1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর বিরুদ্ধে হামলা

১৬ নভেম্বর ২০১৫

প্যারিস এখনো আতঙ্ক আর শোকের নগরী৷ সারা বিশ্বই প্যারিসের শোকে একাত্ম৷ তবে তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার আগেই সিরিয়ায় আইএস-বিরোধী আক্রমণ জোরদার করেছে ফ্রান্স৷ বিশ্বনেতারাও বলছেন সন্ত্রাস দমনে তৎপরতা বাড়ানোর কথা৷

Frankreich Grenzkontrolle nach Terroranschlägen in Paris
ছবি: Reuters/E. Gaillard

শুক্রবার রাতের বিভীষিকা এখনো কাটিয়ে উঠতে পারেনি প্যারিস৷ জরুরি অবস্থা ঘোষণার কারণে এমনিতেই থমথমে পরিবেশ বিরাজ করছে৷ সাপ্তাহিক ছুটির আমেজ কাটিয়ে স্বাভাবিক কোনো সোমবারে জনজীবনে যেমন প্রাণচাঞ্চল্য থাকে, তার ছিটেফোঁটাও নেই৷ প্যারিস এখন শোক জানাচ্ছে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানোদের প্রতি৷

শোকের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের একটি বক্তব্য৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ শুক্রবারের বর্বরোচিত হামলার পরেই জানিয়েছিলেন যে, ফ্রান্স সন্ত্রাসের কাছে মাথা নত করবে না, বরং ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে৷ তবে ওলঁদ জানিয়েছেন, আইএস আবারও হামলা চালাতে পারে, সবার প্রতি সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি৷

শুক্রবারের হামলায় প্যরিসে ১২৯ জন নিহত এবং কমপক্ষে ৩৫২ জন আহত হয়৷ আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন৷ সুতরাং মৃতের সংখ্যা বাড়তে পারে৷

এদিকে রবিবার থেকে সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে হামলা জোরদার করছে ফ্রান্স৷

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তাঁর দেশও আইএস-এর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়াবে৷

তীব্রতা বাড়ানোর ইঙ্গিত অবশ্য ইতিমধ্যে দেখা গেছে৷

তুরস্কে চলমান জি টোয়েন্টি সম্মেলনেও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্বনেতারা৷

এদিকে প্যারিস হামলার তদন্তের সূত্র ধরে সংবাদমাধ্যমে বেরিয়ে আসছে নানান তথ্য৷

অনেক দেশের নাগরিক নিহত হয়েছেন শুক্রবারের হামলায়৷

সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া অনেকেই তাঁদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সংবাদমাধ্যমকে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

প্যারিস আজ আতঙ্ক আর শোকের নগরী৷ প্যারিসবাসীদের আপনি কি কিছু বলতে চান? জানিয়ে দিন আমাদের মারফত৷ লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ