1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপকে পাশে চায় ফ্রান্স

১৭ নভেম্বর ২০১৫

সিরিয়ায় ফ্রান্সের ইসলামিক স্টেট বা আইএস বিরোধী হামলা চলছে৷ রাশিয়াও জোরদার করছে হামলা৷ তাতেও আশ্বস্ত নয় ফ্রান্স৷ প্যারিস হামলার বদলা নিতে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে গোটা ইউরোপকেই পাশে চায় তারা৷

Frankreich - Präsident Hollande spricht vor der Nationalversammlung und dem Senat
ছবি: Reuters/Philippe Wojazer

এখনো শোক আর আতঙ্কের বাতাবরণেই আছে প্যারিস৷ নানাভাবে শুক্রবারের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে প্যারিসবাসী৷ শিল্প-সাহিত্য আর ভ্রমনপিপাসুদের প্রিয় শহরটির প্রতি ভালোবাসাও জানাচ্ছেন অনেকে৷

এই শহরেই হামলা চালিয়ে কমপক্ষে ১২৯ জন নিরীহ মানুষ হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস৷ তারপর থেকে সিরিয়ায় আইএস-এর ঘাঁটিতে বিমান থেকে হামলা অনেক জোরদার করেছে ফ্রান্স৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়ছেন তাঁর দেশও সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে হামলা প্রবল করবে৷

রুশ প্রেসিডেন্টের আরো দু'টি বক্তব্য সংবাদমাধ্যমে ঘুরেফিরে আসছে৷ কয়েকদিন আগেই রাশিয়ার যাত্রিবাহী বিমান ধ্বংসের দায় স্বীকার করে আইএস৷ পুটিন বলেছেন, সেই ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়া হবে৷

এদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে শেষ হয়েছে জি টোয়েন্টি সম্মেলন৷

তবে আইএস-এর বিরুদ্ধে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের মতো কয়েকটি দেশের বেশি সক্রিয় অংশগ্রহণে খুশি নয় ফ্রান্স৷ ব্রাসেলসে অনুষ্ঠানরত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ যুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে তারা৷

অনেক বিশ্লেষক মনে করেন, যুদ্ধ করে জঙ্গিবাদ রোধ করা যাবে না৷

অনেক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে আইএস এখন মুসলমানদের সঙ্গে পশ্চিমা বিশ্বের যুদ্ধ বাধাতে চাচ্ছে৷ তাঁরা মনে করেন, সেই ফাঁদে পা না দেয়াই ভালো৷

এদিকে প্যারিস হামলার কারণে ফ্রান্সের বাইরেও সতর্কাবস্থা বিরাজ করছে৷ নিরাপত্তার ঝুঁকি না নিতে স্পেনের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত রেখেছে বেলজিয়াম৷

বেলজিয়াম সরকারের এ সিদ্ধান্ত অনেক ক্রীড়ামোদী সমর্থন করতে পারছেন না৷ তাঁদের মতে, খেলা স্থগিত রেখে সন্ত্রাসীদের কাছে মাথা নত করা হলো৷

তবে ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচটা সম্ভবত হচ্ছে৷ ইংলিশ ফুটবলার সে আশা ব্যক্ত করে বলেছেন, ‘‘এ ম্যাচ দেখিয়ে দেবে সন্ত্রাসের বিরুদ্ধে সারা বিশ্ব ঐক্যবদ্ধ৷''

প্যারিস হামলার কারণে সিরিয়া থেকে ইউরোপে আসা অভিবাসনপ্রত্যাশীদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা জেগেছে অনেকের মনে৷ কিন্তু সিরীয়দের প্রতি সহানুভূতিশীল থাকার অনুরোধ জানিয়েছেন বারাক ওবামা৷

তবে ওবামার এ সব বক্তব্যের সমালোচকের অভাব নেই৷ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে আইএস সৃষ্টির জন্য দায়ী করে তাঁকে এক হাত নেয়ার সুযোগও ছাড়ছেন না অনেকে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

জার্মানি কি আইএস-বিরেোধী এই যুদ্ধে অংশ নেবে? আপনার মন্তব্য জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ