1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-কে নিশ্চিহ্ন করতে হবে!

১৫ সেপ্টেম্বর ২০১৪

‘ইসলামিক স্টেট’-কে পরাস্ত করার পরিকল্পনা চূড়ান্ত করতে প্যারিসে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন৷ উদ্বোধনী ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন,‘‘আইএস সারা বিশ্বের জন্যই হুমকি, তাই এ হুমকি নিশ্চিহ্ন করার দায়িত্ব বৈশ্বিক৷’’

Konferenz in Paris sucht Wege im Kampf gegen IS-Terror 15.09.2014
ছবি: Reuters/Christian Hartmann

এর আগে এক ব্রিটিশ জিম্মিকে হত্যা করার ভিডিও প্রচার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস বা আইসিস)৷ সুন্নি ইসলামি জঙ্গি সংগঠনটি নিহত ব্যক্তির পরিচয়ও দিয়েছে৷ নিহত ব্যক্তির নাম ডেভিড হাইন্স৷ তাঁর শিরশ্ছেদ করার আগে ভিডিওতে মুখোশ পরা এক জঙ্গি জানায়, ব্রিটেন আইএস-বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ার কারণেই হাইন্সকে হত্যা করা হচ্ছে৷ ব্রিটেন তার সিদ্ধান্তে অটল থাকলে আরেক ব্রিটিশ জিম্মি অ্যালেন হেনিং-এরও একই পরিণতি হবে বলে জানিয়ে দিয়েছে আইএস৷ এই নিয়ে তিনটি হত্যার ভিডিও প্রচার করল জঙ্গি সংগঠনটি৷ এর আগে যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টিভেন সটলফ এবং জেমস ফলিকেও একইভাবে হত্যা করে তারা৷

এদিকে ব্রিটনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ডেভিড হাইন্সকে হত্যা করার জন্য আইএস-কে চরম মূল্য দিতে হবে৷ তিনি জানান, ইরাকে আইএস-বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পাশে থাকার সিদ্ধান্তে ব্রিটেন এখনো অটল৷ ফ্রান্স ইতিমধ্যে ইরাকে যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে৷ ১০টি যুদ্ধবিমান এবং ৬০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া৷ যুক্তরাষ্ট্র গত মাস থেকে শুরু হওয়া বিমান হামলা জোরদার করার পাশাপাশি আইএস-বিরোধী ‘মধ্যপন্থি সিরীয় বিদ্রোহীদের' প্রশিক্ষণ এবং আইএস-এর হামলায় বিপর্যস্ত ইরাকি সেনাবাহিনীর পুনর্গঠনে ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে৷

আইএস-কে পরাস্ত করার বাকি পরিকল্পনা চূড়ান্তকরণ এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বৃদ্ধির জন্যই প্যারিসে সোমবার শুরু হয়েছে একটি বিশেষ সম্মেলন৷ সম্মেলন শুরুর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাঁর দেশ আশা করে আইএস-বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সব মিত্র দেশ, বিশেষ করে আরব দেশগুলো ‘অর্থপূর্ণ' ভূমিকা রাখবে৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ