1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-কে হারানোর ‘কৌশল’

৮ সেপ্টেম্বর ২০১৪

এক সময় ইরাক নিয়ে মার্কিন নীতির বিরোধীতা করে জনপ্রিয়তা অর্জন করেন বারাক ওবামা৷ মার্কিন সৈন্য প্রত্যাহারও করেন ইরাক থেকে৷ এবার কিন্তু পুরোপুরি উল্টো পথে হাঁটছেন৷ ইসলামিক স্টেটকে ঠেকানোর ‘গেম প্ল্যান’ তৈরি করছেন ওবামা৷

ছবি: picture-alliance/AP Photo

রবিবার যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলের ‘মিট দ্য প্রেস' অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, ‘‘আইএস-এর (বা আইসিস-এর) হুমকি মোকাবেলা করতে আমাদের দেশ যে প্রস্তুত এ বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি আমি৷'' সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো জানান, এক ভাষণে তিনি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ইরাক থেকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা ঘোষণা করবেন৷ বুধবার তাঁর এই ভাষণ প্রচারিত হওয়ার কথা৷

এদিকে আরব লিগ জানিয়েছে, তারাও আইএস-এর বিরুদ্ধে সম্ভব সব রকমের ব্যবস্থা নেবে৷ তবে ২২টি দেশ নিয়ে গঠিত এ জোট ইরাকে মার্কিন বিমান হামলা বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করেনি৷ গত ৮ই আগস্ট থেকে আইএস-এর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র৷ রবিবার থেকে হামলা আরো জোরদার করা হয়৷

এনবিসি-কে বারাক ওবামা অবশ্য জানিয়েছেন, বিমান হামলা আরো জোরদার করা হলেও যুক্তরাষ্ট্র ইরাকে নতুন করে পদাতিক বাহনী পাঠাবে না৷ ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করেন ওবামা৷ আইএস ইরাকের বিভিন্ন শহরে হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে৷

ইরাকের বেশ কিছু অঞ্চল এখনো আইএস-এর দখলে৷ তবে মার্কিন বিমান অভিযান শুরুর পর থেকে জঙ্গি সংগঠনটির সামরিক সাফল্য থমকে গেছে৷ শুরুতে ইরাকি সেনাবাহিনী বেশ কিছু শহরের কর্তৃত্ব প্রায় বিনা প্রতিরোধে ছেড়ে দিলেও এখন দখল ফিরে পেতে প্রচণ্ড লড়াই করছে৷ রবি বার বানওয়ারা শহর থেকে আইএস জঙ্গিদের হঠিয়ে দিয়েছে তারা৷ জঙ্গিরা অস্ত্র এবং যানবাহন ফেলে শহরটি থেকে পালিয়েছে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ