1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চরম দক্ষিণপন্থিদের দৌরাত্ম্য

৮ ডিসেম্বর ২০১৫

ইউরোপ ও অ্যামেরিকায় চরম দক্ষিণপন্থি, খোলাখুলি ইসলাম-বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে৷ আইএস-এর মতো উগ্র ইসলামপন্থি শক্তির সঙ্গে তাদের রসায়ন পরিস্থিতি আরও জটিল করে তুলছে৷

ছবি: Getty Images/AFP/A. C. Poujoulat

মূল স্রোতের রাজনীতি বিফল হলে চরমপন্থিরা সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে৷ ইউরোপ সহ বিশ্বের অনেক প্রান্তে এই প্রবণতা ইদানীংকালে আরও স্পষ্ট হয়ে উঠছে৷ দুর্বল অর্থনীতি, বহিরাগতদের সম্পর্কে ভীতি, ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠার ফায়দা তুলতে এগিয়ে আসছে চরমপন্থি ও ‘পপুলিস্ট' দলগুলি৷ তাদের ঝুলিতে রয়েছে এমন সব চটজলদি সমাধানসূত্রের প্রতিশ্রুতি, যা মানুষের মনে আশা জাগিয়ে তোলে৷

ইউরোপে একের পর এক দেশে চরম দক্ষিণপন্থিরা বড় আকারে মাথা চাড়া দিয়ে উঠছে৷ এই মুহূর্তে তাদের মূল অস্ত্র সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের ঢল৷ বিশাল সংখ্যায় বহিরাগতদের আগমন নিয়ে মানুষের মনে এমনিতেই এক ভীতি কাজ করছে৷ শরণার্থীদের একটা বড় অংশ মুসলিম হওয়ায় ইসলাম-বিরোধিতার জিগির তুলে সেই ভীতিকে আরও উসকে দিচ্ছে চরম দক্ষিণপন্থি দল ও গোষ্ঠীগুলি৷

নেদারল্যান্ডস-এর চরম দক্ষিণপন্থি নেতা খেয়ার্ট ভিল্ডার্স মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ইসলাম বিরোধিতার প্রশ্নে সহযোগী হিসেবে তুলে ধরেছেন৷

জার্মানিতে পেগিডা নামের গোষ্ঠী এভাবেই ভয়-ভীতি ছড়িয়ে শরণার্থীদের বিরুদ্ধে জনরোষ জাগিয়ে তোলার চেষ্টা করছে৷

পেগিডা-র মোকাবিলার পাশাপাশি চরম দক্ষিণপন্থি এনপিডি দলকে নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়াও শুরু হয়েছে জার্মানিতে৷

ইউরোপে চরম দক্ষিণপন্থিদের এই দৌরাত্ম্য অনেকটা সহজ করে তুলছে তথাকথিত ইসলামিক স্টেট-এর কর্মকাণ্ড৷ প্যারিসে সন্ত্রাসী হামলা জনমানসে সরাসরি আতঙ্কের সৃষ্টি করছে৷ অন্যদিকে সিরিয়া সংকটের ফলে শরণার্থীদের ঢলও ইউরোপে ইসলাম ধর্মের আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে দক্ষিণপন্থিরা৷ ফ্রান্সে সপ্তাহান্তের নির্বাচনে এই দুই শক্তির মধ্যে অদ্ভুত রসায়নের পরিচয় পাওয়া গেছে৷

অন্যদিকে ইউরোপ ও অ্যামেরিকায় চরম দক্ষিণপন্থি শক্তির উত্থান আইএস-এর পক্ষে অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠছে বলেও অনেকে মনে করছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ