1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইওসি-তে এবার এশিয়ার পালা: এং সো মিয়াং

২৯ আগস্ট ২০১৩

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে সিঙ্গাপুরের এং সো মিয়াং-ও আছেন – এবং তাঁর জেতার সম্ভাবনা কম নয় বলে বিবেচনা করা হচ্ছে৷ আইওসি-র একজন এশীয় নেতা হওয়ার সময় এসেছে, বলে মিয়াং-এর ধারণা৷

ছবি: imago/Xinhua

আইওসি-র প্রেসিডেন্ট হওয়ার দৌড় এখন শেষ বাঁকে, সংবাদ সংস্থাগুলি ঘোড়দৌড়ের ভাষায় ঘোষণা করছে৷ আগামী ১০ই সেপ্টেম্বর বুয়েনস আইরেস-এ ভোট৷ কাজেই ছ'জন প্রার্থী তাদের প্রচারণা আর এক পর্দা চড়িয়েছেন৷

৬৪ বছর বয়সি এং সো মিয়াং জাতে চীনা৷ তিনি হলেন সিঙ্গাপুরের এক সুপারমার্কেট চেইনের প্রধান ও সেই সঙ্গে কূটনীতিক৷ মিয়াং এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন, ১১৯ বছরের পুরনো আইওসি-র এবার একটা ‘‘ভিন্ন দৃষ্টির'' প্রয়োজন, কেননা যে যুগ শুরু হতে চলেছে তাতে বিশ্বের সবচেয়ে জনবহুল অংশ, অর্থাৎ এশিয়া, বৃহত্তর ভূমিকা নেবে৷

আইওসি-র পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা জার্মানির টোমাস বাখ-এরই সবচেয়ে বেশিছবি: Getty Images

ব্যারন পিয়ের দ্য কুবের্তাঁ ১৮৯৪ সালে আইওসি প্রতিষ্ঠা করেন৷ সে যাবৎ সাতজন ইউরোপীয় ও একজন মার্কিনি আইওসি-র প্রেসিডেন্ট হয়েছেন, যাদের মধ্যে বর্তমান পদাধিকারী জাক রগে ২০০১ সাল থেকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত রয়েছেন৷ মিয়াং-এর যুক্তি হল: ‘‘আইওসি খুবই বিশ্বায়িত হয়ে পড়েছে এবং আমার মনে হয়, আইওসি-র পক্ষে একটি ভিন্ন দৃষ্টি খুবই জরুরি, এমন একটি দৃষ্টি, যা বিশ্বের অপর কোনো কোণ থেকে আসছে৷''

‘‘ভিন্ন দৃষ্টি''

তবে কি আইওসি'র একজন এশীয় নেতা হবার সময় এসেছে? এই প্রশ্নের উত্তরে মিয়াং সংক্ষেপে বলেন: ‘‘আমি তাই আশা করবো৷ সেটা যে শুধু প্রতীকী বিচারেই গুরুত্বপূর্ণ হবে, এমন নয়৷ বরং তারা যে নতুন মূল্যবোধ আনবে, সে জন্যও বটে৷ আমরা যখন সার্বজনীনতার কথা বলি, বিভিন্ন মূল্যবোধের কথা বলি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন প্রসঙ্গ ও চ্যালেঞ্জকে নতুনভাবে দেখার ক্ষমতা (সেগুলোও আসবে)৷''

এং বলেন: ‘‘তার অর্থ হবে ভিন্ন সব সমাধান, যেগুলো আসবে বিভিন্ন কোণ ও দৃষ্টিকোণ থেকে৷ যেটা অলিম্পিক আন্দোলনের পক্ষে খুবই কাজের এবং তার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷'' এং ছাড়া এশিয়া থেকে আরো একজন প্রার্থী আছেন: তাইওয়ানের সি কে উ, যিনি আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের সভাপতি৷ তবে এশিয়ার এই দু'জন প্রার্থীর মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়া নিয়ে এং বিশেষ চিন্তিত নন৷

ইউক্রেনের পোল ভল্ট কিংবদন্তি সের্গেই বুবকাছবি: imago/Sven Simon

বলতে কি, আইওসি-র পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা জার্মানির টোমাস বাখ-এরই সবচেয়ে বেশি৷ তবে তার পরেই আসছেন এং ও পুয়ের্তো রিকো-র ব্যাংকার রিচার্ড ক্যারিয়ন৷ এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউক্রেনের পোল ভল্ট কিংবদন্তি সের্গেই বুবকা এবং সুইজারল্যান্ডের ডেনিস অসওয়াল্ড৷

ব্যবসায়ী বুদ্ধি

তবে এং-এর সবচেয়ে বড় যোগ্যতা তাঁর এশিয়ার মানুষ হওয়া নয়৷ তিনি যে একজন সফল, অতীব সফল ব্যবসায়ী, সেটাই হল তাঁর সবচেয়ে বড় যোগ্যতা – এমনকি নিজের চোখেও৷ বাস কোম্পানি দিয়ে শুরু করে সিঙ্গাপুরের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইনের প্রতিষ্ঠাতা হয়েছেন এং সো মিয়াং৷ আইওসি-তেও তাঁর ব্যবসায়ী বুদ্ধির পরিচয় রাখবেন, এই হল তাঁর প্রতিশ্রুতি৷

এং গ্রীষ্ম এবং শীতকালীন অলিম্পিক আয়োজনের খরচ ব্যাপকভাবে কমানোর প্রস্তাব দিয়েছেন, যে খরচ বহু শহরের ও পথে না যাওয়ার কারণ৷ তিনি অলিম্পিক আয়োজনের প্রার্থী হওয়ার প্রক্রিয়াটাও সাধারণভাবে পুনর্বিবেচনা করতে চান৷ অলিম্পিকের প্রোগ্রামও পর্যালোচনা করবেন তিনি, যাতে অলিম্পিক তার উত্তেজনা, তার রোমাঞ্চ বজায় রাখতে পারে৷

সবচেয়ে বড় কথা, তিনি সারা বিশ্বে ৮০টি ‘অলিম্পিক যুব বিকাশ কেন্দ্র' স্থাপনের উচ্চাকাঙ্ক্ষা রাখেন, যার মধ্যে অনেকগুলি কেন্দ্রই হবে দরিদ্র দেশে৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ