1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস আছে-নেই বিতর্কের মধ্যে হামলা চলছেই

সমীর কুমার দে, ঢাকা২৭ নভেম্বর ২০১৫

বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) আছে কি নেই এ নিয়ে বিতর্কের মধ্যে একের পর এক হামলা চলছেই৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘বাংলাদেশে কোনো আইএস নেই৷ কিছু জেএমবি ধরা পড়ে, আবার ছাড়া পায় তারাই এসব করছে৷''

Bangladesch Angriff auf Moschee in Dhaka Angehörige
ছবি: picture-alliance/AP Photo

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামে বন্দুকধারীরা শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এশার নামাজের প্রস্তুতিকালে মুসল্লিদের ওপর হামলা চালায়৷ তাদের এলোপাতাড়ি গুলিতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত এবং ইমামসহ তিনজন গুরুতর জখম হন৷ এই হামলার দায়ও ‘স্বীকার' করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট৷ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারির যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ' এমনটাই বলছে৷ ওয়েবসাইটটি বৃহস্পতিবার আইএসের এই দাবির কথা জানায়৷ এর আগেও দুই বিদেশি হত্যা ও পুরনো ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হামলার ঘটনায় আইএসের দায় স্বীকার করার কথা জানিয়েছিল ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ'৷

মসজিদের ভিতরে হদিশ সংগ্রহ করছেন তদন্তকারীরা...ছবি: picture-alliance/AP Photo

তবে বৃহস্পতিবার পুলিশ দাবি করেছে, পুরনো ঢাকার হোসেনি দালানে হামলার প্রধান সমন্বয়কারী মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানী গত বুধবার গভীর রাতে রাজধানীর গাবতলী এলাকায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন৷ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশ ওই হামলা চালায়৷ নিহত আলবানী জেএমবির ওই অংশটির সামরিক প্রধান৷ পুলিশের দাবি, জামায়াত-শিবির থেকে আসা একদল নতুন সদস্য জেএমবির ওই অংশটির অর্থ জোগান দিয়ে আসছে৷ ওই অংশটিই ৪ নভেম্বর আশুলিয়ায় একটি তল্লাশি চৌকিতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে৷ এরাই গত এপ্রিল মাসে আশুলিয়ার কমার্স ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল৷ রংপুরে কুপিয়ে মাজারের খাদেমকে হত্যা এবং সৈয়দপুরে ইমামবাড়ার খাদেমকে জখম করার সঙ্গেও এই অংশটির সদস্যরা জড়িত বলে দাবি পুলিশের৷

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেছেন, সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে শিবির থেকে আসা জেএমবির একটি অংশের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে৷ এদের বেশ কিছু সদস্য পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে৷ এখনো অনেক সদস্য বাইরে রয়েছে৷ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে৷ তিনি বলেন, জামায়াত শিবিরের কাছে থেকেই তারা আপাতত ফান্ড পাচ্ছে বলেও দাবি করেন তিনি৷

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রহমান জিয়াদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘নাশকতার আশঙ্কার কারণে সরকার সামাজিক যোগাযোগের সাইটগুলো বন্ধ রেখেছে৷ কিন্তু তাতেও কী কাজ হল? এর মধ্যেও তো বগুড়ায় হামলা হল৷'' তাঁর দাবি, আসলে এগুলো বন্ধ রেখে কিছু হবে না৷ এর জন্য সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে আরো সক্রিয় হতে হবে৷ পাশাপাশি মূল অপরাধীদের খুঁজে বের করতে হবে৷ শুধু ব্লেম-গেমের রাজনীতি করলে হবে না৷ এসব থেকে বেরিয়ে এসে নাশকতার সঙ্গে যারা জড়িত বা তাদের মদদদাতাদের ধরতে হবে৷

এদিকে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট৷ গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়েছে৷ বাংলাদেশে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় পার্লামেন্টের সাতটি পৃথক রাজনৈতিক গোষ্ঠী গত মঙ্গলবার আলাদা আলাদাভাবে আলোচনার প্রস্তাব দিয়েছিল৷ পরে ওই সাতটি প্রস্তাবের বিষয়গুলো নিয়ে যৌথ প্রস্তাবনার ওপর আলোচনার পর একটি অভিন্ন অবস্থানের ওপর সুপারিশের ভিত্তিতে প্রস্তাব গৃহিত হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ