1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এ আরেক ফরাসি, সিরিয়ায় চলছে শিরশ্ছেদ

১৯ নভেম্বর ২০১৪

পিটার কাসিগের শিরশ্ছেদের ঘটনায় দু'জন ফরাসি নাগরিকও জড়িত ছিল৷ ভিডিওচিত্র দেখে এ বিষয়ে মোটামুটি নিশ্চিত হয়েছে ফ্রান্স৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় এ পর্যন্ত অন্তত ১৪২৯ জনের শিরশ্ছেদ করেছে আইএস৷

Symbolbild Islamischer Staat
ছবি: Getty Images/K. Cucel

নৃশংসভাবে মানুষ হত্যা করেই চলেছে ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস বা আইসিস)৷ গত রবিবার আইএস যুক্তরাষ্ট্রের নাগরিক পিটার কাসিগের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করার পর থেকে আসছে নতুন নতুন খবর৷ ভিডিওচিত্রে কাসিগ ছাড়া আরো ১৮ জনকে হত্যার দৃশ্য দেখানো হয়৷ ইরাক ও সিরিয়ার বেশ বড় একটি অংশ দখল করে নেয়া সুন্নিদের এই জঙ্গি সংগঠনটি জানিয়েছে, ওই ১৮ জনের বেশির ভাগই ছিলেন সিরিয়ার সৈন্য৷

আইএস শুধু সিরীয় সৈন্যদেরই শিরশ্ছেদ করছে না৷ যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের ওপর বিমান হামলা চালাচ্ছে বলে ওই দুটি দেশের নাগরিকদেরও ধরে নিয়ে হত্যা করছে৷ হত্যাদৃশ্যের ভিডিও প্রচার করে দিচ্ছে হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার ঘোষণা৷ ইসলাম ধর্ম গ্রহণ করে সিরীয় শরণার্থীদের সেবায় নিজেকে নিয়োজিত করা পিটার কাসিগ, ওরফে আব্দুল রহমানও আইএস-এর এই নৃশংসতা থেকে বাঁচতে পারেননি৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় আইএস এ পর্যন্ত শিরশ্ছেদ করে কমপক্ষে ১৪২৯ জনকে হত্যা করেছে৷ ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির দাবি, এই ১৪২৯ জনকে হত্যা করার প্রমাণ তাদের কাছে আছে৷

আইএস-এর হয়ে শুধু মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকরাই অংশ নিচ্ছে না৷ পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ থেকে কয়েক হাজার লোক গিয়ে যোগ দিয়েছে আইএস-এর ইসলামি খিলাফত কায়েমের মিশনে৷ ফ্রান্স জানিয়েছে, কাসিগকে হত্যার ভিডিওতে দ্বিতীয় ফরাসি নাগরিকের উপস্থিতি সম্পর্কে তারা মোটামুটি নিশ্চিত৷ ফ্রান্স থেকে এ পর্যন্ত অন্তত হাজার খানেক মুসলমান সিরিয়ায় যুদ্ধ করতে গিয়েছেন বলে ধারণা করা হয়৷ তাঁদের মধ্যে অন্তত ৩৬ জন ইতিমধ্যে মারা গেছেন৷

কাসিগ-হত্যা দৃশ্যের ভিডিওতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম এবং ডেনমার্কের নাগরিকও ছিলেন বলে অনুমান করা হচ্ছে৷ বেলজিয়ামের একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে এমন একজনকে দেখা গেছে যার চেহারা আব্দেল মজিদ ঘারমৌ-এর মতো৷ আব্দেল মজিদ ঘারমৌ পলাতক৷ বেলজিয়ামের আদালতে তার বিরুদ্ধে জিহাদি সংগঠনের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগে মামলা চলছে৷

এদিকে ইউরোপের দেশগুলো আইএস এবং অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে৷ জার্মানিতে ইতিমধ্যে জঙ্গি সংগঠনের সঙ্গে সব রকমের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে৷ দেশের কোনো নাগরিক যাতে ইসলামি জঙ্গি সংগঠনের হয়ে যু্দ্ধ করতে যেতে না পারে, তা নিশ্চিত করতে ইতিমধ্যে সন্ত্রাসবিরোধী আইন সংস্কার করেছে ফ্রান্স৷ এখন থেকে যে কেউ যখন-তখন ফ্রান্সের বাইরে যেতে পারবেন না৷ কেউ কোনো ইসলামি সংগঠনে যোগ দিতে যাচ্ছে এমন সন্দেহ হলে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আইন কার্যকর করার কথাও ভাবছে ব্রিটেন৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ