1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

২৯ সেপ্টেম্বর ২০১৫

আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমন্বিত বিমান হামলা শুরু হতে পারে৷ওবামার সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিতই পুটিনের৷ বাশার আল-আসাদকে নিয়ে মতবিরোধ থাকলেও আইএসকে হটানোর প্রশ্নে রুশ ও মার্কিন প্রেসিডেন্ট প্রায় একই অবস্থানে৷

Vereinte Nationen: Treffen Putin - Obama am Rande der UN-Generalversammlung
ছবি: Reuters

আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমন্বিত বিমান হামলা শুরু হতে পারে৷ ওবামার সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিতই দিয়েছেন পুটিন৷ বাশার আল-আসাদকে নিয়ে মতবিরোধ থাকলেও আইএসকে হটানোর প্রশ্নে রুশ ও মার্কিন প্রেসিডেন্ট প্রায় একই অবস্থানে৷

সামাজিক যোগাযোগের মাধ্যমের বড় একটা অংশ জুড়েই এখন বহুল প্রতীক্ষিত ওবামা-পুটিন বৈঠকের খবর৷

নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক অধিবেশন শুরুর আগে থেকেই সংবাদ শিরোনামে আসছিল যু্ক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের এই সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গ৷ অধিবেশনে ভাষণ দিয়েছেন দুজনই৷ সে ভাষণে পারস্পরিক সমালোচনাও স্থান পেয়েছে৷ বিশেষ করে ইউক্রেন সংকট প্রসঙ্গে ওবামা স্বাভাবিক কারণেই রাশিয়ার সমালোচনায় মুখর ছিলেন৷ তবে পাশাপাশি ইসলামি জঙ্গি সংগঠন আইএসবিরোধী বক্তব্যও ছিল ভাষণে৷ সেখানেই ঐক্য যুক্তরাষ্ট্র-রাশিয়ার৷ নিজ নিজ আনুষ্ঠানিক বক্তব্য শেষে দুই রাষ্ট্রপতি যখন একান্ত বৈঠকে মিলিত হলেন তখন ঘুরেফিরেই তাই এসেছে আইএস প্রসঙ্গ৷

সেখানে আইএস-কে নিশ্চিহ্ন করার প্রত্যয় ব্যক্ত করতে গিয়ে জঙ্গি সংগঠনটির কার্যকলাপকে নাৎসিদের অপকর্মের সমতুল্য মনে করার পক্ষে যুক্তি দেখিয়েছেন পুটিন৷

সিরিয়া এবং ইরাকে আইএস-এর বিরুদ্ধে বিমান হামলা চলছে৷ সেই হামলার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র৷ পুটিন জানিয়েছেন, ইউক্রেন সংকটের কারণে যুক্তরাষ্ট্র যদিও রাশিয়ার ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করেছে তা সত্ত্বেও তিনি মনে করেন আইএস-এর বিরুদ্ধে দু দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারে৷ পুটিন আরো জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান বিমান হামলায় রাশিয়ার অংশগ্রহণের বিষয়টিও তাঁর বিবেচনায় থাকবে৷

অন্যদিকে সিরিয়া সংকটের দিকে আলোকপাত করতে গিয়ে বারাক ওবামা বলেছেন, গত প্রায় চার বছরের যুদ্ধে সেই দেশের অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ গৃহহারা হয়েছে, ঝরেছে অসংখ্য প্রাণ, এ অবস্থায় যুক্তরাষ্ট্র বসে থাকতে পারেনা৷

আইএস বিরোধী যুদ্ধে ইরান ও ইরাকের সঙ্গে মিলে কাজ করবে রাশিয়া৷ ভ্লাদিমির পুটিন এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি মনে করেন, সিরিয়ায় শাসক পর্যায়ে পরিবর্তনের দরকার আছে, তবে আইএসকে পরাস্ত না করা পর্যন্ত সে দেশে বাশার আল-আসাদেরই ক্ষমতায় থাকা প্রয়োজন৷

সিরিয়া সংকট নিয়েও এক সাথেই কাজ করবে রাশিয়া ও ইরান৷ ওবামা জানিয়েছেন, এই ইস্যুতে তাঁর দেশও রাশিয়া এবং ইরানের সঙ্গে পাশে থাকতে পারে৷

তবে বাশার আল-আসাদকে ক্ষমতায় রেখে সিরিয়া সংকট নিরসনের বিষয়টিতে এখনো যুক্তরাষ্ট্রের আপত্তি আছে৷ বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে আপাতত দুটি দেয়াল, প্রথমটি ইউক্রেন আর দ্বিতীয়টি বাশার আল-আসাদ৷

এসিবি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ