1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে আইএস-এর ভিডিও

২২ আগস্ট ২০১৪

মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ পশ্চিমি দুনিয়াকে সক্রিয় করে তুলেছে৷ ফ্রান্সের কাছে যা নাইন-ইলেভেন যাবৎ ‘‘সর্বাপেক্ষা গুরুতর আন্তর্জাতিক পরিস্থিতি’’, জার্মানি সেই সংকটজনক পরিস্থিতিতে কুর্দদের অস্ত্র দেওয়ার কথা ভাবছে৷

James Foley Journalist Reporter
ছবি: picture-alliance/dpa

ফলির ঘাতকের ইংরিজি শুনলে মনে হয়, সে যুক্তরাজ্য থেকে আগত৷ শুধু এই সন্দেহই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ছুটি কাটানো বন্ধ রেখে লন্ডনে ফিরতে হয়েছে৷ কিভাবে ‘ইসলামিক স্টেট' আন্দোলনের মোকাবিলা করা যায়, তা নিয়ে আলেচনার জন্য তিনি একটি জরুরি বৈঠক ডাকছেন৷

মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ পশ্চিমি দুনিয়াকে সক্রিয় করে তুলেছেছবি: dapd

তবে তার চাইতেও বড় খবর সম্ভবত এই যে, জার্মানি এবার কুর্দি বা কুর্দদের অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করতে প্রস্তুত, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার রিপোর্টারদের সে'রকম কথাই বলেছেন৷ জার্মানি প্রথমে হেলমেট, নাইট ভিশন গগল্স, এক্সপ্লোসিভ ডিটেক্টর ইত্যাদি পাঠাবে – সেই সঙ্গে অপরাপর ইউরোপীয় সহযোগীদের সঙ্গে ভেবে দেখা হবে, আর কী ধরনের অস্ত্র পাঠানো যেতে পারে৷

বুধবার রাত্রে ইটালি আভাস দেয় যে, তারাও কুর্দদের মেশিন-গান, ট্যাংক-বিধ্বংসী রকেট ইত্যাদি দিতে চলেছে৷ ফ্রান্স তো ইতিপূর্বেই ঘোষণা করেছে যে, তারা কুর্দ যোদ্ধাদের অস্ত্র দেবে৷ ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বলেছেন, আইএস-এর বিরুদ্ধে একটি ‘‘গ্লোবাল স্ট্র্যাটেজি'' প্রয়োজন৷ বলতে কি, মার্কিন সাংবাদিক জেমস ফলির মর্মান্তিক মৃত্যু সারা বিশ্বে একই প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে: বিস্ময়, বিমূঢ়তা, ঘৃণা৷

জার্মানি এবার কুর্দি বা কুর্দদের অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করতে প্রস্তুতছবি: Reuters

ফরাসি প্রধানমন্ত্রী লরঁ ফাবিউস বলেছেন, এই ‘‘ন্যক্কারজনক হত্যাকাণ্ড'' থেকে ‘‘বর্বরতার খলিফাৎ''-এর আসল মূর্তিটি চেনা যায়৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ফলির হত্যাকাণ্ডকে ‘‘বর্বরোচিত'' বলে বর্ণনা করেছেন৷ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড আইএস-এর ‘ক্যাটালগ অফ বার্বারিটি' বা ‘বর্বরতার ফিরিস্তি'-র কথা বলেছেন৷

একটি বস্তু অবোধ্য থেকে যাচ্ছে৷ সেটি হলো এই যে, জার্মান উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলার বুধবার ফলি-হত্যাকাণ্ড সম্পর্কে এ রকম খোলাখুলি একটি মন্তব্য করলেন কেন এবং কিভাবে: ম্যুলার কাতারের বিরুদ্ধে আইএস জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ করেন৷ দ্বিতীয় সরকারি জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফ-এর সাক্ষাৎকারে ম্যুলারকে ফলি হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হলে, ম্যুলার বলেন:

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ফলির হত্যাকাণ্ডকে ‘‘বর্বরোচিত'' বলে বর্ণনা করেছেনছবি: dapd

‘‘এ ধরনের সংঘাত, এ ধরনের সংকটের সর্বক্ষেত্রেই একটা ইতিহাস থাকে....আইএস সৈন্যরা, তাদের অস্ত্রশস্ত্র – এরা সবাই ‘হারানো সন্তান', এদের মধ্যে কিছু-কিছু আবার ইরাক থেকে৷ কাজেই প্রশ্ন উঠতে বাধ্য, কারা এই আইএস সৈন্যদের অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে৷ এক্ষেত্রে যে নামটি এসে পড়বে, সেটি হলো কাতার৷ এ ধরনের রাজ্য ও জনগণের সঙ্গে কী ধরনের রাজনৈতিক আদান-প্রদান থাকা প্রয়োজন?''

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ