1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইগডের প্রস্থান, প্রতিক্রিয়া দুনিয়ায়

২৫ আগস্ট ২০১১

নিজের সৃষ্টি হাতে দাঁড়িয়ে আছেন একটি রোগা পাতলা মানুষ৷ এই প্রযুক্তি দুনিয়ায় তিনি কী ঈশ্বরের চেয়ে কোন অংশে কম? সেই ঈশ্বর, থুড়ি, স্টিভ জবস এবার অবসর নিলেন৷ অবসর নিলেন অ্যাপলের হর্তাকর্তা বিধাতা৷ এ এক মস্ত খবর৷

‘আইগড’ স্টিভ জবসছবি: picture-alliance/dpa

স্টিভ জবস৷ আত্মবিশ্বাসী কিন্তু নম্র৷ মেধাবী এবং সেইসঙ্গে দার্শনিক এই মানুষটির হাতেই এই গ্রহের সবচেয়ে অপরূপ কম্পিউটার, যার নাম অ্যাপল, তার জন্ম৷ কম্পিউটার বিশারদরা বলে থাকেন, মাইক্রোসফট এবং তার উইন্ডোজ, সে হল আমজনতার হাতের খেলনা৷ কিন্তু, অ্যাপল? অ্যাপল নাকি এক অন্য ধর্ম৷ যারা অ্যাপলের ফ্যান, তারা কখনোই সেখান থেকে বের হতে পারেন না৷ তাদের ল্যাপটপে একটি অল্প খাবলে খাওয়া আপেলের ছবি, তাদের কানে আই ফোন, তারা সংগীত শোনে আইপড দিয়ে৷ ল্যাপটপের পরের ধাপে যারা পৌঁছে গেছেন, আদতে অনেকেই গেছেন, তাঁরা আবার আই প্যাড নিয়ে চলাফেরা করে থাকেন৷ আর কে না জানে, এসবই সেই অ্যাপল, সেই বিধাতা স্টিভ জবসের সৃষ্টি৷

তাঁর প্রস্থানকে ঈশ্বরের অভাবের সঙ্গে তুলনা করা হচ্ছেছবি: dapd

তো, তিনি অসুস্থ৷ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত স্টিভ জবস৷ অ্যাপল সংস্থাটির তিনি ছিলেন প্রধান নির্বাহী ব্যক্তি৷ যাকে বলা হয় সিইও৷ সেই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি৷ যদিও সংস্থার বোর্ডে থেকে যাচ্ছেন জবস৷ বলা বাহুল্য, এই ঘোষণা, যাতে বলা হয়েছে, জবসের স্থলাভিষিক্ত হবেন তাঁরই উত্তরসূরি, টিম কুক, সেই ঘোষণা শোনার পর কম্পিউটারের দুনিয়ায় রীতিমত একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷

কী রকমের প্রতিক্রিয়া? ধরা যাক, জার্মানির সবচেয়ে সম্মানজনক পত্রিকা, ডেয়ার স্পিগেল৷ তারা বলছে, ‘আবগাং ডেস আইগড৷' যার অর্থ আইগডের প্রস্থান৷ অর্থাৎ, জবসকে মেনে নেওয়া হচ্ছে এই গ্রহের জীবন্ত এক ঈশ্বর হিসেবে৷ যিনি তাঁর কাজে যে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন, তার সঙ্গেও কোনকিছুর তুলনা চলে না৷

জবস’এর চেয়ারে বসছেন টিম কুকছবি: dapd

তুলনা চলবে কী করে? জবস গত ২৫ বছর ধরে অ্যাপল সংস্থাটির সিইও হিসেবে অ্যামেরিকার সেরা সিইও-র ভূমিকা পালন করেছেন৷ সেকথা বলছেন কে? বলছেন গুগল সংস্থার চেয়ারম্যান এরিক স্মিডট৷ স্মিডট-এর মতে, জবস -এর অভাব ভীষণভাবে অনুভূত হবে৷ কারণ, তিনি তো শুধুই একটা দুনিয়া জোড়া সংস্থার মালিকই নন৷ তার পাশাপাশি, এই সেই জবস, যিনি তাঁর প্রতিভাবান শিল্পীসত্তাটিকে মিশিয়ে দিয়েছেন এঞ্জিনিয়ারিং-এর সঙ্গে ওতপ্রোতভাবে৷ যার ফসল দেখছে দুনিয়া৷ প্রতিনিয়ত আরও আরও মুগ্ধ হচ্ছে৷

এখন তাই তাঁর সুস্থতার কামনাই সকলের মনে থাকবে৷ অন্তত যারা ওই অ্যাপল ধর্মে বিশ্বাসী৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ