1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আইএস-এর উত্থানের জন্য সিরিয়া ও ইরাক সরকারও দায়ী'

৩০ জানুয়ারি ২০১৫

এবার মিশরে অন্তত ৪০ জনকে হত্যা করেছে আইএস৷ ইসলামি এই জঙ্গি সংগঠনটির হামলায় ইরাকেও নিহত হয়েছে ৬ জন৷ আইএস-এর উত্থান এবং দ্রত বেড়ে ওঠার জন্য সিরিয়া এবং ইরাকের রাষ্ট্রীয় নীতিমালাকেও দায়ী মনে করে এইচআরডাব্লিউ৷

Propagandabild IS-Kämpfer ARCHIV
ছবি: picture-alliance/abaca/Yaghobzadeh Rafael

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানের জন্য সিরিয়া এবং ইরাকের শাসকরাও দায়ী৷ বিশ্বের ৯০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত ৬৫৬ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়, ইরাক থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর নূরি আল-মালিকি যেভাবে শিয়াদের মদদ দিয়েছেন, তা সুন্নিদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ বাড়িয়েছে এবং এর ফলে এমন একটি জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ত্বরাণ্বিত হয়েছে৷ সিরিয়ায় মৌলবাদ, জঙ্গিবাদের উত্থানের জন্য বাশার আল-আসাদের শাসনকে দায়ী মনে করে এইচআরডাব্লিউ৷ নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি মনে করে, আইএস মাটি ফুঁড়ে হঠাৎ উঠে আসেনি, ইরাক ও সিরিয়ার শাসকদের দমন নীতি এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে৷

‘আইএস-এর উত্থানের জন্য নূরি আল মালিকিও দায়ী’ছবি: picture-alliance/AP Photo

ইরাক এবং সিরিয়ায় আইএস-এর হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে সাধারণ মানুষ৷ সামরিক বাহিনীর সদস্যরাও নিহত হচ্ছেন অতর্কিত হামলায়৷ শুক্রবার ইরাকের কিরকুক প্রদেশে আইএস-এর হামলায় এক কুর্দি কমান্ডারসহ মারা গেছেন ৬ জন৷

সবচেয়ে বড় হামলাটি হয়েছে মিশরে৷ বৃহস্পতিবার সিনাই উপত্যকার সামরিক বাহিনীর ঘাঁটি, পুলিশ স্টেশনসহ তিনটি স্থানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়৷ হামলায় এ পর্যন্ত ৪০ জন নিহত এবং কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে৷ মিশরের আইএস অনুসারী জঙ্গি সংগঠন আনসার বেইত-আল মাকদিস টুইটারে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ-আল সিসি বৃহস্পতিবার রাতের এ হামলার সময় ইথিওপিয়া সফর করছিলেন৷ সফর বাতিল করে তিনি দেশে ফিরছেন৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ