1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টিভ জবস

৩ এপ্রিল ২০১২

স্টিভ জবস-কে নিয়ে এবার তৈরি হতে যাচ্ছে একটি সিনেমা৷ যার নাম দেয়া হয়েছে ‘জবস’৷ প্রযুক্তি জগতের এই কিংবদন্তীকে রূপালি পর্দায় ফুটিয়ে তুলবেন অ্যামেরিকান অভিনেতা অ্যাশটন কুচার৷ সিনেমাটি পরিচালনা করবেন জশুয়া মাইকেল স্টার্ন৷

ছবি: dapd

এ বছরের মে মাস নাগাদ ছবিটির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে৷ অ্যাপল-এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর তারুণ্যের সময়টাকেই তুলে ধরা হবে ছবিতে৷

গত শতকের সত্তরের দশকে তরুণ স্টিভ ছিলেন আচারে, স্বভাবে একেবারে স্বেচ্চাচারী ও হিপ্পি ধরণের৷ সেই হিপ্পি যুবকই একসময় থিতু হয়৷ তাঁর ব্যাবসার অংশিদার স্টিভ ওজনিয়াক-কে সাথে নিয়ে ১৯৭৬ সালে গড়ে তোলেন বিশ্ববিখ্যাত কোম্পানি ‘অ্যাপল'৷

অ্যাশটন কুচারছবি: AP

হিপ্পি জীবন থেকে একেবারে পুরোদস্তুর উদ্যোক্তা৷ তারপর নিজের তৈরি সেই প্রতিষ্ঠান থেকে একসময় জোরপূর্বক ছাটাই করা হয় স্টিভ-কে৷ এরপর ৯০-এর দশকে স্টিভ আবারো ফিরে আসেন তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানে৷

স্টিভ জবস-এর জীবনের শুধু এই অংশটুকুই থাকবে ‘জবস' সিনেমার গল্পে৷ অর্থাৎ, স্টিভ-এর মৃত্যু বা ৯০ দশকের পরবর্তী সময়ে কেমন ছিল তাঁর জীবন, সেই অংশটা থাকবে না এই ছায়াছবিতে৷ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে গত বছরের অক্টোবর মাসে মারা যান ‘প্রযুক্তির রাজকুমার'৷

এদিকে, স্টিভ জবস-এর জীবন নিয়ে আরেকটি সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছে ‘সোনি পিকচার্স'৷ ওয়াল্টার আইসেকসন'এর লেখা স্টিভ-এর জীবনী থেকেই সেই সিনেমার পান্ডুলিপি তৈরি হচ্ছে বলে জানিয়েছে সিএনএন৷ অবশ্য সনি পিকচার্স-এর তৈরি ছবিটিতে স্টিভ-এর চরিত্রে কে অভিনয় করবে - তা এখনো জানা যায় নি৷ তবে সিএনএন-এর বিনোদন ডেস্ক যে ক'টি নাম অনুমান করেছে, সেখানে আছে জেমস ম্যাকএভয়, ক্রিসপিন গ্লোভার, স্ট্যানলি টুসি ও নোয়া উইলি-র নাম৷ অ্যাশটন কুচার-এর নামটিই কিন্তু সেখানে নেই৷

তাই ধারণা করা হচ্ছে, অ্যাশটন কুচার-এর ‘জবস'-কে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সনি পিকচার্স-এর ছবিটির সঙ্গে৷

প্রতিবেদন: আফরোজা সোমা/সিএনএন, এপি, এফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ