1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিশ্রীলঙ্কা

আইএমএফের ঋণ পেল শ্রীলঙ্কা

২১ মার্চ ২০২৩

চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা আইএমএফের কাছ থেকে ২৯০ কোটি ডলারের ঋণ পাচ্ছেন।

ছবি: Eranga Jayawardena/AP/picture alliance

আইএমএফের বোর্ডও জানিয়েছে, তারা এই ঋণ অনুমোদন করেছেন। এর ফলে আর্থিক সংকটে জেরবার শ্রীলঙ্কা একটু আশার আলো দেখতে পেল। আবার তাদের ঋণের বোঝাও বাড়লো।

আইএমএফ জানিয়েছে, তারা অবিলম্বে শ্রীলঙ্কাকে ৩৩ কোটি ডলার দেবে। এই অর্থ দিয়ে প্রাথমিকভাবে শ্রীলঙ্কা তাদের সংকট সামলাতে পারবে।  কিন্তু সেই সঙ্গে আইএমএফের ম্য়ানেজিং ডিরেক্টর তিনটি বিষয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, শ্রীলঙ্কাকে কর ব্যবস্থার সংস্কার করতে হবে, গরিবদের জন্য সামাজিক সুরক্ষা বলয় তৈরি করতে হবে, দুর্নীতিকে কঠোর হাতে দমন করতে হবে।

তিনটি কাজই শ্রীলঙ্কার পক্ষে বেশ কঠিন। তবে আইএমএফ মনে করছে, তাদের বাঁচার জন্য এবং এই সংকট কাটানোর জন্য এই রাস্তা নেয়া ছাড়া আর কোনো উপায় নেই।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে জানিয়েছেন, কর সংস্কার ও আর্থিক ম্যানেজমেন্টের মধ্য দিয়ে শ্রীলঙ্কা পরিস্থিতির বদল ঘটাবে। আইএমএফের কাছে শ্রীলঙ্কা কৃতজ্ঞ থাকবে। কারণ, তারা ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে সংকট কাটাতে সাহায্য করলো।

২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কা আন্তর্জাতিক ঋণ শোধ করতে পারেনি এবং গভীর আর্থিক সংকটে পড়েছিল। তারপর শাসকদের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখিয়েছে। যার জেরে প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয়েছে। রাজাপাকসে পরিবার ক্ষমতার বাইরে চলে গেছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ