1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর বাংলাদেশ প্রধান কে?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ মে ২০১৬

রমজান মাসে ইসলামিক স্টেট-এর বাংলাদেশি নেতার নাম ঘোষণা করা হবে৷ যুদ্ধবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ারের প্রতিবেদনে এ দাবি করা হয়৷ এর আগে আবু ইব্রাহিম নামের একজনকে বাংলাদেশি ফ্রন্টের নেতা বলে জানানো হয়েছিল৷

প্রতীকী ছবি
ছবি: Fotolia/Oleg Zabielin

স্টাডি অফ ওয়ার বা আইএসডাব্লিউ-র ঐ প্রতিবেদনে দাবি করা হয় , আগামী রমজান মাস, অর্থাৎ ৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যেই ঘোষণা করা হবে ইসলামিক স্টেট অফ বাংলাদেশ বা আইএসবি প্রধানের নাম৷

বলা বাহুল্য, রমজান মাসকে সামনে রেখেই তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস তাদের নতুন প্রচারণা শুরু করতে যাচ্ছে৷ এই প্রচারণায় ঐতিহাসিকভাবে মুসলিম ভূখণ্ড উত্তর আফ্রিকা ওব দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়াও বাংলাদেশকে ‘টার্গেট' করা হয়েছে৷

Quadriga - Inside IS - The Structure of Terror

42:31

This browser does not support the video element.

এর আগে গত এপ্রিল মাসে ইসলামিক স্টেট-এর মুখপত্র বলে পরিচিত ‘দাবিক' ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় বাংলাদেশে আইএস-এর নতুন ‘ফ্রন্ট' খোলার কথা বলা হয়৷ জানানো হয়, বাংলাদেশে এ মুহূর্তে আইএস পরিচালনার দায়িত্বে আছেন আবু ইব্রাহিম নামের এক ব্যক্তি৷

তবে আগামী রমজানে আইএসবি-র নতুন নেতা হিসেবে তাঁর নামই ঘোষিত হবে কিনা, সে ব্যাপারে কিছু জানায়নি আইএসডাব্লিউ৷

গত সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় আইএস-এর দায় স্বীকারের খবর শোনা যাচ্ছে৷ তবে বাংলাদেশ সরকার দেশে আইএস-এক থাকা বা ইসলামিক স্টেটের অস্তিত্বের কথা অস্বীকার করে আসছে৷

আব্দুর রশিদ

This browser does not support the audio element.

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘দু'টি দিক থেকে বিশ্লেষণ করলে বাংলাদেশে আইএস-এর উপিস্থিতির প্রমাণ মেলে না৷ প্রথমত, এখানে জঙ্গি আক্রমণের যে ধরন, তাতে গ্লোবাল জিহাদের উদ্দেশ্য প্রসারিত হয় না৷ দ্বিতীয়ত, সাংগঠনিক উপস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে, যারা ধরা পড়ে তাদের মধ্যে জামায়াতের ছাত্র সংগঠন শিবিররের সদস্য আছে৷ এর সঙ্গে আছে নতুন যুক্ত হওয়া জঙ্গিও৷ এর মানে হলো এই জঙ্গিরা দেশজ৷'' তিনি বলেন, ‘‘বাংলাদেশে জঙ্গি তৎপরতার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে৷''

তবে জেনারেল রশীদের কথায়, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে৷ কারণ জঙ্গিরা তাদের অবস্থান এবং কৌশল বদল করে৷ বাংলাদেশে আইএস আদর্শের অনুসারী থাকতে পারে৷ তবে তা দিয়ে তাদের উপস্থিতি প্রমাণ করা যায় না৷''

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ‘‘আমরাও বাংলদেশে হন্যে হয়ে আইএস খুঁজছি৷ সবাই আইএস আইএস করছেন৷ কিন্তু আমরা আইএস জঙ্গিদের খুঁজে পাচ্ছি না৷''

তিনি আরো বলেন, ‘‘আপনারা নিশ্চিত থাকুন যে, বাংলাদেশে কোনো আইএস নাই৷ আমরা খুঁজে পেলে আপনাদের জানাবো৷''

বন্ধু, বাংলাদেশে কি আইএস সত্যিই আছে? আপনার কী মনে হয়? জানান মতামত, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ