কাজটি করবে৷  

রোববার থেকে আইইডিসিআরের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশে ডয়েচ ভেলের কন্টটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-র সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান৷  তিনি বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আইইডিসিআর-র উপদেষ্টা হিসেবে কাজ করছেন৷

রোববার রাতে তিনি বলেন, এখন থেকে আইইডিসিআর শুধু গবেষণার অংশ হিসেবে কিছু নমুনা সংগ্রহ করবে৷

‘‘রোগীর রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল সংগ্রহ আইইডিসিআরের কাজের মধ্যে পড়ে না৷ আসলে আইইডিসিআর এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্সের অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে৷ হাসপাতালগুলোয় এখন পরীক্ষার সুবিধা আছে৷ এ কারণে কমিউনিটি লেভেলে রোগ নির্ণয়ের জন্য যে নমুনা পরীক্ষা, তার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে নিয়েছে৷ তারা এখন থেকে নমুনা সংগ্রহ করবে এবং আইইডিসিআর এর বাইরে অন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করবে৷’’

নতুন করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিস্তারিত গবেষণার জন্য যে নমুনা সংগ্রহ করা প্রয়োজন, এখন আইইডিসিআর শুধু সেগুলোই সংগ্রহ করেব বলেও জানান ডা. মুশতাক হোসেন৷

রোগীপ্রতি কত টেস্ট?

02:08

This browser does not support the video element.

বলেন, ‘‘নমুনা পরীক্ষার চাপে আইইডিসিআর তাদের মূল গবেষণা ঠিকমতো করতে পারছিল না৷

‘‘এছাড়া অন্যান্য ল্যাবরেটরিতে যে নমুনা পরীক্ষা চলছে, তার একটা অংশ আইইডিসিআর পুনরায় পরীক্ষা করবে৷ বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে পরীক্ষার কোয়ালিটি কন্ট্রোলের জন্য এটা করা হবে৷ যেসব রেজাল্ট নেগেটিভ হয় সেগুলো পুনরায় পরীক্ষা করবে আইইডিসিআর৷’’

চীনের উহান থেকে সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া শুরু করলে বাংলাদেশে কেউ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কিনা তা জানতে আইইডিসিআর-র ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শুরু হয়৷ প্রতিষ্ঠানটি গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করে৷

নতুন রোগীর সংখ্যা বাড়তে থাকার মধ্যেও শুরুতে আইইডিসিআরের বাইরে নমুনা পরীক্ষায় সায় দিচ্ছিল না সরকার৷ সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস পরীক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে৷

আইইডিসিআরসহ দেশের ৩৩টি গবেষণাগারে কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা চলছিল৷ এখন আইইডিসিআর এই দায়িত্ব থেকে সরে গেল৷ 

সোমবার নাগাদ দেশে যে ৮৭ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয় তার বড় অংশের পরীক্ষা আইইডিসিআরের পরীক্ষাগারেই হয়েছে৷

সোমবার পর্যন্ত দেশে ১০ হাজার ১৪৩ জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে৷ এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৮২ জন৷ সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন৷

এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ