1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন সিরীয় শরণার্থী গ্রেপ্তার

মাট স্যুভেলা/এআই১৩ সেপ্টেম্বর ২০১৬

তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তিন সিরীয় শরণার্থীকে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ৷ টানা কয়েকসপ্তাহ ধরে তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়৷

Deutschland GSG 9
ছবি: picture alliance/dpa/Hannibal

জার্মানির কেন্দ্রীয় পাবলিক প্রসিকিটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়েছে যে, জার্মানির কেন্দ্রীয় পুলিশ এবং বিশেষ বাহিনী জিএসজি ৯ সন্দেহভাজনদের ধরতে ভোররাতে অভিযান চালায়৷ স্থানীয় গণমাধ্যমে অবশ্য আগেই এই খবর প্রকাশিত হয়েছিল৷ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়৷ তারা সবাই সিরিয়ার নাগরিক৷ প্রসিকিউটরের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে তাদের নাম উল্লেখ করা হয়েছে মাহির আল-এইচ (১৭), মোহামেদ এ. (২৬) এবং ইব্রাহিম এম. (১৮)৷ জার্মান পুলিশ সাধারণত জঙ্গি সন্দেহে আটকদের পুরো নাম প্রকাশ করেনা৷

পুলিশের তদন্ত অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা বিদেশি জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে৷ আইএসের নির্দেশ বাস্তবায়নের বা পরবর্তী নির্দেশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্য নিয়ে গত নভেম্বরে জার্মানিতে আসে তারা৷

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহির আল-এইচ. সিরিয়ার রাকায় কিভাবে অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করতে হয় সে সম্পর্কে গত বছরের সেপ্টেম্বরে প্রশিক্ষণ নিয়েছে বলে ধারনা করা হচ্ছে৷ প্রশিক্ষণ গ্রহণের একমাস পর সে এবং অপর দুই সন্দেহভাজন আইএস নিয়ন্ত্রিত এলাকার বাইরে হামলা পরিচালনার উদ্দেশ্যে জার্মানিতে আসে৷

আইএস তাদের সিরিয়ার পাসপোর্ট এবং চার অংকের ভালো পরিমান মার্কিন ডলার দিয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন৷ সঙ্গে আগে থেকে ইনস্টল করা কমিউনিকেশনস প্রোগ্রামসহ মোবাইল ফোনও সন্দেহভাজনদের দেয়া হয়েছিল৷ তারা সিরিয়া থেকে তুরস্ক এবং গ্রিস হয়ে জার্মানিতে এসেছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে৷

তবে সন্দেহভাজনরা হামলা পরিচালনার কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছে কিনা তা এখনো তদন্তকারীরা জানাতে পারেননি৷ জার্মানির শ্লেষভিগ-হলস্টাইন রাজ্যে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে৷ এ সময় তাদের বাড়িও তল্লাশি করা হয়েছে৷ অভিযানে নিরাপত্তা বাহিনীর দু'শ' সদস্য অংশ নেয় বলে জানা গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ