বার্লিনে বড়দিনের বাজারে সন্ত্রাসী আক্রমণের পর নেওয়া একটি জরিপে অধিকাংশ জার্মান বলেছেন যে, তাঁরা আইএস-এর বিরুদ্ধে সংগ্রামে জার্মান সেনাবাহিনীর কার্যকলাপ বাড়ানোর পক্ষে৷
বিজ্ঞাপন
জার্মান রিকনিসন্স জেটগুলি আইএস-বিরোধী জোটের বিমান হানায় সাহায্য করে থাকে৷ গত জানুয়ারি মাস থেকে ‘বুন্ডেসভের', অর্থাৎ জার্মান সামরিক বাহিনীর বিমান শত্রুর অবস্থান সহ অন্যান্য বিষয়ে প্রাথমিক জরিপ করার উদ্দেশ্যে সিরিয়া ও ইরাকে শত শত বার উড়েছে৷ বুধবার জার্মান ডিপিএ সংবাদ সংস্থা জার্মান সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সেন্টার থেকে প্রদত্ত পরিসংখ্যানের ভিত্তিতে এ খবর দেয়৷
২০১৫ সালের গোড়া থেকে জার্মানি সিরিয়া ও ইরাকে আইএস-এর বিরুদ্ধে বিমান হানায় সাহায্য করে আসছে৷ এজন্য জার্মানি ছ'টি টর্নাডো রিকনিসন্স জেট ও একটি আকাশে তেল ভরার ট্যাংকার বিমান নিয়োগ করেছে৷ পরিসংখ্যান বলছে, টর্নাডো জেটগুলি মোট ৬৯২টি রিকনিসন্স উড়াল সম্পন্ন করে, ট্যাংকারটি ওড়ে ৩১৫ বার৷ তুরস্কের ইনচিরলিক বিমানঘাঁটি থেকে উড়ে জার্মান সেনাবাহিনীর বিমানগুলি মোট ৩,৬৫১ ঘণ্টা আকাশে থাকে৷
জার্মানিতে যেসব সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল
গত আঠারো মাসে বেশ কয়েকবার জার্মানিতে সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে, যার অধিকাংশই অবশ্য পুলিশ আগেভাগে প্রতিরোধ করতে সক্ষম হয়৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর অন্যতম টার্গেট এখন ইউরোপের এই দেশটি৷
ছবি: Reuters/M. Rehle
লাইপসিশ, অক্টোবর ২০১৬
লাইপসিসের পুলিশ দু’দিন ধরে তল্লাশি চালানোর পর ২২ বছর বয়সে সিরীয় শরণার্থী জাবের আল-বাকেরকে গ্রেপ্তারে সক্ষম হয়৷ চেমনিৎসে তার অ্যাপার্টমেন্টে বিস্ফোরক এবং বোমা তৈরিত সরঞ্জাম পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সন্দেহ করা হয় যে, বার্লিন বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল সে৷ গ্রেপ্তারের দুই দিন পর অবশ্য কারাগারে আত্মহত্যা করে এই সিরীয় শরণার্থী৷
ছবি: picture-alliance/dpa/S. Willnow
আন্সবাখ, জুলাই ২০১৬
গত জুলাই মাসে জার্মানিতে দু’টি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস৷ দু’টি হামলাই শরণার্থীরা ঘটিয়েছিল৷ এর মধ্যে বাভারিয়ার আন্সবাখ শহরে একটি মিউজিক ফেস্টিভ্যালের প্রবেশ মুখে এক সিরীয় শরণার্থী বিস্ফোরণ ঘটালে ১৫ ব্যক্তি আহত হন৷ হামলায় হামলাকারী অবশ্য নিজেও প্রাণ হারায়৷
ছবি: picture alliance/AP Photo/D. Karmann
ভ্যুয়র্ত্সবুর্গ, জুলাই ২০১৬
১৭ বছর বয়সি এক শরণার্থী ভ্যুয়র্ত্সবুর্গে একটি ট্রেনের মধ্যে কুড়াল ও ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়৷ এতে হংকং থেকে আসা এক পর্যটক পরিবারের চার সদস্য এবং অন্য একজন আহত হন৷ পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে৷ পুলিশ জানায়, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেট-এর সদস্য না হলেও এই জঙ্গি গোষ্ঠীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হামলা চালিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/K. Hildenbrand
ড্যুসেলডর্ফ, মে ২০১৬
ইসলামিক স্টেট-এর তিন সন্দেহভাজন সদস্যকে নর্থ রাইনওয়েস্টফেলিয়া, ব্রান্ডেনবুর্গ এবং বাডেন ভ্যুর্টেনবের্গ থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন ড্যুসেলডর্ফের শহরতলীতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল৷ অপরজন এবং ফ্রান্সে গ্রেপ্তারকৃত চতুর্থ জিহাদি বন্দুক ও বিস্ফোরক নিয়ে পথচারীদের হামলার পরিকল্পনা করছিল বলে খবর৷
ছবি: picture-alliance/dpa/M. Hitij
এসেন, এপ্রিল ২০১৬
এসেনে একটি শিখ মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ বিস্ফোরণে তিন ব্যক্তি আহতও হন৷ সিসিটিভি ফুটেজ প্রচারের পর ১৬ বছর বয়সি এক সন্দেহভাজন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ আর অন্য তরুণ সন্দেহভাজনকে বাড়ি থেকে আটক করে স্পেশাল পুলিশ৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
হানোফার, ফেব্রুয়ারি ২০১৬
১৬ বছর বয়সি জার্মান-মরোক্কান তরুণী সোফিয়া এস. হানোফার ট্রেন স্টেশনে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে৷ ধারণা করা হয়, ইসলামিক স্টেট-এর সদস্যরা তাকে এই হামলায় প্ররোচিত করেছিল৷
ছবি: Polizei
বার্লিন, ফেব্রুয়ারি ২০১৬
বার্লিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক স্টেট-এর সন্দেহভাজন তিন আলজেরীয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ৷ বার্লিনের প্রসিকিউটরের দপ্তরের তথ্য আনুযায়ী, রাজধানীতে হামলা করার জন্য তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল কর্তৃপক্ষ৷
ছবি: Reuters/F. Bensch
ওবারউরসেল, এপ্রিল ২০১৫
এশবর্ন-ফ্রাংকফুর্ট সিটি লুপ বাইক রেস বাতিল করে পুলিশ, কেননা তারা সন্দেহ করছিল যে সেই রেসে ইসলামিক স্টেট হামলা চালাতে পারে৷ হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে পুলিশ ৩৫ বছর বয়সি এক তুর্কি বংশোদ্ভূত জার্মান এবং তাঁর ৩৪ বছর বয়সি স্ত্রীকে গ্রেপ্তার করে৷ বাইক রুটের কাছে তাদের বাড়ি থেকে বোমা তৈরির উপকরণও উদ্ধার করে পুলিশ৷
ছবি: picture-alliance/dpa/A. Dedert
8 ছবি1 | 8
অন্যান্য গতিবিধি
এছাড়া বুন্ডেসভের-এর সৈন্যরা ‘এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল' (এডাবলিউএসি) বা ‘বিমান থেকে শীঘ্র সতর্কতা ও নিয়ন্ত্রণ' প্রণালীর রাডার যুক্ত ন্যাটো বিমানগুলিতে কাজ করেছে মোট ১০টি রিকনিসন্স উড়ালে৷
বুন্ডেসভের-এর সৈন্যরা উত্তর ইরাকে কুর্দ পেশমার্গা যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে ও তাদের অস্ত্র সরবরাহ করেছে৷ এছাড়া জার্মানি জর্ডান, টিউনিশিয়া, মালি, নাইজার ও নাইজেরিয়াকে সামরিক সরঞ্জাম প্রদান করেছে৷
জার্মান জেটগুলির বয়স কম নয়; গত অক্টোবর মাসে তাদের অর্ধেককে বসিয়ে দিতে হয় কেননা তাদের ককপিটে কিছু স্ক্রু ঢিলে ছিল৷ এছাড়া তুরস্কে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় জেটগুলো উড়তে পারেনি৷
নভেম্বর মাসে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, জার্মান সংসদের অনুরোধে জার্মান সামরিক বাহিনীর জেটগুলোকে তুরস্ক থেকে জর্ডান, কুয়েত বা সাইপ্রাসে সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে৷ বিংশ শতাব্দীর সূচনায় আর্মেনীয়দের উপর তুরস্কের নির্বিচার হত্যাকাণ্ডকে ‘গণহত্যা' আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাস করে জার্মান সংসদ৷ সে যাবৎ তুরস্ক বারবার জার্মান সাংসদদের ইনচিরলিক যাওয়া রুখে দিয়েছে৷
১৯শে ডিসেম্বর বার্লিনে বড়দিনের বাজারে সন্ত্রাসী আক্রমণের পর ইউগভ সংস্থা ডিপিএ সংবাদ সংস্থার হয়ে যে জরিপ করে, তা থেকে দেখা যাচ্ছে যে, ৫৩ শতাংশ জার্মান চান যে, জার্মানি আইএস বিরোধী কার্যকলাপে আরো বেশিভাবে সংশ্লিষ্ট হোক - মাত্র ৩০ শতাংশ এর বিরোধী৷
জার্মান সামরিক বাহিনী সিরিয়া ও ইরাকে আইএস অবস্থানগুলির উপর বোমা আক্রমণ চালাবে কিনা, এ প্রশ্নের জবাবে কিন্তু ৪৮ শতাংশ বলেছেন যে, তারা এর বিরোধী - মাত্র ৩৩ শতাংশ সক্রিয়ভাবে বোমাবর্ষণের সপক্ষে৷
বার্লিন হামলা: বিশেষ কয়েকটি তথ্য
বার্লিনে ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলার ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ৷ এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা৷ ছবিঘরে থাকছে ঘটনা সংক্রান্ত কিছু তথ্য৷
ছবি: picture-alliance/dpa/M. Kappeler
ঘটনা যেখানে
ব্রাইটশাইড প্লাৎস, কাইজার ভিলহেল্ম মেমোরিয়াল গির্জার সামনের চত্বর, যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ও সুপরিচিত স্থান৷ এর উত্তর পূর্ব দিকে বার্লিনের চিড়িয়াখানা ও তার সংলগ্ন রেল স্টেশন৷ আর দক্ষিণে কেনাকাটার জন্য বিখ্যাত কুয়রফ্যুয়র্স্টেনডাম বা কুডাম স্ট্রিট৷
ছবি: Google Earth
নিস-এ যা হয়েছিল
এই ছবিটি জুলাইয়ে নিস হামলার কথা মনে করিয়ে দেয়, যেখানে ৮৬ জন মানুষ নিহত হয়েছিল৷ ফ্রান্সের সেই শহরেও ভিড়ের মধ্যে দিয়ে ট্রাক চালিয়ে দেয়া হয়েছিল৷ বার্লিনের এই ঘটনায় ফ্রান্সের ক্রিসমাস মার্কেটে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷
ছবি: Reuters/F. Bensch
যাঁরা হামলার শিকার
পুলিশ এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ আহত অন্তত ৫০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ বার্লিনের মেয়র মিশেল ম্যুলার নির্দেশ দেন আহতদের যাতে তৎক্ষণাত ইউনিভার্সিটি হসপিটাল চ্যারিটিতে নিয়ে যাওয়া হয়৷
ছবি: Reuters/P. Kopczynski
বার্লিন পুলিশ
ঘটনার পর পরই ব্রাইটশাইড প্লাৎস-এর আশেপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশ বার্লিনের জনগণের ঘটনাস্থলে না আসার এবং গুজবে কান না দেয়ার অনুরোধ জানান৷ কোনো জিজ্ঞাস্য থাকলে +৪৯৩০৫৪০২৩১১১ – এই নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে পুলিশ৷
ছবি: Reuters/F. Bensch
সন্দেহভাজন
পুলিশ সন্দেহভাজন একজনকে আটকের খবরটি নিশ্চিত করেছে৷ ট্রাকে একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে৷ তবে হামলাকারীর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ৷
ছবি: Reuters/F. Bensch
তদন্ত চলছে
পুলিশের বিশেষ বাহিনী ব্রাইটশাইড প্লাৎস ঘিরে রেখেছে৷ এছাড়া বানহফ চিড়িয়াখানার আশপাশে পুলিশ টহল দিচ্ছে৷ বার্লিনের অপরাধ বিষয়ক পুলিশ এবং অ্যাটর্নি জেনারেল ঘটনার তদন্ত করছে৷
ছবি: Reuters/P. Kopczynski
প্রতিক্রিয়া
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র জানিয়েছেন, ম্যার্কেল স্বরাষ্ট্রমন্ত্রী এবং বার্লিনের মেয়রের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন৷ জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক জানিয়েছেন তিনি শোকাহত৷ বার্লিন ও পুরো জার্মানির জন্য এটা একটা কালো সন্ধ্যা৷