1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর কড়া শাস্তির দাবি

৫ ফেব্রুয়ারি ২০১৫

তথাকথিত ‘ইসলামিক স্টেট' গোষ্ঠী জর্ডানের বন্দি পাইলটকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছে, ইসলাম ধর্ম অনুযায়ী তার চরম শাস্তি হওয়া উচিত বলে বিধান দিয়েছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েব৷

Al-Azhar-Universität in Kairo
ছবি: picture alliance/Bibliographisches Institut/Prof. Dr. H. Wilhelmy

প্রতিশোধের আগুনে ফুঁসছে জর্ডানের অনেক মানুষ৷ সেনাবাহিনীও তথাকথিত ‘ইসলামিক স্টেট'-কে উচিত শিক্ষা দিতে বদ্ধপরিকর৷ বাদশাহ আব্দুল্লাহও হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন৷ যে নৃশংসতার সঙ্গে সে দেশের বন্দি পাইলটকে হত্যা করেছে আইএস জঙ্গিরা, তা ক্ষমার অযোগ্য বলে মনে করেন তিনি৷ বাদশাহ বলেছেন, জর্ডান জঙ্গিদের বিরুদ্ধে নৈতিক সংগ্রাম চালাচ্ছে৷ কড়া প্রতিক্রিয়া দেখানো হবে, কারণ এই সন্ত্রাসবাদী সংগঠন শুধু জর্ডান নয়, ইসলাম ধর্ম ও তার মৌলিক মূল্যবোধের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে৷

প্রতিশোধ হিসেবে দু’জন বন্দিকে ফাঁসি দিল জর্ডানছবি: Reuters/M. Hamed

সম্ভবত জানুয়ারির শুরুতেই জর্ডানের বন্দি পাইলটকে হত্যা করে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়ে প্রতারণা করে চলছিলো ‘ইসলামিক স্টেট'৷ তাই পাইলটের হত্যার খবর পেয়ে সবার আগে সেই দুই বন্দির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করে জর্ডানের প্রশাসন৷

মধ্যপ্রাচ্য থেকে চীন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নিজেদের ব্যাখ্যা অনুযায়ী সনাতন ইসলামি শাসনব্যবস্থা কার্যকর করার অঙ্গীকার করে চলেছে আইএস৷ তাদের এই অভিসন্ধি সম্পর্কে ইসলামি দেশগুলির প্রতিক্রিয়া এতকাল যথেষ্ট নরম ছিল বলে বার বার অভিযোগ উঠেছে৷ অ্যামেরিকার নেতৃত্বে সামরিক অভিযানে যোগ দেওয়া সত্ত্বেও মতাদর্শের প্রশ্নে আইএস-এর বিরুদ্ধে সরাসরি সংঘাতে যেতে দ্বিধা করে এসেছে অনেক ইসলামি দেশ৷ কিন্তু জর্ডানের বন্দি পাইলটকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার ঘটনা সেই দ্বিধা অনেকটা কাটিয়ে তুলছে৷

সুন্নি মুসলিম সম্প্রদায়ের জ্ঞানচর্চার পীঠস্থান হিসেবে পরিচিত কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় কড়া ভাষায় আইএস-এর এই পদক্ষেপের সমালোচনা করেছে৷ বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েব এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন, পবিত্র এই পদক্ষেপের সেই শাস্তি হওয়া উচিত, যা কোরান অনুযায়ী দুর্নীতিপরায়ন অত্যাচারীদের জন্য স্থির করা হয়েছে – হত্যা, ক্রুশবিদ্ধ করা অথবা হাত-পা কেটে দেওয়া৷ স্পষ্ট ভাষায় তিনি আরও বলেন, ইসলাম ধর্মে নিরাপরাধ মানুষের আত্মার হত্যা নিষিদ্ধ৷ তাছাড়া মানুষের আত্মাকে এভাবে অগ্নিদগ্ধ বা অন্য কোনো ভাবে বিকৃত করাও নিষিদ্ধ৷ এমনকি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ বা তারা হামলা চালালেও এর বিধান নেই৷

এদিকে আইএস দমনে প্রায় ৬০টি দেশের যে আন্তর্জাতিক জোট সামরিক অভিযান চালাচ্ছে, তাতে কিছুটা ফাটল দেখা যাচ্ছে৷ সংযুক্ত আরব আমিরাত আইএস-নিয়ন্ত্রিত এলাকার উপর বিমান হামলায় আর অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে৷ নিজেদের সামরিক পাইলটদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত৷ তারা অ্যামেরিকার উদ্দেশ্যে ভবিষ্যতে পাইলটদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করার আর্জি জানিয়েছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ