1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর বিরুদ্ধে এবার অনলাইন-যুদ্ধ শুরুর তাগিদ

২৮ অক্টোবর ২০১৪

অনলাইনে আহ্বান জানিয়ে ‘যোদ্ধা' সংগ্রহ করছে আইএস৷ এভাবে ইরাক ও সিরিয়ায় নিজ অবস্থান আরো শক্ত করার চেষ্টা করছে জঙ্গি সংগঠনটি৷ তাদের প্রতিহত করতে তাই অনলাইন-যুদ্ধেও শরিক হওয়া জরুরি মনে করছে যুক্তরাষ্ট্র৷

Bildergalerie Spielkonsolen - Tetris Ipad
ছবি: imago/Jochen Tack

বেশ কিছু উদ্যোগ সত্ত্বেও গত কয়েকদিনে সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট' বা আইএস-এর বিরুদ্ধে বড় কোনো সাফল্য আসেনি৷ ইরাক এবং সিরিয়ার বেশ বড় একটি অংশ এখনো আইএস-এর দখলে৷ সিরিয়ার সীমান্তবর্তী শহর কোবানিতে এখনো চলছে তুমুল যুদ্ধ৷ তার ওপর এখানে-ওখানে চলছে আত্মঘাতী হামলা৷ সোমবার বাগদাদে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন মারা গেছেন৷ ইরাকের রাজধানী শহরটিতে একই দিনে আরেক আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন সেনাসদস্য৷

রবি এবং সোমবার কোবানিতে চারবার বোমা হামলা চালািয়েছে যুক্তরাষ্ট্রছবি: Reuters/Yannis Behrakis

ওদিকে কুর্দিরা তুরস্ক থেকে গিয়ে সিরিয়ার কোবানিতে আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে এবং এর ফলে সেখানকার পরিস্থিতি বদলাবে বলে ধারণা করা হলেও এখনো তেমন কিছু হয়নি৷ শহরটি দখল করে নেয়ার জন্য এখনো তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে আইএস৷ তুরস্ক থেকে এখনো পেশমেরগা বাহিনীর কুর্দিরা সেখানে যায়নি৷ এ জন্য তুরস্ক সরকারকেই দায়ী করেছেন কুর্দি নেতা মুস্তাফুজ কাদের৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, তুর্কি সরকার তুরস্কের ভূমি ব্যবহার করে কুর্দিদের কোবানিতে যাওয়ার সুযোগ দিতে রাজি হলেও সেই সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি৷

যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা ও আরব মিত্ররা অবশ্য আইএস-কে প্রতিহত করতে নিজস্ব পরিকল্পনা নিয়েই এগোচ্ছে৷ যুক্তরাষ্ট্রের সেনা দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত রবি এবং সোমবার কোবানিতে চারবার এবং ইরাকে সাতবার বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে৷

কিন্তু গত ৮ আগস্ট থেকে আইএস-এর বিরুদ্ধে হামলা শুরু করলেও এখনো বড় কোনো সাফল্য পায়নি যুক্তরাষ্ট্র৷ পেন্টাগন জানিয়েছে, এ হামলায় প্রতিদিন গড়ে ৮৩ লাখ ডলার খরচ হচ্ছে৷ যুক্তরাষ্ট্রের সাবেক বাজেট-বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃত ব্যয় তার চেয়ে অনেক বেশি৷

প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ তত্ত্বাবধান এবং বিপুল ব্যয় সত্ত্বেও আইএস-এর বিরুদ্ধে এখনো বড় কোনো সাফল্য না আসার কারণ কী? জেনারেল জন অ্যালেন মনে করেন, প্রচারে এগিয়ে থাকার কারণেই যুদ্ধক্ষেত্রেও আইএস অপ্রতিহত৷ যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা মনে করেন, আইএস অনলাইনে সারা বিশ্বের মুসলমানদের প্রতি যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানিয়ে নিরীহ অনেক মানুষের কাছ থেকেও সাড়া পাচ্ছে৷ তাই তিনি বলেছেন, ‘‘আমরা যদি অনলাইনেও আইএস (আইসিস বা আইসিল)-এর বিরুদ্ধে লড়াই করি, তরুণদের প্রতি তারা যেসব কথা বলে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছে সেসবের অসারতা যদি বুঝিয়ে বলি, তাহলেই সত্যিকার অর্থে এই জঙ্গি গোষ্ঠীকে হারানো যাবে৷''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ