1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএসের তহবিল সংগ্রহ, জার্মানিতে অভিযুক্ত ইরাকি অভিবাসী

১ মে ২০২১

ইরাকি এক অভিবাসীর বিরুদ্ধে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের জন্য কয়েক হাজার ডলার তহবিল সংগ্রহের অভিযোগ এনেছে জার্মানি৷ তাকে গত জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল৷

প্রতীকী ছবি৷ছবি: Christopher Furlong/Getty Images

কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারিতে জার্মানি-সুইজারল্যান্ডের সীমান্ত পাড়ি দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়৷ তখন তিনি আইএসে যোগ দেয়ার জন্য সিরিয়া বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে জার্মানির ফেডারেল কর্তৃপক্ষ৷

আয়মেন এ-জে নামের ওই ব্যক্তিকে জার্মান আইন অনুসারে বিচারের মুখোমুখি করা হবে৷ ২০১৬ সালে অভিবাসী সংকটের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শরণার্থী ও অভিবাসীদের যে ইউরোপমুখী ঢল নামে, আয়মেনও তখন জার্মানি আসেন৷ তদন্তকারীরা জানিয়েছেন, ২০১৮ সালের শেষ দিকে তিনি আইএসের মতাদর্শে উদ্বুদ্ধ হন এবং ২০২০ সালের শুরুর দিকে সরাসরি তাদের সঙ্গে যুক্ত হন৷

‘সশস্ত্র জিহাদে' অংশ নিতেই মধ্যপ্রাচ্যে ফেরত যাওয়ার চেষ্টা করছিলেন আয়মেন, এমন ধারণা তদন্তকারীদের৷ কিন্তু আইএসের পক্ষ থেকে তাকে জার্মানিতে থেকে তহবিল সংগ্রহের জন্য বলা হয়৷

২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ব্যক্তি কয়েকবারে অন্তত ১২ হাজার ডলার সিরিয়া ও লেবানন পাঠিয়েছেন৷ এই অর্থ সিরিয়ার শরণার্থী শিবিরে আইএসের নারী সমর্থকদের সহায়তা এবং তাদের আইএসের সঙ্গে আবার যুক্ত করার কাজে ব্যবহার করা হতো বলেও জানিয়েছেন তদন্তকারীরা৷ লেবাননে পাঠানো অর্থে কারাগারে বন্দি আইএস যোদ্ধাদের মুক্ত করার কাজে ব্যবহার করা হতো৷

কবে এ মামলার বিচার কাজ শুরু হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি৷

এডিকে/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ