1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইনজীবী মৃত্যুর ঘটনা নিয়ে উত্তপ্ত রাজনীতি

২৮ আগস্ট ২০১১

এ্যাডভোকেট এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান৷

বিএনপি কার্যালয়ছবি: Mustafiz Mamun

তিনি বলছেন তাঁর মৃত্যু দু:খজনক৷ তাঁকে নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার তদন্ত না হলে প্রশ্ন থেকে যাবে৷

হাইকোর্টে হাঙ্গামার ঘটনায় বিএনপিপন্থী আইনজীবী এ্যাডভোকেট এম ইউ আহমেদকে পুলিশ গ্রেফতার করে গত ১১ই আগস্ট৷ গ্রেফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ ঐদিনই তাঁকে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করে৷ তখনই তাঁর পরিবাবের সদস্যরা তাঁকে নির্যাতনের অভিযোগ করেন৷ এরপর ১৬ই আগস্ট তাঁকে পুলিশ পাহারায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ ১৭ই আগস্ট তিনি জামিন পান৷ আর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান শুক্রবার৷ বিএনপি অভিযোগ করেছে নির্যাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে৷ এজন্য তাঁরা শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করে৷ অবস্থান করে প্রধান বিচারপতির বাসভনের সামনে৷ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন দাবি করেন তাঁর পোস্টমর্টেম রিপোর্ট প্রভাবিত করা হচ্ছে৷

একই অভিযোগ করেন  বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ৷

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান মৃত্যুর কারণ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন৷

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরও মৃত্যুর ঘটনা তদন্তের দাবি করেন৷

আর আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন বিএনপি এ্যাডভোকেট এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করছে৷

এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এটর্নি জেনারেলের বিরুদ্ধে পোস্টমর্টেম রিপোর্ট প্রভাবিত করার যে অভিযোগ এনেছেন তা প্রত্যাহারের দাবি করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম৷ নয়তো তিনি মানহানির মামলা করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ