সংসদ সদস্যেরা দেশের জনগণের প্রতিনিধি৷ মানে সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের মালিকেরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন রাষ্ট্র পরিচালনা করতে আর আইন প্রণয়ন করতে৷
বিজ্ঞাপন
আমাদের কেতাব আরো বলে, দেশে সংসদ, নির্বাহী ও বিচার বিভাগ নামে তিনটি আলাদা স্তম্ভ থাকবে৷ কিন্তু বাস্তবিক অনেকদিন ধরেই নির্বাহী ও সংসদ বিভাগ একটি একক সত্ত্বা হয়ে গেছে৷ নিম্ন আদালতের বিচারক থেকে কখনোসখনো কর্মরত প্রধান বিচারপতিও বলেন বিচার বিভাগকেও একই ছাতার নীচে আনার প্রক্রিয়া চলছে৷ কিন্তু তা চলুক বা বন্ধ থাকুক সেটা আরেক তর্ক৷ আজ আমরা দেখি আমাদের সংসদ সদস্যেরা কী বলছেন?
সব ধর্ষককে আইন-শৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ার’-এ দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য৷ মঙ্গলবার ১৪ জানুয়ারি সংসদে এ দাবি জানান তারা৷ ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া ও এ ধরনের সামাজিক অপরাধ নির্মূলে ‘ক্রসফায়ার’ দাবি করেন সংসদ সদস্যরা৷সংসদে পয়েন্ট অব অর্ডারে এমপিরা সরকারের কাছে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবিও জানান৷
‘ক্রসফায়ার’ – একটি প্রদর্শনী
‘ক্রসফায়ার’ নামের একটি প্রদর্শনী ধানমন্ডির দৃক গ্যালারিতে ২০১০ সালের মার্চে দেখানোর কথা ছিল৷ কিন্তু উদ্বোধনীর দিন সরকার প্রদর্শনী বন্ধ করে দেয়৷ দাঙ্গা পুলিশে ঘিরে রাখে দৃক৷ সেই প্রদর্শনীর কিছু ছবি৷
ছবি: Shahidul Alam/Drik/Majority World
মৃতদেহের পাশে কোনো গুলি ছিল না
পশ্চিম কুনিয়া বাগানবাড়ি, বরিশাল৷ একজন মহিলা দেখতে পেলেন ধানক্ষেতে একটা মৃতদেহ পড়ে আছে৷ ব়্যাবের লোকজন তাদের গাড়ি থেকে গুলি এনে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে৷ মহিলাটি প্রথম যখন মৃতদেহটা দেখেন তখন সেখানে কোনো গুলি ছিল না৷ আশেপাশে কোনো রক্তও ছিল না৷ ধানক্ষেতে পায়ে মাড়ানোর কোনো চিহ্ন ছিল না৷
ছবি: Shahidul Alam/Drik/Majority World
আনিস কেন মারা গেল?
আনিসুর রহমান, ছাত্রদলের স্থানীয় এক নেতা৷ রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থেকে তাঁকে আটক করা হয়৷ দু’জন প্রতক্ষ্যদর্শী জানান, ব়্যাব ৪-এর একটি দল আনিসের বাসায় তল্লাশি চালায়, কোনো পরোয়ানা বাদেই৷ দু’দিন বাদে সকালে ঢাকা মেডিক্যাল কলেজে আনিস মারা যান৷ ব়্যাবের দুই কর্মকর্তা হাসপাতাল থেকে আনিসের কাগজপত্র সরিয়ে ফেলেছে বলেও জানান এক প্রতক্ষ্যদর্শী৷
ছবি: Shahidul Alam/Drik/Majority World
ক্রসফায়ারে শেষ মোহাম্মদ
মোহাম্মদ মইনউদ্দিন৷ ও আর নিজাম রোড৷ মেহেদিবাগ৷ পাঁচলাইশ থানা৷ চট্টগ্রাম৷ তাঁর বাড়িতে ফোন করে জানানো হলো তিনি ক্রসফায়ারে মারা গেছেন৷ ব়্যাবের নজরদারিতেই জেনারেল হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হলো৷ মৃতের পিঠে চারটি গুলির চিহ্ন বাদেও বুকে সাতটা ছোট ফুটো পাওয়া যায়৷
ছবি: Shahidul Alam/Drik/Majority World
সেন্টুকে নিয়ে যায় ব়্যাব-৩
মো. মশিউল আলম সেন্টু৷ ছাত্রদলের সহসভাপতি৷ আনুমানিক সন্ধ্যে সাতটার দিকে সেন্টুরা রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল থেকে নীলক্ষেত মোড়ে এলেন৷ ব়্যাব ৩ লেখা একটি সাদা মাইক্রোবাস সেন্টুদের থামার নির্দেশ দিতে দিতে ওদের পেছনে পেছনে আসছিল৷ ব়্যাব কর্মকর্তারা রিকশা আরোহীদের থামিয়ে সেন্টুর বাঁ পায়ে গুলি করে৷ এরপর তোয়ালে দিয়ে চোখ বেঁধে, হাত পিছমোড়া করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়৷
ছবি: Shahidul Alam/Drik/Majority World
শরীরে বৈদ্যুতিক শকের দাগ
সুমন আহমেদ মজুমদার ছিলেন যুবলীগের সহসম্পাদক৷ বাড়ি টঙ্গির আমতলীতে৷ এক তরুণসহ সুমনকে চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়া হয়৷ এক রেস্তোরাঁয় বসিয়ে তাঁর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে খুলতে বলা হয়৷ ভেতরে দু’টো ৫০০ টাকার নোট আর একটা সাদা কাগজ৷ তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ৷ হাসপাতাল রেজিস্ট্রার সুমনের ডান পায়ের গভীর ক্ষত আর সারা গায়ে আঘাতের চিহ্ন দেখে অনুমান করেন, তাঁকে বৈদ্যুতিক শক দেয়া হয়েছিল৷
ছবি: Shahidul Alam/Drik/Majority World
5 ছবি1 | 5
সিরিয়াসলি! এমপি মহোদয়েরা!! এই হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্তে আপনাদের চিন্তা!!! আপনারা বিচার করার ভার তুলে দিতে চান তরুণ পুলিশ ও র্যাব কর্মকর্তাদের ওপর? কারণ, আপনারা জানেন, বিচার আদালতে আমরা বিচার পাবো না, হাইকোর্টে গিয়ে ছাড়া পেয়ে যাবো, তাই?
মুখে স্বীকার না করলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মাঝে-মধ্যেই আকারে ইঙ্গিতে সর্বোচ্চ সাজা নিশ্চিতে ক্রসফায়ারের কথা বলা হয়৷ এই যেমন মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আপনি ক্রসফায়ারে দিচ্ছেন৷ তবে কেন ধর্ষণের ঘটনায় একজনকেও দিচ্ছেন না?”
অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকার দলের বর্ষীয়ান এমপি তোফায়েল আহমেদ প্রশ্ন তোলেন, ‘‘আমাদের আরো কঠোর আইন দরকার৷ মাদক সংশ্লিষ্ট ঘটনায় যদি ক্রসফায়ার হয়ে থাকে, তাহলে ধর্ষণের ঘটনায় কেন নয়?”
আমার মনে হয়, এমপিরা যখন এ দাবি করছেন তখন তা শিগগিরই ঘটতেও চলেছে৷ চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুক, টুইটার পর্যন্ত ক্রসফায়ারের যে জনপ্রিয়তা আমরা দেখি তাতে একথাও মানতে হয় যে, পুলিশ বাহিনী বা পুলিশের এলিট ফোর্স র্যাব বিচার কাজ এমনকি সর্বোচ্চ শাস্তি দেওয়ার যোগ্যতা রাখেন৷ তাই আমাদের দাবি, পুলিশ প্রধানকে প্রধান বিচারপতির মর্যাদা দেওয়া হোক৷ তার অধীনস্থ অফিসারদের দেওয়া হোক আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদা৷ তবে বর্তমান প্রধান বিচারপতিসহ অন্য জ্যেষ্ঠ বা কনিষ্ঠ বিচারকের পদ বা মর্যাদা কী হবে তা আমি জানি না৷ এটাও নিশ্চয়ই এমপি মহোদয়েরা ভেবে বার করতে পারবেন৷
র্যাব – বিতর্কিত এক বিশেষ বাহিনী
শুরুটা হয়েছিল ২০০৪ সালে৷ সেসময় বাঘা বাঘা জঙ্গিদের কুপোকাত করে ব্যাপক প্রশংসা কুড়ায় ব়্যাব৷ কিন্তু অসংখ্য ক্রসফায়ার, অপহরণ, হত্যার দায়ে এখন সমালোচিত এই ‘এলিট ফোর্স’৷ র্যাব নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Getty Images/AFP
‘এলিট ফোর্স’
বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নামক ‘এলিট ফোর্স’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে৷ এই বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘‘পুলিশ বাহিনীর কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সরকার একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করে৷’’ তবে এই বাহিনী এখন তুলে দেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন মহল৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
সমন্বিত বাহিনী
বাংলাদেশ পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠন করা হয়৷ এই বাহিনীর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সন্ত্রাস প্রতিরোধ, মাদক চোরাচালান রোধ, দ্রুত অভিযান পরিচালনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে নিরাপত্তা প্রদান৷
ছবি: Getty Images/AFP
জঙ্গি তৎপরতা দমন
শুরুর দিকের ব়্যাবের কার্যক্রম অবশ্য বেশ প্রশংসা কুড়িয়েছিল৷ বিশেষ করে ২০০৫ এবং ২০০৬ সালে বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ওঠা উগ্র ইসলামি জঙ্গি তৎপরতা দমনে বিশেষ ভূমিকা পালন করে র্যাব৷
ছবি: AP
জেএমবির শীর্ষ নেতাদের গ্রেপ্তার
বাংলাদেশের ৬৩ জেলায় ২০০৫ সালে একসঙ্গে বোমা ফাটিয়ে আলোড়ন সৃষ্টি করা জেএমবির শীর্ষ নেতাদের আটক ব়্যাবের উল্লেখযোগ্য সাফল্য৷ ২০০৬ সালের ২ মার্চ শায়খ আব্দুর রহমান (ছবিতে) এবং ৬ মার্চ সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেপ্তারে সক্ষম হয় ব়্যাব৷ একাজে অবশ্য পুলিশ বাহিনীও তাদের সহায়তা করেছে৷
ছবি: DW
ভুক্তভোগী লিমন
২০১১ সালে লিমন হোসেন নামক এক ১৬ বছর বয়সি কিশোরের পায়ে গুলি করে এক ব়্যাব সদস্য৷ গুলিতে গুরুতর আহত লিমনের বাম পা উরুর নীচ থেকে কেটে ফেলতে হয়৷ এই ঘটনায় ব়্যাবের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদের ঝড় ওঠে৷ তবে এখনো সুবিচার পায়নি লিমন৷ উল্টো বেশ কিছুদিন কারাভোগ করেছেন তিনি৷
ছবি: DW
‘মানবাধিকার লঙ্ঘন’
জঙ্গিবাদ দমনে সাফল্য দেখালেও ক্রসফায়ারের নামে অসংখ্য ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব়্যাবের বিরুদ্ধে সমালোচনা ক্রমশ বাড়তে থাকে৷ হিউম্যান রাইটস ওয়াচ ব়্যাবের বিলুপ্তি দাবি করে জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী ‘সিসটেমেটিক’ উপায়ে মানবাধিকার লঙ্ঘন করছে৷
ছবি: DW
‘ক্রসফায়ার’
বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে ব়্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছেন ২৪ জন৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি অনুযায়ী, ২০০৪ থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে কমপক্ষে সাতশো হত্যাকাণ্ডের সঙ্গে ব়্যাব জড়িত ছিল৷
ছবি: picture-alliance/dpa
আলোচিত সাত খুন
২০১৪ সালের মে মাসে ব়্যাবের বিরুদ্ধে ৬ কোটি টাকা ঘুসের বিনিময়ে সাত ব্যক্তিকে অপহরণ এবং খুনের অভিযোগ ওঠে৷ নারায়ণগঞ্জে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় তিন ব়্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ৷ এই ঘটনার পর ব়্যাবের প্রয়োজনীয়তা নিয়ে আবারো বিতর্ক শুরু হয়েছে৷
ছবি: DW
প্রতিষ্ঠাতাই করছেন বিলুপ্তির দাবি
নারায়ণগঞ্জের আলোচিত এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ব়্যাবের বিলুপ্তি দাবি করেছেন৷ অথচ তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ‘এলিট ফোর্স’৷
ছবি: DW/M. Mamun
বিলুপ্তির দাবি নাকচ
বাংলাদেশে এবং আন্তর্জাতিক স্তর থেকে ব়্যাবকে বিলুপ্তির দাবি উঠলেও বর্তমান সরকার সেধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না৷ বরং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ব়্যাব বিলুপ্তির দাবি নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘র্যাবের কোনো সদস্য আইন ভঙ্গ করলে তাদের চিহ্নিত করে বিচারিক ও আইনগত ব্যবস্থা নেয়া হয়৷’’