1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আইএস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ অক্টোবর ২০১৫

বাংলাদেশে আইএস-এর তৎপরতা আছে কি নেই, তা নিয়ে চলছে জোর বিতর্ক৷ সরকারের পক্ষ থেকে আইএস নেই দাবি করার পর, মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন, ‘‘বাংলাদেশে আইএসসহ সহিংস উগ্রপন্থিদের উত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে৷''

Irak Gewalt Ramadi Falluja Islamisten Militanten Al Qaida Al Kaida
ছবি: Reuters

বাংলাদেশে আইএস আছে এটা প্রমাণিত: নূর খান

This browser does not support the audio element.

মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট আরো বলেন, ‘‘আইএস মোকাবেলায় প্রয়োজনীয় সক্ষমতা আমাদের (যুক্তরাষ্ট্র) রয়েছে৷ আর বাংলাদেশও সক্ষম৷'' তবে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দুই বিদেশিকে হত্যার পর দাবি করেছিলেন যে, ‘‘বাংলাদেশে আইএস নেই''৷ ঢাকার গুলশানে ইটালির নাগরিক সিজার তাবেলা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের পর-পরই আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর দেয় যে, ঐ দু'টি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট৷

বাংলাদেশের পুলিশ সদর দপ্তর সোমবার তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএস-এর এই দায় স্বীকার নিয়ে প্রশ্ন তুলেছে৷ তাদের দাবি, ‘‘যুক্তরাষ্ট্রে বসবাসরত রিটা কাৎস পরিচালিত বেসরকারি গোয়েন্দা সংস্থা সার্চ ফর ইন্টারনাশনাল টেরোরিস্ট এনসিটিজ (সাইট) বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার বেসরকারি মুখপাত্র হিসেবে এ সব ‘প্রোপাগ্যান্ডা চালাচ্ছে৷''

‘বিদেশি হত্যার সঙ্গে আইএস-এর সংশ্লিষ্টতা নেই’

01:57

This browser does not support the video element.

তবে বাংলাদেশের জঙ্গি বিষয়ক গবেষক এবং মানবাধিকার কর্মী নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে যে আইএস-এর তৎপরতা আছে, তা প্রমাণিত৷ বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা গত দেড় বছরে আইস সদস্য বলে অনেককে আটক করেছে৷ এছাড়া সংবাদমাধ্যমেও তারা এ সংক্রান্ত খবর, তথ্য এবং ফটোগ্রাফ প্রচার করেছে৷ এমনকি বাংলাদেশি নাগরিকদের সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগদানের তথ্যও আমরা জানি৷ সংবাদমাধ্যমে এ নিয়ে পুলিশের বক্তব্যসহ খবর প্রচার হয়েছে৷''

তিনি বলেন, ‘‘বাংলাদেশে যে জঙ্গিরা সক্রিয় এবং তাদের যে আন্তর্জাতিক যোগাযোগ আছে – তা আমরা অনেক আগে থেকেই লক্ষ্য করে আসছি৷ তারা ইসলামিক স্টেট, জেএমবি না হরকাতুল জিহাদ – তা মূখ্য নয়৷ প্রধান বিষয় হলো বাংলাদেশে জঙ্গিরা আছে এবং ভালোভাবেই আছে৷''

নূর খানের মতে, ‘‘শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন, আইএসসহ জঙ্গি দমনে যে কোনো দেশেরই সহায়তা নিতে পারে বাংলাদেশ সরকার৷ তবে খেয়াল লাখতে হবে কেউ যেন এর সুযোগ নিতে না পারে৷''

এদিকে আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যৌথভাবে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সার্বিক পরিস্থিতি জানাবেন৷ তাঁরা দুই বিদেশি হত্যা এবং জঙ্গি বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে৷

অন্যদিকে ভারতের একটি সংবাদমাধ্যম (টাইমস অফ ইন্ডিয়া) দাবি করেছে যে, বাংলাদেশে দুই বিদেশি হত্যার সঙ্গে আইএস জড়িত নয়৷ সংবাদমাধ্যমটি ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই দাবি করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ