1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস দমনে ঐক্য

২৭ নভেম্বর ২০১৫

আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক অভিযানের বিষয়ে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে ফ্রান্স ও রাশিয়া৷ ফ্রান্স আরো জানিয়েছে, আসাদকে দূরে রেখে সিরিয়ার সৈন্যরাও তাদের পাশে দাঁড়াতে পারে৷

ছবি: Reuters/S. Chirikov

মস্কো সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ মস্কোয় এক বৈঠক শেষে ওলঁদ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়েছেন, তাঁরা মনে করেন, আইএএস-এর বিরুদ্ধে যুদ্ধে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক অভিযানের বিষয়ে পারস্পরিক সহযোগিতায় সম্মত হওয়ায় ফ্রান্স-রাশিয়া সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে৷

ওলঁদ মস্কো সফরে গিয়ে আইএস-এর বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে সক্রিয় সহযোগী হিসেবে পাওয়ার আশ্বাস পেয়েছেন৷ তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে রাশিয়া অবশ্য আগে থেকেই সক্রিয়৷ প্যারিস হামলার পর থেকে আইএস-এর ওপর বিমান হামলা প্যারিসের মতো তারাও জোরদার করেছে৷ তবে ফ্রান্স আর রাশিয়ার মূল লক্ষ্য আইএস-কে পরাস্ত করা হলেও, যুদ্ধটা তারা আলাদাভাবেই করছিল৷

বৃহস্পতিবার মস্কোয় অনুষ্ঠিত বৈঠক শেষে জানানো হয়, আইএস-এর বিরুদ্ধে রাশিয়া এবং ফ্রান্স গোয়েন্দা তথ্য বিনিময় করবে৷ বিমান হামলায়ও দুই দেশ পরস্পরের পাশে থাকবে৷


ওলঁদ বলেন, ‘‘এই বিষয়ে একমত হয়েছি যে, আমরা শুধু সন্ত্রাসী, বিশেষ করে দায়েশ (আইএস)-কে আঘাত করবো, এমন কাউকে আঘাত করবো না যারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে৷ কাকে আঘাত করতে হবে এবং কাকে নয় – এ বিষয়েও আমরা তথ্য আদানপ্রদান করবো৷’’

তবে আইএস-এর বিষয়ে সহমত হলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদের বিষয়ে দু দেশের মতবিরোধ রয়েই গেছে৷ পুটিন জানিয়েছেন, তিনি এখনো মনে করেন, বাশার প্রেসিডেন্ট থাকবেন কিনা এটা শুধু সিরিয়ার জনগণেরই সিদ্ধান্ত নেয়া উচিত৷ অন্যদিকে ওলঁদের মতে, সিরিয়ার ভবিষ্যতে বাশারের কোনো স্থান নেই৷

এদিকে শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোরঁ ফাবিয়ুস বলেছেন, আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনীও ফ্রান্সের সহযোগী হয়ে এলে তাতে আপত্তির কিছু নেই৷ তবে তার আগে বাশারকে দূরে রাখার বিষয়ে একটি রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে৷



প্যারিসে আবার ফিরে আসছে শোকের ছায়া৷ গত ১৩ই নভেম্বর অতর্কিত হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করে তথাকথিত আইএস জঙ্গিরা৷ ফ্রঁসোয়া ওলঁদ তারপর ‘যুদ্ধ’ ঘোষণা করেই সিরিয়ায় আইএস-বিরাধী হামলা জোরদার করেছিলেন৷ যুদ্ধের পাশাপাশি শুক্রবার প্যারিস হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে ফ্রান্স৷

ছবি: Reuters/P. Wojazer



এসিবি/এসবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ