1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআফগানিস্তান

আইএস নেতাকে মেরেছে তালেবান, অ্যামেরিকার দাবি

২৬ এপ্রিল ২০২৩

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পিছনে থাকা আইএস নেতাকে মারলো তালেবান। দাবি অ্যামেরিকার।

কাবুল বিমানবন্দরে এই বিস্ফোরণের পিছনে থাকা আইএস নেতা তালেবানের হাতে মৃত বলে জানিয়েছে অ্যামেরিকা।
কাবুল বিমানবন্দরে এই বিস্ফোরণের পিছনে থাকা আইএস নেতা তালেবানের হাতে মৃত বলে জানিয়েছে অ্যামেরিকা। ছবি: Xinhua/imago images

২০২১ সালে কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে ১৭০ জন বেসামরিক মানুষ ও ১৩ জন মার্কিন সেনা মারা যান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই বিস্ফোরণের মূল চক্রান্তকারী আইএস নেতাকে তালেবান গুলি করে হত্যা করেছে।

মার্কিন কর্মকর্তারা সিবিএস-কে জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে ওই আইএস নেতাকে মারে তালেবান। তবে বিষয়ের সত্যতা যাচাই করার জন্য কিছুটা সময় লেগেছে।

সংবাদসংস্থা এপিকে নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওই বিস্ফোরণে শহিদ মার্কিন সেনার পরিবারকে ইতিমধ্যেই এই খবর দেয়া হয়েছে। এরকমই এক প্রয়াত সেনার বাবা জানিয়েছেন, তাকে মার্কিন কর্মকর্তারা খবরটা দিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, আইএস নেতাকে হত্যার কথা অ্যামেরিকা এপ্রিলের গোড়াতে জেনে গিয়েছিল। কিন্তু তখন এটা স্পষ্ট হয়নি, তালেবান কি তাকে টার্গেট করে মেরেছে না কি, তালেবানের সঙ্গে আইএসের সংঘর্ষ চলার সময় তার মৃত্যু হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান চলছিল। তখনই ওই আইএস নেতা মারা যায়। তালেবান প্রথমে তার পরিচয় জানত না। পরে তার পরিচয় জানতে পারে তারা।

সোমবার থেকে মার্কিন কর্মকর্তারা মৃত সেনার পরিবারকে জানাতে শুরু করে যে, তালেবানের হাতে মারা পড়েছে আইএস নেতা।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ