1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-বিরোধী অভিযানে জার্মানি

১৭ ডিসেম্বর ২০১৫

প্যারিস হামলার পর ফ্রান্সের অনুরোধে আইএস-বিরোধী আন্তর্জাতিক সামরিক জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয় জার্মানি৷ এরপর বুধবার প্রথমবারের মতো সামরিক অভিযানে অংশ নেয় জার্মানি৷

Deutschland Syrien-Einsatz Tornado Aufklärungsflugzeuge mit Tankflugzeug A310 MRTT
ছবি: picture-alliance/dpa/Luftwaffe/U. Metternich

দেশটির একটি ট্যাঙ্কার বিমান মধ্য আকাশে থাকা দুটি জেট বিমানকে তেল সরবরাহ করে বলে জানায় জার্মান সামরিক বাহিনী৷ ঐ জেটগুলো সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বোমা নিক্ষেপ কাজে নিয়োজিত ছিল৷ তবে জেটগুলো কোন দেশের ছিল সেটা জানানো না হলেও এখন পর্যন্ত ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরবের জেট এই মিশনে রয়েছে৷

আইএস-বিরোধী অভিযানে জার্মানির ১,২০০ সৈন্য অংশ নেবে৷ এছাড়া শত্রুপক্ষের অবস্থান ও তাদের সামর্থ্য সম্পর্কে খবর রাখতে সক্ষম এমন বিমান ও ট্যাঙ্কার বিমান দিয়ে সহায়তা করবে জার্মানি৷ তবে তারা বোমা নিক্ষেপ কাজে অংশ নেবে না৷

Ursula von der Leyen talks to DW

02:22

This browser does not support the video element.

এদিকে, আইএস-বিরোধী জোটে এর চেয়ে বেশি সহায়তা করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে জার্মানি৷ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, জার্মানি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্ত আছে৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এই নিয়ে তৃতীয়বার কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নিল৷ এর আগে ১৯৯৯ সালে কসোভোতে এবং তারপর আফগানিস্তানে সামরিক মিশনে অংশ নিয়েছিল জার্মানি৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ