বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় জঙ্গিবাদ৷ তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে জঙ্গি দমন অভিযান৷ এই আলোচিত বিষয়টি নিয়ে পাঠকরা তাদের ভাবনা জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷
বিজ্ঞাপন
জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পৃক্ততা নিয়ে পাঠক ইবনে ইব্রাহিম ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘ ইসলাম মানবতার কথা বলে অথচ ইসলাম নিয়ে পৃথিবী জুড়ে গভীর চক্রান্ত চলছে৷ ইসলাম যেই দুর্বার গতিতে এগিয়ে চলেছে তাতে ভীত হয়ে একটি কুচক্রি মহল মুসলিমদের জংগিবাদের মতো সন্ত্রাসী কার্যকলাপে অনুপ্রাণিত করছে৷ এরা হাদিস কুরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম যুবকদের সন্ত্রাসে ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে ইসলামের নামে চলা এই সন্ত্রাস দেখে সাধারণ মানুষ ইসলামকে ঘৃণা করে৷''
পাঠক ইব্রাহিমের মতে, ‘‘যখন কেউ ইসলাম সম্পর্কে ভালোভাবে জানছে, তখন তারা মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করছে৷ তারা খুঁজে পাচ্ছে শান্তি৷ কতিপয় মুর্খ মুসলিমকে সন্ত্রাসে লেলিয়ে দিয়ে ইসলামের অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবেনা৷''
‘‘আইএস সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া যাবে না, এরা মানবজাতির শত্রু৷'' এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সৌরভ তারেকের৷ তাঁর মতে, ‘‘এ ব্যাপারে শুধু পুলিশদের দোষ দিলে হবে না৷ পুলিশদের বিচারের আওতায় আনা উচিৎ এবং রাজনীতিতে শীর্ষ পর্যায় থেকে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুলিশদের নিয়োগ দেয়, তাদেরও বিচার হওয়া উচিৎ৷''
বিভীষিকার ১২ ঘণ্টা
ঢাকার গুলশানের আর্টিজান ক্যাফেতে দীর্ঘ ১২ ঘণ্টার জিম্মি ঘটনার অবসান হলেও মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না৷ এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত হয়েছে ২০ জিম্মি৷ নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাও৷
ছবি: Getty Images/M. H. Opu
ঘটনার শুরু
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন৷
ছবি: picture-alliance/AP Photo
দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু
পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম৷
ছবি: Getty Images/M. H. Opu
প্রধানমন্ত্রীর বক্তব্য
কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছ'জন হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বলেছেন, বাকি কয়েকজনকে হয়তো বাঁচানো যায়নি৷ এই জঙ্গি হামলায় জড়িত একজন ধরা পড়েছে বলেও শনিবার সকালে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি৷
ছবি: Reuters
এ যেন দুঃস্বপ্ন
কমান্ডো অভিযানে মুক্ত গুলশানের ক্যাফে থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের ১২ ঘণ্টার ‘দুঃস্বপ্ন’ কাটছে না৷ তাঁদের চোখে মুখে ক্লান্তি ও ভীতির ছাপ৷ তারা বলছিলেন, কয়েকজনের মৃতদেহ দেখেছেন, অনেক জায়গায় রক্তের ছাপ৷
ছবি: picture-alliance/AP Photo
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
তাঁরা বলছেন, জিম্মিকারীরা বাংলাদেশি মুসলমানদের সুরা পড়তে বলে৷ সুরা পড়তে পারার পর তাঁদেরকে রাতে খেতেও দেওয়া হয়৷ যাঁরা হিজাব পরা ছিল, তাঁদের বাড়তি খাতির করা হয়৷
ছবি: picture alliance/ZUMA Press/S. K. Das
আইএস-এর দায় স্বীকার
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানিয়েছে৷ এই জঙ্গি দলের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ সব খবরে দাবি করা হয় যে, ‘তাদের’ এই হামলায় ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন৷
ছবি: picture-alliance/abaca
কমান্ডো অভিযান
সকাল ৭ টা ৩০ মিনিটে রাতভর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথ সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়৷ ৮ টা ১৫ মিনিটে প্রথম দফায় নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করা হয়৷
ছবি: picture-alliance/AP Photo
ভবনের নিয়ন্ত্রণ ও আতঙ্কের অবসান
৮ টা ৫৫ মিনিটে ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা৷ গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে৷ ৯ টা ১৫ মিনিটে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়৷
ছবি: Getty Images/M. H. Opu
8 ছবি1 | 8
আর তবে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সালেকের ধারণা, ‘‘সংগঠন হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনী আজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে৷ দুই চারজন সৎ লোক হয়ত আছে এই বাহিনীতে!'' তবে খুবই আশাবাদী ঢাকার বন্ধু সালেক৷ তিনি লিখেছেন, ‘‘তারপরও আমি হতাশ না, কারণ, হাসিনা, খালেদা, এরশাদ এদের মতো অযোগ্য লোক আল্লাহ্ চিরদিন রাখেন না৷ আল্লাহ্ যদি ভালো নেতা দেন আর সেই নেতাকে জনগণ চিনে নিয়ে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেয়, তখন পুলিশ ও আদালতের একটি ঘোষণা ও নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ বদলে যাবে৷''
তবে পাঠক মাসুম নিশ্চত যে, ‘‘জঙ্গি দমনে যতদিন না পর্যন্ত পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হবে, ততদিন পর্যন্ত অবস্থার অবনতি বৈ উন্নতি হবে না৷'' তবে তিনি মনে করেন, ‘‘পুলিশ যেহেতু সরাসরি পাবলিক রিলেটেড, তাই এই বাহিনীকে সদা সর্বদা রাজনৈতিক প্রভাবমুক্ত না করতে পারলে এরা দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবে না৷''
আর পাঠক সামসুল হক মনে করেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে ঘুস ছাড়া মেধা যাচাই করে কর্মী নিয়োগের ব্যবস্থা করলে জঙ্গিবাদ দমন করা সম্ভব৷