1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর নতুন নেতা আল-কুরাইশি

১ নভেম্বর ২০১৯

আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পর নেতা নির্বাচনে বেশি দেরি করেনি ইসলামি জঙ্গি সংগঠন আইএস৷ অডিও প্রকাশ করে তারা জানিয়েছে, এখন থে সংগঠনটিকে নেতৃত্ব দেবেন আবু ইব্রাহিম আল-হাশিমি আল কুরাইশি৷

Syrien ein Kämpfer zündet eine IS Flagge an
ছবি: picture-alliance/AP Photo/M. Hussein

বৃহস্পতিবার আল ফুরকান ফাউন্ডেশনের ওয়েবসাইটে একটি অডিও প্রকাশ করা হয়৷ সেখানে আইএস-এর মুখপাত্র জানান, আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পরই সুরা কাউন্সিলের বৈঠক হয়েছে৷ তিনি জানান, সেই বৈঠকে মুজাহিদিন নেতারা সর্বসম্মিতক্রমে নতুন ‘খলিফা' হিসেবে আবু ইব্রাহিম আল-হাশিমি আল কুরাইশির নাম ঘোষণা করেছেন৷

অডিওবার্তায় আবু ইব্রাহিম আল-হাশিমি আল কুরাইশি সম্পর্কে আর কোনো তথ্য দেয়া হয়নি৷ 

গত রবিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আর কুর্দিদের যৌথ হামলায় মারা যান আবু বকর আল-বাগদাদি৷

বৃহস্পতিবারের অডিওবার্তায় আইএস-এর মুখপাত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘‘যুক্তরাষ্ট্র, শেখ আল-বাগদাদির মৃত্যুতে আনন্দ করো না৷ তোমরা কি জানো না আমরা ইউরোপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আর মধ্য আফ্রিকায় ঢুকেই গেছি? আমরা পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ছি৷''

এসিবি/কেএম (এপি, ডিপিএ, রয়টার্স)    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ