1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএমএফ ও ইউরোপের মতপার্থক্য

৯ জুলাই ২০১৩

ইউরো এলাকার সংকটের মোকাবিলায় এ মুহূর্তে যে তিনটি প্রতিষ্ঠান সক্রিয় ভূমিকা পালন করছে, তাদের মধ্যে ঐক্যের বেশ কিছুটা অভাব দেখা যাচ্ছে৷ এদিকে গ্রিস তার বেলআউট-এর বকেয়া কিস্তির অর্থ পেতে চলেছে খুব শীঘ্রই৷

ছবি: picture-alliance/dpa

গ্রিস সব শর্ত পূরণ না করা সত্ত্বেও বেলআউট-এর পরবর্তী কিস্তির ৬৮০ কোটি ইউরো পেতে চলেছে৷ তবে চাপ বজায় রাখতে ইউরো এলাকার অর্থমন্ত্রীরা কয়েকটি ভাগে সেই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ গ্রিস বেশ কিছু ক্ষেত্রে সংস্কার চালালেও বিশেষ করে সরকারি ক্ষেত্রে কর্মী ছাঁটাই ও রদবদলের শর্ত পুরোপুরি পূরণ করতে পারে নি৷ ইউরোগ্রুপের প্রধান ইয়েরুন ডাইসেলব্লুম বলেন, ২০১৪ সালে পর্যন্ত গ্রিস-কে বেলআউট দেওয়ার ক্ষেত্রে তিনি কোনো সমস্যা দেখছেন না৷ উল্লেখ্য, আগামী বছরই গ্রিস সামান্য মাত্রায় হলেও আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফিরে যাবে বলে পূর্বাভাষ পাওয়া যাচ্ছে৷ 

গ্রিসের ক্ষেত্রে ঐকমত্য অর্জন করা সম্ভব হলেও সহায়তার গোটা কাঠামো নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে৷ আসলে ইইউ, ইসিবি ও আইএমএফ – এই ‘ত্রোইকা' বা ত্রিমূর্তি সংকটের শুরু থেকেই একযোগে কাজ করে এসেছে, সংকটগ্রস্ত দেশগুলির জন্য আর্থিক প্যাকেজের ব্যবস্থা করেছে৷ সম্প্রতি ইইউ ও আইএমএফ-এর মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে এসেছে৷ আইএমএফ-এর প্রধান ক্রিস্টিন লাগার্দ মনে করেন, প্রবৃদ্ধি বাড়াতে ও চরম বেকারত্বের মোকাবিলা করতে ইউরোপীয় কমিশন যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না৷ যদিও সংকট সত্ত্বেও গত বছর ইউরো এলাকায় অগ্রগতির প্রশংসা করেছে আইএমএফ৷ তবে সংকটের সার্বিক সমাধানের জন্য ব্যাংকিং ইউনিয়ন দ্রুত কার্যকর করার পরামর্শ দিয়েছে আইএমএফ৷ এক রিপোর্টে বলা হয়েছে, শুধু আর্থিক নীতি যথেষ্ট না হলেও ব্যাংকিং ব্যবস্থাকে মজবুত করে তুলতে এর প্রয়োজন রয়েছে৷ ব্যাংক আবার যথেষ্ট ঋণ দেওয়া শুরু করলে তবেই অর্থনীতির উন্নতি সম্ভব৷ অন্যদিকে তাদের মতে, ইউরো এলাকায় শ্রম বাজারে আরও সংস্কার করলে তবেই প্রবৃদ্ধি সম্ভব হবে৷

আইএমএফ-এর প্রধান ক্রিস্টিন লাগার্দছবি: Reuters

‘ত্রোইকা'-র তৃতীয় অংশীদার – অর্থাৎ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি-ও দ্রুত ব্যাংকিং ইউনিয়নের পক্ষে সওয়াল করেছেন৷ তবে সেপ্টেম্বর মাসে জার্মানিতে সাধারণ নির্বাচনের আগে কোনো বড় সিদ্ধান্তের আশা কম৷ জার্মানির বর্তমান সরকার দুটি ধাপে ব্যাংকিং ইউনিয়ন গড়ে তোলার পক্ষে৷ ইউরোপীয় ইউনিয়ন চুক্তির মধ্যে কোনো পরিবর্তন না করে এমন কেন্দ্রীয় এক কর্তৃপক্ষ গড়ে তোলা বড় চ্যালেঞ্জ৷

এদিকে মে মাসে জার্মানির রপ্তানির মাত্রা কিছুটা কমে যাওয়ায় বাজারে হতাশা ছিল৷ তবে গ্রিস তার বকেয়া কিস্তির সহায়তা পাচ্ছে, এই খবরে পুঁজিবাজার আবার কিছুটা চাঙ্গা হয়েছে৷ সহায়তা না পেলে আগস্ট মাসেই গ্রিস দেউলিয়া হয়ে যেত৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ