1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর দখলে পালমিরা, আবার শিল্পকর্ম ধ্বংসের আশঙ্কা

২২ মে ২০১৫

সিরিয়ার প্রাচীন শহর পালমিরা দখল করে নিয়েছে আইএস৷ সেখানে বেসামরিক লোকও হত্যা করেছে জঙ্গি সংগঠনটি৷ সুপ্রাচীন শিল্পকর্মগুলোর ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা৷

Theater Palmyra
ছবি: picture-alliance/CPA Media/Pictures From History/D. Henley

সিরিয়ার প্রায় অর্ধেক এখন আইএস-এর দখলে৷ বুধবার ২ হাজার বছরের পুরোনো শহর পালমিরাও দখল করে নেয় সুন্নি মুসলমানদের এই জঙ্গি সংগঠন৷ সংগঠনের কর্মীরা টুইটারে এ খবর জানায়৷ ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সেখানে এ পর্যন্ত কমপক্ষে ১৭ জনকে হত্যা করেছে আইএস৷ নিহতরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক অথবা তাঁর অনুগত বাহিনীর সদস্য৷ পালমিরার অন্তত এক তৃতীয়াংশ অধিবাসী শহর ছেড়ে পালিয়েছে৷

এর আগে ইরাকের মোসুল এবং নিমরুদ দখলের পর সেখানকার প্রাচীন নিদর্শন ধ্বংস করেছিল আইএস৷ এবার সিরিয়ার পালমিরার প্রাচীন শিল্পকর্মগুলোরও একই পরিণতির আশঙ্কা করা হচ্ছে৷ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেছেন, ‘‘পালমিরা মরুর বুকে অনন্য এক ঐতিহ্যবাহী প্রাচীন নিদর্শন৷ এর কোনো অংশ ধ্বংস করলে তা যে শুধু যুদ্ধাপরাধ হবে তা-ই নয়, তাতে মানবতারও অপরিমেয় ক্ষতি হবে৷''

ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ায় আইএস শিল্পনিদর্শন ধ্বংসসহ নানা ধরনের যুদ্ধাপরাধ করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে৷ এক বিবৃতিতে ইইউ-র পররাষ্ট্রনীতি বিষয়ক সমন্বয়ক ফেডেরিকা মোগেরিনি বলেন, ব্যাপক হত্যাকাণ্ড এবং প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নিদর্শন ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা যুদ্ধাপরাধের পর্যায়েই পড়ে৷

এসিবি/ এসবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ