1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর প্রকৃত চেহারাটা দেখাচ্ছেন এব্রাহিম বি

মাটিয়াস ফন হাইন/এসিবি (এপি, রয়টার্স)৩ আগস্ট ২০১৫

মুসলমানদের ওপর নির্যাতনের কথা শুনে আইএস-এর আত্মঘাতী বোমা হামলাকারী হতে চেয়েছিলেন এব্রাহিম বি৷ ভুল ভাঙে সিরিয়ায় গিয়ে৷ মানুষ মারার চেয়ে কারাবরণ শ্রেয় – এমনটা মনে হওয়ায় জার্মানিতে ফিরে আইএস-এর স্বরূপ উন্মোচন করছেন তিনি৷

Islamischer Staat / Flagge auf Berg / Syrien
ছবি: AP

বিশ্বের বেশ কিছু দেশের মতো জার্মানির কতিপয় মুসলমানের মধ্যেও ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দেয়ার প্রবণতা দেখা যায়৷ সরকারি তথ্য অনুযায়ী, ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর ডাকে তথাকথিত জিহাদে যোগ দিতে জার্মানি থেকে অন্তত ৭০০ তরুণ সিরিয়া বা ইরাকে গিয়েছিলেন৷ অনেকের মতে সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি৷ মনস্তাত্ত্বিক এবং ইসলাম ধর্মের গবেষক আহমেদ মানসুর মনে করেন, সংখ্যাটা ২ হাজারের চেয়ে কম হবে না৷ ইতিমধ্যে অন্তত ৯০ জন জার্মান নাগরিক আইএস-এর হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণও দিয়েছেন৷

জার্মানির যেসব শহরের অধিবাসী আইএস-এ যোগ দিয়েছে ভল্ফসবুর্গ তাদের অন্যতম৷ অন্তত ২০ জন তরুণ এ শহর থেকে সিরিয়া বা ইরাকে গিয়েছেন বলে জানা গেছে৷ তাঁদেরই একজন এব্রাহিম বি৷

২০১৪ সালের মে মাসে ইয়াসি কোয়াসাইফি নামের এক লোকের প্ররোচনায় এব্রাহিম প্রথমে তুরস্ক, তারপর সেখান থেকে সিরিয়ার জারাবুলুস শহরের শরণার্থী শিবিরে যান৷ সেখানে পাসপোর্ট জমা দেয়ার পর আইএস-এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ‘‘কী হবে তুমি, যোদ্ধা, নাকি আত্মঘাতী বোমা হামলাকারী?'' জার্মানিতে থাকতেই ইয়াসি কোয়াসাইফি তাঁকে বলত, ‘‘মুসলমানরা না খেয়ে আছে, মুসলমান নারীদের ধর্ষণ করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে তুমি শান্তিতে ঘুমাবে কী করে?'' আইএস-এর প্রশ্নের জবাব দেয়ার সময় সেই কথা মনে পড়ে, এব্রাহিম আর কিছ না ভেবে জানান যে তিনি আত্মঘাতী বোমা হামলাকারীই হবেন৷

অন্তত ৯০ জন জার্মান নাগরিক আইএস-এর হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণও দিয়েছেনছবি: picture-alliance/Balkis Press

কিন্তু বললেই সবাই তা হতে পারে না৷ আইএস যা প্রচার করে আর বাস্তবে যা ঘটে তাতে যে আকাশ-পাতাল ব্যবধান তা অল্প কিছুদিনেই জেনে যান এব্রাহিম৷ জেনে যান, আইএস কাউকে বিশ্বাস করে না৷ সবার মতো তাঁকেও তাই শুরুতে ‘গোয়েন্দা' হিসেবে সন্দেহ করা হয়৷ শুরুতে তাঁকে এমন এক কামরায় আটকে রাখা হয় যেখানে মেঝেতে শুধু রক্ত আর রক্ত৷ শিরশ্ছেদ করা দেহ এনে ফেলা হতো সেই ঘরে৷

এব্রাহিম দেখেছেন, আইএস বলে বটে সিরিয়া বা ইরাকে গেলেই যুদ্ধে নেমে যাওয়া যাবে, কিন্তু সেই স্বপ্ন নিয়ে গিয়ে সেখানে অনেকেরই জুটেছে শুধু গাড়ি পরিষ্কার করার কাজ৷ অনেক তরুণী সেখানে গিয়েছেন বিলাসবহুল রোমাঞ্চকর জীবনের স্বপ্ন নিয়ে, গিয়ে হয়েছেন পতিতা৷ সুখ-স্বাচ্ছ্যন্দের স্বপ্ন খুব ভালো করে দেখাতে পারে আইএস, তবে সেই স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে স্বপ্নভঙ্গই হয় বেশির ভাগ তরুণের৷

এ সব দেখেই মন ভেঙে যায় এব্রাহিমের, মনে হয়, সিরিয়ায় মুক্ত জীবনের চেয়ে জার্মানিতে প্রয়োজনে চিরকালের জন্য কারাবরণও ভালো৷ ফিরে আসেন জার্মানিতে৷ সেই থেকে কারাবন্দি জার্মান এই মুসলিম তরুণ৷

সুখ-স্বাচ্ছ্যন্দের স্বপ্ন দেখাতে পারে আইএস, তবে স্বপ্নভঙ্গই হয় বেশির ভাগ তরুণেরছবি: picture-alliance/AP Photo

আদালতে উকিলদের প্রশ্নের জবাবে, আইএস সম্পর্কে খোলামেলা কথা বলছেন এব্রাহিম বি৷ আইএস এবং অন্যান্য জঙ্গি সংগঠনে যোগদানে আগ্রহী হতে পারে এমন তরুণদের সচেতন করার কাজ করছে এমন সংগঠনগুলো মনে করে এব্রাহিম বি-র মতো আইএস ছেড়ে আসা তরুণদের অভিজ্ঞতা সবাইকে জানানো দরকার৷ লন্ডন কিংস কলেজের উগ্রবাদ বিষয়ক গবেষক পেটার নয়মানও ডয়চে ভেলেকে এ কথাই বললেন৷

এদিকে তুরস্কের বিমান হামলার কারণে আইএস-বিরোধী যুদ্ধের সমীকরণ জটিল রূপ নিয়েছে৷ তুরস্ক আইএস-কে সীমান্ত থেকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যের কথা বললেও আইএস-এর পাশাপাশি কুর্দি বিদ্রোহীদের ওপরও হামলা চালাচ্ছে৷ ইতিমধ্যে কু্র্দি বিদ্রোহীদের সংগঠন পিকেকে পাল্টা জবাব দিতে শুরু করেছে৷ পিকেকে-র হামলায় এ পর্যন্ত ৩ জন তুর্কি সেনাসদস্য নিহত এবং অন্তত ৩১জন আহত হয়েছে৷

বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের চলমান বিমান হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক যৌথভাবে আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ করার যে অঙ্গীকার করেছিল, তা নতুন এক জটিলতায় পড়েছে৷ ধারণা করা হচ্ছে, তুরস্ক আইএস-এর বিরুদ্ধে হামলা চালালেও দেশটি প্রধান প্রতিপক্ষ মনে করে কুর্দিদের৷ অন্যদিকে সিরিয়া সীমান্তে আইএস বিরোধী যুদ্ধে কুর্দিরাই এ মুহূর্তে সবচেয়ে বেশি সফল৷ এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে কুর্দিরা খুব গুরুত্বপূর্ণ৷ মার্কিন-তুর্কি চুক্তি এই পরস্পরবিরোধীতাকে জয় করে কীভাবে আইএস-বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকে এবং লাভবানও হয়, সেটাই এখন দেখার বিষয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ