1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর বিরুদ্ধে ‘সবচেয়ে সফল অভিযান'

১৯ ডিসেম্বর ২০১৪

জঙ্গি গোষ্টী ইসলামিক স্টেট বা আইএস-এর নিয়ন্ত্রণে থাকা সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি ইরাকি কুর্দিদের৷ এদিকে, মার্কিন বাহিনী তাদের বিমান হামলায় আইএস-এর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার খবর দিয়েছে৷

Weibliche Peschmerga - Einheiten in der kurdisch-irakischen Armee
ছবি: picture alliance/AA

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকার গোয়েন্দা প্রধান মাশরুর বারজানি বলেন, ‘‘পেশমের্গা বাহিনী সিনজার পাহাড়ে পৌঁছেছে এবং সেখানে থাকা অবরোধ তুলে নেয়া হয়েছে৷''

প্রায় আট হাজার পেশমের্গা সদস্য দু'দিন ধরে ঐ অঞ্চলে অভিযান চালায়৷ সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা বাহিনীর আকাশ থেকে চালানো বিমান হামলা৷ এর ফলে সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের৷

তুর্কি সীমান্তে কোবানি’তে মার্কিন বিমান হানাছবি: picture-alliance/AP/Vadim Ghirda

বারজানি এই অভিযানকে আইএস-এর বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ও সবচেয়ে সফল' সামরিক অভিযান বলে আখ্যায়িত করেন৷

গত আগস্ট মাসে আইএস সিনজার এলাকায় বসবাস করা ইয়াজিদি গোষ্ঠীর মানুষজনের উপর হামলা করে শত শত লোককে হত্যা করে বলে জানা গেছে৷ সে সময় হাজার হাজার মানুষ ভয়ে ঐ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়৷

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস-এর বিরুদ্ধে আকাশ থেকে বিমান হামলা চালানোর ঘোষণা দেন৷

পেশমের্গা যোদ্ধাদের সবশেষ অভিযান সফল হওয়ার যে দাবি করা হচ্ছে সেটা সত্য হলে অবরুদ্ধ ইয়াজিদিরা মুক্ত হতে পারবেন৷

ঊর্ধ্বতন আইএস নেতা নিহত?

পেন্টাগন জানিয়েছে গত কয়েকদিনে চালানো বিমান হামলায় আইএস এর অন্তত তিনজন উচ্চ পদস্থ নেতা নিহত হয়েছে৷ এর ফলে আইএস-এর ক্ষমতা অনেকখানি খর্ব হবে বলে মনে করেন পেন্টাগন মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবি৷ অবশ্য আইএস-এর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে তাদের ঊর্ধ্বতন নেতাদের নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি৷ এই অ্যাকাউন্টগুলো থেকে সাধারণত জিহাদিদের খবর প্রচার করা হয় বলে জানিয়েছে এএফপি৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ