1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আইক্লাউড’ সেবা চালু করলো অ্যাপল

৭ জুন ২০১১

অসুস্থতার কারণে ছুটি নেন জানুয়ারিতে৷ এরপর প্রথমবার দেখা দেন মার্চে৷ আর এবার জুনে৷ বলছি অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবসের কথা৷

Apple CEO Steve Jobs uses the new iPhone during the Apple Worldwide Developers Conference, Monday, June 7, 2010, in San Francisco. (AP Photo/Paul Sakuma)
অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবসছবি: AP

শরীর খারাপ থাকলেও ‘যাদু'র মতো একটা জিনিসের খবর দিতে দেখা তো করতেই হতো৷ সেটাই করলেন তিনি৷ ঘোষণা দিলেন ‘আইক্লাউড' সেবা চালুর৷ অ্যাপলের নতুন সেবা এটি৷ সবচেয়ে বড় কথা ব্যবহারকারীরা এই সেবা পাবেন একেবারে বিনামূল্যে!

কী এই সেবা? ধরুণ আপনি আপনার কম্পিউটারে কোনো গান জমা রাখলেন৷ সেটা আপনার কম্পিউটারের হার্ডডিস্কে গিয়ে জমা হলো৷ এবার আপনি বেড়াতে গেলেন দূরে কোথাও৷ কিন্তু সেখানে গিয়ে আপনার ইচ্ছে করলো গানটি শোনার৷

এতদিন সেটা অসম্ভব ছিল৷ তবে এবার সেটা সম্ভব, আইক্লাউডের কারণে৷ এর ফলে নিজের কম্পিউটারে গান জমা করার সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে অ্যাপলের সার্ভারে৷ ফলে অন্য কোনো কম্পিউটার ব্যবহার করলেও আইক্লাউডের মাধ্যমে সেই কম্পিউটারে নিয়ে আসতে পারবেন আপনার কম্পিউটারের গান৷ এভাবে শুধু গানই নয়, ছবি, ডকুমেন্ট যেকোনো জিনিসই হতে পারে৷

আবার আপনি যদি কোনো ফোনসেট হারিয়ে ফেলেন তাহলেও কোনো সমস্যা হবেনা৷ নতুন যে সেটটি কিনবেন তাতে ‘ইউজার নেম' আর পাসওয়ার্ড দিলেই সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া সেটের সব তথ্য চলে আসবে আপনার নতুন সেটে৷

আইক্লাউড ছাড়াও ‘লায়ন' নামের একটি নতুন সফটওয়্যারের সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেন স্টিভ জবস ও তাঁর সহকর্মীরা৷ আইফোন, আইপ্যাড ও আইপড টাচের অপারেটিং সিস্টেম ‘আইওএস ৫' এবং ম্যাকিন্টশ কম্পিউটারে ব্যবহৃত হবে এই সফটওয়্যারটি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ