1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা

২৭ নভেম্বর ২০১৭

আইনমন্ত্রী জাহিদ হামিদের পদত্যাগের পর বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিলো পাকিস্তানের কট্টরপন্থি দল তাহরিক-ই-লাবাইক৷ তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলেছিল পাকিস্তানের কট্টরপন্থি এ দল৷

পদত্যাগ করা আইনমন্ত্রী জাহিদ হামিদছবি: Imago/Dean Pictures

তাহরিক-ই-লাবাইকের মুখপাত্র এজাজ আশরাফি বলেন, ‘‘আমাদের মূল দাবি মেনে নেয়া হয়েছে৷ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেয়া হলে আমরা আমাদের বিক্ষোভ তুলে নেব৷’’ সরকারের সাথে দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় দলটি৷

গত ৮ নভেম্বর থেকে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করে ইসলামাবাদ প্রবেশের মূল সড়ক অবরোধ করে তাহরিক-ই-লাবাইকের সমর্থকরা৷ সরকারের পক্ষ থেকেও বিক্ষোভ মোকাবেলায় নেয়া হয়েছিল বাড়তি সতর্কতা৷ গত শনিবার বিক্ষোভকারীদের দমনে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী৷ এসময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে সাতজন নিহত ও দু'শতাধিক আহত হয়৷ আহতদের মধ্যে অন্তত ১৩৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য৷ কেবল রাজধানী নয়, পাকিস্তানের বিভিন্ন শহরেও ধর্ম অবমাননার অভিযোগ তুলে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়৷

গত অক্টোবরে নির্বাচনি আইনে কিছু সংশোধন আনা হয়, যার মধ্যে সংসদ সদস্যদের শপথবাক্যে নবি মোহাম্মদকে নিয়ে উল্লেখিত বাক্যাংশে পরিবর্তন আসে৷ পরে অনিচ্ছাকৃত ভুল দাবি করে ঐ পরিবর্তন প্রত্যাহার করা হলেও অনেক কট্টরপন্থি তা মেনে নিতে পারেননি৷ তাহরিক-ই-লাবাইকের নেতা হাফিজ উল্লাহ আলভি ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকার বলছে, ওটা ভুলবশত হয়েছিল৷ আমরা তা মনে করি না৷ পশ্চিমের দালালরা ইচ্ছা করে এটা করেছে, তাদের অনেকে এমনকি সংসদেও আছে৷’’ আইনমন্ত্রী এ বিকৃতির শামিল হয়ে ধর্মের বিরুদ্ধে কাজ করেছেন – এমন অভিযোগ তুলে তাঁর পদত্যাগের আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দিয়েছিল প্রতিবাদকারীরা৷

আরএন/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ