1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে বিজিবি মোতায়েন

১৬ নভেম্বর ২০২৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বাংলাদেশের সরকার৷

বিজিবি (ফাইল ফটো)
বিজিবি (ফাইল ফটো)ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির পঞ্চম দফায় দেশব্যাপী অবরোধ কর্মসূচীর মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হলো৷

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন৷ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও তার আশেপাশের জেলায় ৩২ প্লাটুন ও সারাদেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷ 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় গণপরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ 

টাঙ্গাইলে ঘারিন্দা রেলস্টেশনে থেমে থাকা কমিউটার ট্রেনে আগুনে দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বলেন, ‘‘নাশকতার উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগ সংগঠিত হয়েছে৷ কারা ঘটিয়েছে এটা তদন্তের বিষয়৷ তদন্ত শেষে আমরা এ বিষয়ে বলতে পারবো৷''

স্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে অংশে আগুন লেগেছে তা সিসি ক্যামেরার আওতার বাইরে থাকায় কীভাবে আগুন লেগেছে বা কেউ আগুন দিয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস আলী জানান ‘‘আগুন লেগেছে ঠিক আছে৷ তবে কী কারণে আগুন লেগেছে তা বলতে পারবো না৷'' 

এসএইচ/এফএস (দ্য ডেইলি স্টার)  

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ