1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএসপন্থিদের ফেরা নিয়ে আতঙ্কিত হবেন না: জার্মানি

১৫ নভেম্বর ২০১৯

তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দিতে জার্মানি ত্যাগ করা সাত সদস্যের এক পরিবার বৃহস্পতিবার তুরস্ক থেকে বার্লিন পৌঁছেছেন৷ তুরস্কের কারাগারে তারা বন্দি ছিলেন৷

Deutschland Berlin Rückführung IS Häftlinge
ছবি: Reuters/F. Bensch

চলতি সপ্তাহের শুরুতে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আইএস-এর হয়ে লড়তে জার্মানি ত্যাগ করা ব্যক্তিদের মধ্যে যারা তুরস্কের কারাগারে বন্দি আছেন, তাদের জার্মানিতে ফেরত পাঠানো হবে৷

অবশ্য জার্মানিতে ঐ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা না থাকায় তাদের কারাগারে যেতে হবে না৷ পুলিশি প্রহরার মধ্যে নিজেদের শহরেই থাকতে পারবেন তারা৷

এক বছর আগে জার্মানি ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেও এই পরিবার আদৌ সিরিয়া পৌঁছেছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ মার্চ মাস থেকেই এই পরিবারের সদস্যরা তুরস্কের ইজমিরের কারাগারে বন্দি ছিলেন৷

জার্মান কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে এই পরিবারের সদস্যদের আইএসে যোগ দেয়ার নিশ্চিত কোনো খবর নেই৷ তবে তারা সালাফিস্ট মতাদর্শে বিশ্বাসী বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

আতঙ্কিত হওয়ার দরকার নেই

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউর স্বরাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আরমিন শুস্টার বলেন, আইএসপন্থি এই পরিবারের জার্মানিতে ফিরে আসার ঘটনা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়৷ উদ্বিগ্ন সাধারণ নাগরিকদের আশ্বস্ত করতে এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি৷ তাদের কারাবাসে রাখা না হলেও পুলিশি প্রহরায় রাখা হবে৷''

এই প্রেক্ষিতে জার্মানির অন্যান্য দলগুলি থেকে আসছে নানা রকমের মন্তব্য৷ সিরিয়ায় এই ধরনের মানুষের ভূমিকা কেমন ছিল, তা নির্ধারণ করার ক্ষেত্রে রয়েছে নানা অসুবিধা৷ অন্যদিকে, সরকারের বিরুদ্ধে তুরস্কের সাথে এই বিষয়ে আলোচনায় দেরি করার অভিযোগও উঠছে৷

গত কয়েক বছর ধরেই জার্মানিতে চলছে ফিরে আসা আইএস সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ৷ কিছু ক্ষেত্রে এসেছে সাফল্যও৷

বেন নাইট/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ