1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-কে রুখতেই হবে...

১৯ নভেম্বর ২০১৫

প্যারিস সন্ত্রাসের সঙ্গে যুক্ত অন্যান্য সন্ত্রাসী-সহযোগীদের সন্ধান চলেছে প্যারিস ও ব্রাসেলসে৷ ফরাসি ও বেলজিয়ান সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছেন৷ সেই সঙ্গে চলেছে আন্তর্জাতিক জোট সৃষ্টির উদ্যোগ৷

Frankreich Soldat nach Terroranschlägen in Paris
ছবি: picture-alliance/dpa/S. Perolari

ব্রাসেলসের অভিবাসী অধ্যুষিত এলাকা মোলেনবেক ও অন্যত্র ছ'টি তল্লাশি অভিযান শুরু করেছেন বেলজিয়ান কর্তৃপক্ষ৷ প্যারিস সন্ত্রাসের দিন ফ্রান্স আর জার্মানির খেলা চলার সময় যে তিনজন সন্ত্রাসী স্টেডিয়ামের উপর হামলা চালানোর প্রচেষ্টা করে, তাদের মধ্যে ছিল আত্মঘাতী বোমারু বিলাল হাদফি৷ ব্রাসেলসের তল্লাশি অভিযানে সেই বিলাল হাদফির সহযোগীদের ধরার চেষ্টা করা হচ্ছে৷

ফ্রান্সের সরকারি কৌঁসুলী সদ্য জানিয়েছেন যে, এর আগের দিন প্যারিসের স্যাঁ ডেনি এলাকায় পুলিশি অভিযানে আবদেলহামিদ আবাউদ প্রাণ হারিয়েছে৷ ২৭ বছর বয়সি আবাউদকে প্যারিস সন্ত্রাসের মূল ষড়যন্ত্রকারী বলে ধরে নেওয়া হচ্ছিল৷ ওদিকে প্যারিসের বাসিন্দারা আবার তাদের প্রিয় কাফেগুলিতে ফিরে গিয়ে দেখানোর চেষ্টা করছেন, তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস সন্ত্রাসের বিরুদ্ধে হাল আমলের ‘‘রেজিস্তঁস'' বা প্রতিরোধ কী হতে পারে৷

অপরদিকে প্যারিসের পূর্বাঞ্চলের একটি রেস্টুরেন্টের সামনে জমে উঠছে ফুলের পাহাড়৷ ঠিক এখানেই ন'জন মানুষ আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন৷ কিন্তু বাসিন্দারা বলতে চান, নিউ ইয়র্কের মতো প্যারিসও এক ধরনের ‘মেল্টিং পট' – এখানেও নানা জাতি ও ধর্মের মানুষদের সমন্বয়৷

প্যারিস অথবা ব্রাসেলসে সশস্ত্র পুলিশি অভিযান চলেছে বলে রাজনীতি, কূটনীতি থেমে নেই৷ ফ্রান্স শুধু সিরিয়ায় আইএস-এর মূল ঘাঁটি রাকার উপর একের পর এক বিমানহানা চালিয়েই ক্ষান্ত নয়, একটি অভূতপূর্ব পদক্ষেপে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রতি ‘সামরিক সাহায্যের' আবেদন জানিয়েছে৷

বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেছেন যে, তিনি সন্ত্রাসী সন্দেহে ধৃত ব্যক্তিদের আরো বেশি দিন পুলিশি হেফাজতে রাখার জন্য সংবিধান বদলাতে চান৷ এছাড়া তিনি নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানোর জন্য আরো ৪০ কোটি ইউরো বরাদ্দ করছেন৷

সন্ত্রাস নতুন আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভাল্স৷ তিনি সংসদে বলেছেন যে, চরমপন্থিরা জীবাণু বোমা বা অনুরূপ কোনো অস্ত্র ব্যবহার করতে পারে৷

অপরদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লোরঁ ফাবিউস আন্তর্জাতিক রাষ্ট্রসমাজের প্রতি ইসলামিক স্টেট গোষ্ঠীকে নির্মূল করার জন্য আরো বেশি করার আহ্বান জানিয়েছেন৷ বৃহস্পতিবার ফাবিউস ফরাসি বেতারে বলেন, আইএস বস্তুত ‘‘একটি দানব৷ কিন্তু বিশ্বের সব ক'টি দেশ যদি ৩০ হাজার (আইএস সদস্যদের) মোহড়া না নিতে পারে, তবে সেটা হবে অবোধ্য৷''

এসি/ডিজি (এপি, এএফপি)

প্যারিসের হামলার পর ইউরোপে সন্ত্রাস কি সত্যিই নতুন আকার ধারণ করতে পারে? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ