জঙ্গি গোষ্টী ইসলামিক স্টেট বা আইএস-এর নিয়ন্ত্রণে থাকা সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি ইরাকি কুর্দিদের৷ এদিকে, মার্কিন বাহিনী তাদের বিমান হামলায় আইএস-এর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার খবর দিয়েছে৷
বিজ্ঞাপন
ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকার গোয়েন্দা প্রধান মাশরুর বারজানি বলেন, ‘‘পেশমের্গা বাহিনী সিনজার পাহাড়ে পৌঁছেছে এবং সেখানে থাকা অবরোধ তুলে নেয়া হয়েছে৷''
প্রায় আট হাজার পেশমের্গা সদস্য দু'দিন ধরে ঐ অঞ্চলে অভিযান চালায়৷ সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা বাহিনীর আকাশ থেকে চালানো বিমান হামলা৷ এর ফলে সিনজার পাহাড় মুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের৷
বারজানি এই অভিযানকে আইএস-এর বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ও সবচেয়ে সফল' সামরিক অভিযান বলে আখ্যায়িত করেন৷
গত আগস্ট মাসে আইএস সিনজার এলাকায় বসবাস করা ইয়াজিদি গোষ্ঠীর মানুষজনের উপর হামলা করে শত শত লোককে হত্যা করে বলে জানা গেছে৷ সে সময় হাজার হাজার মানুষ ভয়ে ঐ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়৷
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস-এর বিরুদ্ধে আকাশ থেকে বিমান হামলা চালানোর ঘোষণা দেন৷
ইরাক ও সিরিয়া থেকে আইএস-কে নিশ্চিহ্ন করার পরিকল্পনা
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-কে ইরাক ও সিরিয়া থেকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা চূড়ান্ত করতে ওয়াশিংটনের অদূরের এক সামরিক ঘাঁটিতে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সেই নিয়েই ছবিঘর৷
ছবি: picture-alliance/AP Photo/F. Augstein
কোবানির বর্তমান অবস্থা
সিরিয়ার কোবানিতে চলছে আইএস-বিরোধী বিমান হামলা৷ লন্ডনভিত্তিক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সিরিয়া-তুরস্ক সীমান্তের কোবানি শহরের এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছে ইসলামিক স্টেট৷
ছবি: REUTERS/U. Bektas
যুক্তরাষ্ট্রের দাবি
মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোবানিতে ২১ বার বিমান থেকে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট৷ সে হামলায় শহরটির পুরোপুরিভাবে ইসলামিক স্টেটস বা আইএস-এর নিয়ন্ত্রণে চলে যাওয়া আপাতত রোখা গেছে বলে দাবি করা হয়েছে৷
ছবি: Getty Images/G. Sahin
ওবামার বৈঠক
ইরাক ও সিরিয়া থেকে আইএস-কে নিশ্চিহ্ন করার পরিকল্পনা প্রণয়নে জোটভুক্ত দেশগুলোর সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ইরাক ও সিরিয়ায় আইএস-এর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি৷
ছবি: Reuters/Kevin Lamarque
ইরাক ও সিরিয়া থেকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা
ওবামা ওয়াশিংটনের অদূরের এক সামরিক ঘাঁটিতে বৈঠক করেন৷ বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের জেনারেল মার্টিন ডেম্পসিকে সঙ্গে নিয়ে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের মোট ২০টি দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন৷
ছবি: Reuters/G. Cameron
যুদ্ধটি হবে দীর্ঘমেয়াদী
বৈঠক শেষে ওবামা জানান, আইএস বিরোধী জোট ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’-এর এ বৈঠকে অংশ নেয়া সবাই একটি বিষয়ে একমত হয়েছেন যে, ‘‘আইএস-এর বিরুদ্ধে যুদ্ধটি হবে দীর্ঘমেয়াদী’’৷
ছবি: Reuters/Umit Bektas
নীরব দর্শকের ভূমিকায় তুরস্ক
মাত্র কয়েক’শ গজ দূরের সীমান্ত থেকে নীরব দর্শকের মতো যুদ্ধ দেখছে তুরস্কের সেনাবাহিনী৷ নিজেদের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে আইএস-এর ওপর হামলা চালানোর অনুমতি দেয়নি তুরস্ক৷
ছবি: picture-alliance/AA
তুর্কি সরকারের কাছে কুর্দি বিদ্রোহীদের আহ্বান
কুর্দি বিদ্রোহীরা বলে আসছে, আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে তারা তুরস্কের সেনাবাহিনীর সহায়তা চায় না৷ তারা চায়, কোবানিকে রক্ষা করতে যেসব অস্ত্র প্রয়োজন সেগুলো কুর্দি যোদ্ধাদের কাছে পৌঁছে দেয়ার জন্য তুর্কি সরকার তাদের ভূমি ব্যবহার করার অনুমতি দিক৷ কুর্দিদের সেই দাবিও প্রত্যাখ্যান করেছে তুরস্ক৷
ছবি: Reuters/Rodi Said
জার্মানিতে বিক্ষোভ
শনিবার( ১১.১০.১৪) জার্মানির ড্যুসেলডর্ফে কয়েক হাজার কুর্দি কোবানিতে আইএস জঙ্গিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করে৷
ছবি: picture-alliance/AP Photo/F. Augstein
8 ছবি1 | 8
পেশমের্গা যোদ্ধাদের সবশেষ অভিযান সফল হওয়ার যে দাবি করা হচ্ছে সেটা সত্য হলে অবরুদ্ধ ইয়াজিদিরা মুক্ত হতে পারবেন৷
ঊর্ধ্বতন আইএস নেতা নিহত?
পেন্টাগন জানিয়েছে গত কয়েকদিনে চালানো বিমান হামলায় আইএস এর অন্তত তিনজন উচ্চ পদস্থ নেতা নিহত হয়েছে৷ এর ফলে আইএস-এর ক্ষমতা অনেকখানি খর্ব হবে বলে মনে করেন পেন্টাগন মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবি৷ অবশ্য আইএস-এর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে তাদের ঊর্ধ্বতন নেতাদের নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি৷ এই অ্যাকাউন্টগুলো থেকে সাধারণত জিহাদিদের খবর প্রচার করা হয় বলে জানিয়েছে এএফপি৷