বাংলাদেশে নতুন করে সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷ সংগঠনটির অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এর সর্বশেষ সংস্করণে এ দাবি করা হয়েছে৷
বিজ্ঞাপন
আইএসের ম্যাগাজিনের নিবন্ধ নিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মতো দেশে আইএস তাদের কৌশলগত অবস্থান বাড়ানোর চেষ্টা করছে৷ ম্যাগাজিনে বাংলাদেশ বিষয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে৷
তবে আইএসের এই হুমকিকে আমলেই নিচ্ছে না বাংলাদেশ সরকার৷ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান কামাল ডয়চে ভেলেকে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘‘বাংলাদেশে আইএস বলে কিছু নেই৷ কয়েকজন জেএমবি জঙ্গি জামিনে ছাড়া পেয়ে নানা ধরনের হুমকি দেয়৷ এসব ফালতু বিষয়৷'' বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে৷ কোনো ধরনের শঙ্কা নেই৷''
সারা দেশে হত্যা ও হামলার প্রতিবাদ
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টার প্রতিবাদ চলছে সারা দেশে৷ ছবিঘরে প্রতিবাদ কর্মসূচির কিছু মুহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বর্বরোচিত হামলায় প্রকাশক হত্যা
শনিবার ঢাকার আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার তাঁর দাফন সম্পন্ন হয়৷ ছবিতে দীপনের মরদেহ দেখে তাঁর স্ত্রীর কান্নায় ভেঙে পড়ার মূহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
আরেক প্রকাশকসহ তিনজন গুরুতর আহত
একই দিনে আরেক হামলায় শুদ্ধস্বর প্রকাশনের স্বত্তাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিমক এবং কবি ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ জাগৃতির লালমাটিয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে৷ ছবিতে চিকিৎসাধীন আহমেদুর রশীদ টুটুল৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
তাৎক্ষণিক প্রতিবাদ
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে শনিবারই রাজপথে নামে মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল৷ প্রতিবাদমুখর জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বই প্রকাশ অপরাধ?
এই প্রথম বাংলাদেশে বই প্রকাশের জন্য প্রকাশককে প্রাণ দিতে হলো৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
‘আসুন লেখালেখি বন্ধ রাখি’
প্রতিবাদ সমাবেশের একটি ব্যানারে লেখা, ‘আসুন লেখালেখি বন্ধ রাখি’৷ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এমন তৎপরতা রোধে প্রশাসন ব্যর্থ – এমন ক্ষোভই প্রকাশ পেয়েছে লেখালেখি বন্ধ রাখার কথায়৷ তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক টুটুল জানিয়েছেন যে, তাঁর ওপর যত হামলাই হোক, ভবিষ্যতেও তিনি বই প্রকাশ করবেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হরতালে পিছালো জেএসসি
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ৷ এই কর্মসূচির কারণে মঙ্গলবারের জেএসসির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচির এই পরিবর্তনের কথা জানানো হয়৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/landov
মামলা
ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেছেন৷ শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে৷ ওপরের ছবিতে কবি, ব্লগার রণদীপম বসু৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
8 ছবি1 | 8
দাবিক এর ১২তম সংস্করণে বাংলাদেশ নিয়ে ঐ নিবন্ধের লেখক আবু আবদির রহমান আল-বাঙালি৷ নিবন্ধে বাংলাদেশে চারটি হামলার দায় স্বীকারের দাবি করেছে আইএস৷ এতে বলা হয়, খিলাফতের সেনাদের সম্পৃক্ত একটি নিরাপত্তা সেল ইটালিয়ান নাগরিক তাবেলা সিজারকে খুন করেছে৷ রাজধানী ঢাকার গুলশানের এক রাস্তায় গুলি করে ঐ বিদেশিকে হত্যা করা হয়৷ এর কয়েক দিনের মাথায় রংপুরে ঐ টিম এক জাপানি নাগরিককে খুন করে৷ ঢাকায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে (হোসেনি দালান) হামলা চালিয়ে একজনকে হত্যা ও প্রায় ১০০ জনকে আহত করে আইএস৷
এছাড়া ঢাকায় এক তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলাও আইএস করেছে বলে নিবন্ধে দাবি করা হয়৷ এতে বলা হয়, পরপর এসব হামলা ক্রুসেডর রাষ্ট্রের জনগণের বড় ক্ষতির কারণ হয়েছে৷ যে কারণে অনেক দেশ বাংলাদেশে তাদের নাগরিক, কূটনীতিক, পর্যটকদের চলাচল সীমিত করতে বাধ্য হয়েছে৷ এখনো তারা ভীতিকর অবস্থার মধ্যে দিন পার করছে৷ নিবন্ধে বলা হয়েছে, আইএস নতুন করে আরো হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে৷ আওয়ামী লীগের অসাম্প্রদায়িক সরকার ধারাবাহিকভাবে তথ্য বিভ্রাট ঘটাচ্ছে এবং ‘ব্লেম গেম' খেলছে৷
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শাহেদুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশের পরিস্থিতি এমন নয় যে আইএস এখানে এসে এতবড় হামলা চালাবে৷ আমরা আরব বিশ্ব থেকে অনেকটাই দূরে৷ আমাদের যে ধরনের ঝুঁকি আছে, সেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সব মুসলিম দেশগুলোতেই আছে৷ তবে এসব হুমকি উড়িয়ে দিলে হবে না৷ আমাদের সতর্কতার সঙ্গে তাদের হুমকির বিষয়গুলো খতিয়ে দেখতে হবে৷''
দাবিক এর নিবন্ধে বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রশংসা করে এর প্রতিষ্ঠাতা মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শায়খ আবদুর রহমানকে ‘শহিদ মুজাহিদ' আখ্যা দেয়া হয়েছে৷ নিবন্ধে শায়খ আবদুর রহমান ও জেএমবির প্রশংসা করে বলা হয়, এর ফলে ইউরোপীয় উপনিবেশ ও হিন্দু সংস্কৃতির চাপে যে ভূখণ্ড শত শত বছর ‘শিরক' ও ‘বিদাতে' ডুবে ছিল, সেখানকার মুসলমানরা একটা আশার আলো দেখেছিল৷
বাংলাদেশে জঙ্গি হামলার শিকার যারা
চলতি বছর ইসলামপন্থিরা একের পর এক হামলা চালিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে৷ এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ চলুন জানা যাক ২০১৫ সালের কবে, কারা হামলার শিকার হয়েছেন...৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্লগার খুন
একুশে বইমেলা থেকে ফেরার পথে ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন ব্লগার এবং লেখক অভিজিৎ রায়৷ কমপক্ষে দুই দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে হত্যা করে৷ এসময় তাঁর স্ত্রী বন্যা আহমেদও গুরুতর আহত হন৷ বাংলাদেশি মার্কিন এই দুই নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিম’৷ পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বাড়ির সামনে খুন
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হয় ঢাকায়, গত ৩০ মার্চ৷ তিন দুর্বৃত্ত মাংস কাটার চাপাতি দিতে তাঁকে কোপায়৷ সেসেময় কয়েকজন হিজরে সন্দেহভাজন দুই খুনিকে ধরে ফেলে, তৃতীয়জন পালিয়ে যায়৷ আটকরা জানায়, তারা মাদ্রাসার ছাত্র ছিল এবং বাবুকে হত্যার নির্দেশ পেয়েছিল৷ কে বা কারা এই হত্যার নির্দেশ দিয়েছে জানা যায়নি৷ বাবু ফেসবুকে ধর্মীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে লিখতেন৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
সিলেটে আক্রান্ত মুক্তমনা ব্লগার
শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে৷ গত ১২ মে সিলেটে নিজের বাসার কাছে খুন হন নাস্তিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার অনন্ত বিজয় দাস৷ ভারত উপমহাদেশের আল-কায়েদা, যাদের সঙ্গে ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর সম্পর্ক আছে ধারণা করা হয়, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷ দাস ডয়চে ভেলের দ্য বব্স জয়ী মুক্তমনা ব্লগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন৷
ছবি: picture-alliance/EPA/Str
বাড়ির মধ্যে জবাই
ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে, যিনি নিলয় নীল নামেই বেশি পরিচিত ছিলেন, হত্যা করা হয় ঢাকায় তাঁর বাড়ির মধ্যে৷ একদল যুবক বাড়ি ভাড়ার আগ্রহ প্রকাশ করে ৮ আগস্ট তাঁর বাড়িতে প্রবেশ করে এবং তাঁকে কুপিয়ে হত্যা করে৷ নিজের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কায় পুলিশের সহায়তা চেয়েছিলেন নিলয়৷ কিন্তু পুলিশ তাঁকে সহায়তা করেনি৷ ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তবে তার সত্যতা যাচাই করা যায়নি৷
ছবি: Getty Images/AFP/Uz Zaman
জগিংয়ের সময় গুলিতে খুন বিদেশি
গত ২৮ সেপ্টেম্বর রাতে জগিং করার সময় ঢাকার কূটনৈতিক এলাকায় খুন হন ইটালীয় এনজিও কর্মী সিজার তাবেলা৷ তাঁকে পেছন থেকে পরপর তিনবার গুলি করে দুর্বৃত্তরা৷ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জিহাদিদের অনলাইন কর্মকাণ্ডের দিকে নজর রাখা একটি সংস্থা৷ তবে বাংলাদেশে সরকার এই দাবি অস্বীকার করে বলেছে ‘এক বড় ভাইয়ের’ তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad)
রংপুরে নিহত এক জাপানি
গত ৩ অক্টোবর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও৷ মুখোশধারী খুনিরা তাঁকে গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায়৷ ইসলামিক স্টেট এই হত্যাকাণ্ডেরও দায় স্বীকার করেছে, তবে সরকার তা অস্বীকার করেছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন না যে তাঁর দেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির উপস্থিতি রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo
হোসনি দালানে বিস্ফোরণ, নিহত ১
গত ২৪ অক্টোবর ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালানে শিয়া মুসলমানদের আশুরার প্রস্তুতির সময় বিস্ফোরণে এক কিশোর নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন৷ বাংলাদেশে এর আগে কখনো শিয়াদের উপর এরকম হামলায় হয়নি৷ এই হামলারও দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট, তবে সরকার সে দাবি নাকোচ করে দিয়ে হামলাকারীরা সম্ভবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জেএমবি-র সদস্য৷ সন্দেহভাজনদের একজন ইতোমধ্যে ক্রসফায়ারে মারা গেছে৷
ছবি: Getty Images/AFP/M. Zaman
ঢাকায় প্রকাশক খুন
গত ৩১ অক্টোবর ঢাকায় দু’টি স্থানে কাছাকাছি সময়ে দুর্বৃত্তরা হামলা চালায়৷ এতে খুন হন এক ‘সেক্যুলার’ প্রকাশক এবং গুরুতর আহত হন আরেক প্রকাশক ও দুই ব্লগার৷ নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের সঙ্গে ঢাকায় খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ জঙ্গি গোষ্ঠী ‘আনসার-আল-ইসলাম’ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
প্রার্থনারত শিয়াদের গুলি, নিহত ১
গত ২৭ নভেম্বর বাংলাদেশের বগুড়ায় অবস্থিত একটি শিয়া মসজিদের ভেতরে ঢুকে প্রার্থনারতদের উপর গুলি চালায় কমপক্ষে পাঁচ দুর্বৃত্ত৷ এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হন এবং অপর তিন ব্যক্তি আহত হন৷ তথকথিত ইসলামিক স্টেট-এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা দাবি করা স্থানীয় একটি গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷
ছবি: picture-alliance/AP Photo
9 ছবি1 | 9
আইএসের সাময়িকীতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে ‘মুরতাদ' বলে আখ্যায়িত করা হয়৷ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর একটি ছবি দিয়ে তাতে লেখা হয়েছে, ‘মুরতাদপ্রধান'৷ নিবন্ধের শেষাংশে তারা বলেছে, তথাকথিত খিলাফতের সেনারা বেঙ্গলে তাদের প্রভাব বিস্তার করছে এবং তারা সন্ত্রাসের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে যাবে৷
বাংলাদেশের প্রতি ‘ইসলামিক স্টেট’ সত্যিই কী আগ্রহী? আপনার মতামত লিখুন নীচের মন্তব্যের ঘরে৷