1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর কাছে তেজস্ক্রিয় পদার্থ বিক্রির ইচ্ছা!

৭ অক্টোবর ২০১৫

ভেবে দেখুন, এমনটা হলে তার পরিণতি কী হতে পারে? চলতি বছরে এমনই এক ইচ্ছা পোষণ করেছিলেন তেজস্ক্রিয় পদার্থের এক চোরাকারবারী৷ বার্তা সংস্থা এপি জানিয়েছে এ তথ্য

Symbolbild - Islamist
ছবি: Colourbox/krbfss

মার্কিন এই বার্তা সংস্থাটি এ বিষয়ে একটি তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে কয়েকটি বিষয় উঠে এসেছে:

রাশিয়ার সঙ্গে জড়িত অপরাধী চক্ররা সাম্প্রতিক বছরগুলোতে মোলডাভিয়ায় মধ্যপ্রাচ্যের ক্রেতাদের কাছে তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করতে চেয়েছে৷

– চলতি বছরের শুরুতে একটি চক্র বিশেষ করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর কাছে উচ্চমানের তেজস্কিয় পদার্থ সিজিয়াম বিক্রি করতে চেয়েছিল৷

সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ, বর্তমানে পূর্ব ইউরোপের দেশ মোলডোভিয়ার পুলিশ কর্তৃপক্ষ ও মার্কিন গোয়েন্দা সংস্থা গত পাঁচ বছরে এরকম অন্তত চারটি সম্ভাব্য চোরাচালানের ঘটনা আটকে দিয়েছে বলে জানিয়েছে এপি৷

এপি-র প্রতিবেদনের একটি অংশ উল্লেখ করে খবরটি শেয়ার করেছে ভারতীয় সংবাদসংস্থা ফার্স্টপোস্ট৷

ঘটনার সঙ্গে রাশিয়ার সম্পর্ক থাকা নিয়ে অনেক টুইটার ব্যবহারকারীর মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে৷ এদের মধ্য একজন নোয়া রথমান৷

রথমানের এই টুইটের নীচে মন্তব্য করেছেন মাইকেল ফ্রস্ট৷ তিনি মনে করছেন, মধ্যপ্রাচ্য সংকটে রাশিয়া জড়িয়ে পড়লে পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে খারাপ হবে৷

আর মাক্সওয়েল এইচ. হোয়াইট মনে করেন, চোরাকারবারীর সঙ্গে কোনো সাধারণ রাশিয়ান নাগরিক জড়িত থাকতে পারে না৷ কারণ, তেজস্ক্রিয় পদার্থ হস্তগত করার মতো কাজ সম্পাদন করতে অন্তত সরকারি পর্যায়ের কারও না কারও সহায়তা প্রয়োজন৷

তবে ইংগ্রিড মায়ার এপি-র এই প্রতিবেদনটি এফবিআই-এর পাতানো গল্প বলে মনে করছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

আইএস-এর কাছে তেজস্ক্রিয় পদার্থ বিক্রির পরিনাম কী হতে পারে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ