1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-বিরোধী লড়াইয়ে তুরস্ক-যুক্তরাষ্ট্র

২৮ জুলাই ২০১৫

ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিমান হামলায় এতদিন অংশ না নিলেও অবশেষে অবস্থান থেকে সরেছে তুরস্ক৷ আইএস-এর বিরুদ্ধে হামলা শুরু করেছে দেশটি৷ সীমান্তকে আইএস-মুক্ত করার লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে চায় তুরস্ক৷

Türkei Recep Tayyip Erdogan PK zu Angriffen auf Syrien
ছবি: picture-alliance/AP Photo/Depo

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জঙ্গি গোষ্ঠী আইএস-এর ওপর যে বিমান হামলা চালিয়ে আসছে তাতে অংশ নিতে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছে তুরস্ক৷ কিন্তু গত এক সপ্তাহে হঠাৎই অবস্থান বদলেছে দেশটি৷ আইএস-এর আত্মঘাতী হামলায় হতাহতের ঘটনার পর একই সঙ্গে আইএস এবং কুর্দি বিদ্রোহীদের ঘাঁটির ওপর বিমান হামলা শুরু করেছে ন্যাটোর সদস্য দেশটি৷ ইতিমধ্যে নিরাপত্তার স্বার্থে ন্যাটোর প্রতি জরুরি বৈঠক অনুষ্ঠানের আহ্বানও জানিয়েছে তারা৷ মঙ্গলবারই হচ্ছে সেই বৈঠক৷ তবে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রকে পাশে রেখেও আইএস-বিরোধী ‘রণকৌশল' ঠিক করতে চাইছে তুরস্ক৷

মূলত উত্তর সিরিয়ার পাশের তুরস্ক সীমান্ত থেকে আইএস-কে হঠিয়ে দিতে চায় তুরস্ক৷ বলা হচ্ছে, এর ফলে সিরীয় বিদ্রোহীরা সে অঞ্চলে বড় একটি এলাকার দখল নিতে পারবে এবং সিরীয় শরণার্থীদের দেশত্যাগের পথ উন্মুক্ত হবে বলেই এমনটি চাইছে তুরস্কের বর্তমান সরকার৷ তুরস্ক ইতিমধ্যে প্রায় ১৮ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে৷ তারপরও পুরো বিষয়টি এক ধরণের সংশয়ের জন্ম দিয়েছে৷ বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তুরস্ক আকস্মিকভাবে যে হামলা শুরু করেছে, তা যতটা না আইএস-বিরোধী, তার চেয়ে অনেক বেশি কুর্দি বিদ্রোহীবিরোধী৷ তুরস্ক আসলে আইএস-কে হঠানোর কথা বললেও প্রকৃতপক্ষে কুর্দি বিদ্রোহীদের সংগঠন পিকেকে-কে সামলাতেই নাটকীয়ভাবে সাম্প্রতিক হামলাটি শুরু করেছে বলে তাঁদের ধারণা৷

অবশ্য তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত আহমেত দাভোতলু সে দেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে খুব জোর দিয়েই বলেছেন, ‘‘তুরস্কের সীমান্তে আমরা দায়েশ (আইএস)-কে দেখতে চাই না৷''

গত শুক্রবার সিরিয়ার সীমান্তবর্তী আইএস-এর ঘাঁটি এবং উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটির ওপর বিমান হামলা শুরু করে তুরস্ক৷ হামলা এখনো অব্যাহত রয়েছে৷ ব্যাপক ধরপাকড়ও চলছে দেশ জুড়ে৷ এ পর্যন্ত অন্তত ১ হাজার মানুষকে আইএস, পিকেকে এবং মার্ক্সবাদী দল ‘ডিএইচকেপি-সি'-র সমর্থক হিসেবে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ