1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর হামলার ঘোষণা

১১ সেপ্টেম্বর ২০১৪

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-এর (আইএস) বিরুদ্ধে ‘কঠোর' যুদ্ধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ হামলার পরিসর বাড়িয়ে প্রথমবারের মতো সিরিয়ায় আইএস-এর অবস্থানের ওপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন তিনি৷

Obama - Rede an die Nation
ছবি: Reuters

বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আইএস বা আইসিসি-এর বিরুদ্ধে নেয়া কৌশল তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট৷ পাশাপাশি ইরাকে গোষ্ঠীটির অবস্থানের ওপর হামলা জোরদার করার নির্দেশ দেন৷ ওবামা বলেন,‘‘ইসলামিক স্টেট, যারা দুই মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করেছে এবং ইরাক ও সিরিয়ার বেশ কিছু জায়গা দখল করে রেখেছে তারা প্রকৃতই নৃশংস কাজ করেছে৷ তারা কেবল অপহৃতদেরই হত্যা করেনি৷ হত্যা করেছে শিশুদের৷''

ভাষণে তিনি বলেন, ‘‘আমেরিকার জন্য হুমকি সৃষ্টিকারী কোনো গোষ্ঠী কোনো নিরাপদ স্বর্গ খুঁজে পাবে না৷ ইরাকের আইএস-এর পাশাপাশি সিরিয়ার আইএসআইএল-এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমি কোন দ্বিধা করব না৷’’ এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালাতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুত৷

সিরিয়ার গোষ্ঠীটির অবস্থানের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়ে আইএস-কে ‘নিমূর্ল করার' বিষয়টিকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা৷ ব্যাপকভাবে প্রত্যাশিত ওই ভাষণে আইএস-এর পুরনো নাম ব্যবহার করে ওবামা বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য পরিষ্কার: ব্যাপকভিত্তিক এবং দীর্ঘমেয়াদী সন্ত্রাস-বিরোধী কৌশলের মাধ্যমে আমরা আইএসআইএল-কে দুর্বল করে পরিশেষে ধ্বংস করব৷’’ ভাষণে তিনি জানিয়েছেন, ইরাকের শুধু কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় আইএস'র বিরুদ্ধে বিমান হামলা না চালিয়ে হামলার লক্ষ্যস্থল আরো বাড়াবেন তিনি৷

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আইএস-এর বিরুদ্ধে নেয়া কৌশল তুলে ধরেন ওবামাছবি: picture alliance/AP Photo

এছাড়া আইএস-এর বিরুদ্ধে লড়াইরত ইরাকি বাহিনীকে সাহায্য করতে দেশটিতে আরো ৪৭৫ জন সামরিক উপদেষ্টা পাঠানোর ঘোষণা দিয়েছেন ওবামা৷ ইতোমধ্যেই ইরাকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের এক হাজার সামরিক উপদেষ্টার সঙ্গে যোগ দেবেন এই নতুন উপদেষ্টারা৷ তবে তাঁরা কেউ সরাসরি লড়াইয়ে অংশ নেবেন না৷

রিপাবলিকানরা ওবামার এই ভাষণকে স্বাগত জানালেও আইএস-এর বিরুদ্ধে আগেই ওবামার শক্ত অবস্থান নেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন৷ হাউজ স্পিকার জন বোয়েনার বলেছেন, ‘‘ইরাকে অবস্থানরত মার্কিন ও স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা এবং সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারটিতে আমার সমর্থন রয়েছে৷ তবে আমার মতে এর ফলে প্রত্যাশিত সাফল্য আসতে অনেক বছর লেগে যাবে৷''

এদিকে ওবামার এই ঘোষণার পর পশ্চিমা সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে, আইএসআইএল-এর বিরুদ্ধে ওবামার এই পদক্ষেপের পরিকল্পনায় তাদের সমর্থন রয়েছে৷ সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন ওবামার এই প্রস্তাবে সমর্থন দেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে৷

এপিবি/এসি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ