1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএমএফ প্রধানের শর্টলিস্টে লাগার্ড, কার্স্টেন্স

১৪ জুন ২০১১

আন্তর্জাতিক অর্থ তহবিলের সম্ভাব্য প্রধানের সর্বশেষ প্রার্থী তালিকায় উঠে এসেছে ফ্রান্সের ক্রিস্টিন লাগার্ড এবং মেক্সিকোর অগুস্টিন কার্স্টেন্স’এর নাম৷ অন্যদিকে বয়সের কারণে বাদ পড়লেন ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান৷

ক্রিস্টিন লাগার্ড এবং অগুস্টিন কার্স্টেন্সছবি: picture alliance/dpa

লাগার্ড'এর নিজের দেশেরই লোক ডমিনিক স্ট্রস কান' যৌন কেলেঙ্কারির অভিযোগের মুখে ইস্তফা দিতে বাধ্য হন আইএমএফ-প্রধানের পদ থেকে৷ পুরো ইউরোপেরই সমর্থন রয়েছে লাগার্ড'এর প্রতি৷ নিউ ইয়র্কে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হবার পরে ডমিনিক স্ট্রাউস কান ১৮ই মে পদত্যাগ করেন৷

মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আগুস্টিন কার্স্টেন্স এই পদে ৬৫ বছর ধরে ইউরোপের একচেটিয়া আধিপত্য ভাঙার চেষ্টা করেছেন৷ তিনি বলেন, ‘‘এই পদের জন্যে ক্রিস্টিন লাগার্ড'এর নির্বাচিত হবার সম্ভবনা অনেক বেশি৷ আমি নিশ্চিত যে তিনি খুব ভালো মহাপরিচালক হতে পারবেন৷''

ডমিনিক স্ট্রস কান (মাঝে)ছবি: dapd

শুক্রবারে মনোনয়ন শেষ হবার পরে, সোমবারে দিনের শেষে আইএমএফ ঐ শর্টলিস্ট প্রকাশ করে৷ তবে প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে ইসরায়েলের স্ট্যানলি ফিশারের নাম কেন তালিকাতে নেই তা ব্যাখ্যা করেনি আইএমএফ৷ ফিশারের বয়স ৬৭ বছর৷ নতুন মহাপরিচালক হিসেবে যোগদানের নির্দিষ্ট বয়সসীমার চেয়ে যা দুই বছর বেশি৷ তাকে মনোনয়ন দিতে হলে নিয়ম ভাঙতে হতো৷ যা হতো একটা জটিল প্রক্রিয়া৷

এদিকে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ‘‘দুঃখ'' প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, বয়সের বাধা ‘‘আজকাল কোন বাধা হতে পারেনা৷'' ফিশার আরো বলেন, ‘‘ শুধু আমার প্রার্থীতার কথা বিচার করে নয়, বরং মহাপরিচালকের পদের জন্যে ভবিষ্যৎ প্রার্থীদের কথা বিবেচনা করে হলেও, আমি আশা করি, আইএমএফ-এর বোর্ড অফ ডিরেক্টররা এই নিয়ম পরিবর্তন করবেন৷''

অন্যদিকে আরো দুই সম্ভাব্য প্রার্থী দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী এবং কাজাখস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শুক্রবার তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন৷ তারা বলেছেন, ইউরোপের পছন্দ অনুয়ায়ী শেষ পর্যন্ত লাগার্ডই নির্বাচিত হতে যাচ্ছেন বলে তারা মনে করেন৷

আই এমএফ জানিয়েছে, ৩০-শে জুন তারা এই দুই প্রার্থীর সঙ্গে কথা বলবেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ