আইএস-সম্পৃক্ত ১২ নাগরিক সিরিয়া থেকে জার্মানিতে
৬ অক্টোবর ২০২২বিজ্ঞাপন
গত কয়েক বছরে জার্মানি থেকে সিরিয়ায় যাওয়া ২৬ জন প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিক এবং সেখানে জন্ম নেয়া ৭৬ জন শিশু সন্তানকে ফিরিয়ে এনেছে জার্মানি৷ প্রাপ্ত বয়স্কদের অনেকের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হয়েছে এবং বিচারে দোষী সাব্যস্ত হওয়া কারো কারো কারাদণ্ডও হয়েছে৷
সবশেষ ফিরিয়ে আনা ১২ জনের মধ্যে চারজন নারী, সাতজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ৷ প্রাপ্তবয়স্ক পুরুষ যিনি, তিনি সিরিয়ায় গিয়েছিলেন ১১ বছর বয়সে৷ ফিরিয়ে আনা ১২ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক পাঁচজনকে ফেরার পরই আটক করা হয়৷ পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, আটক ব্যক্তিদের এখন জিজ্ঞাসাবাদ করা হবে৷ সিরিয়ায় তারা কী করেছেন, আইএস-এর সঙ্গে তারাও কোনো ধরনের যুদ্ধাপরাধ করেছেন কিনা তা জানার জন্যই চলবে জিজ্ঞাসাবাদ৷
এসিবি/ কেএম (এএফপি, এপি)