1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

আইনি পথে ওষুধ হিসেবে গাঁজা

১১ ফেব্রুয়ারি ২০১৯

মাদক উৎপাদান, চোরাচালান, অপরাধ ও হিংসালীলার কারণে দক্ষিণ অ্যামেরিকার দেশ কলম্বিয়া কুখ্যাত হয়ে উঠেছিল৷ এবার আইনি পথে ওষুধ হিসেবে গাঁজার চাষের মাধ্যমে সে দেশে শান্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷

Kolumbien Medizinisches Marihuana Cannabis
ছবি: Getty Images/AFP/R. Arboleda

গেরিলা-অধ্যুষিত এলাকার মাঝে কোরিন্টো গ্রামের জনসংখ্যা প্রায় ১৩,০০০৷ গত ৫০ বছরে সেখানে উপার্জনের কোনো প্রচলিত পথ ছিল না৷ এবার চিকিৎসাবিদ্যার স্বার্থে গাঁজার চাষের ফলে উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে৷

মেয়র এডওয়ার্ড গার্সিয়া নিজে নতুন এই কর্মক্ষেত্র নিয়ে খুশি৷ প্রায় ১২টি কৃষি সমবায় এর মধ্যেই ওষুধ কোম্পানিগুলির সঙ্গে চুক্তি করে ফেলেছে৷ তিনি বলেন, ‘‘আমরা কোরিন্টোর পরিস্থিতি বদলাতে চাই৷ অপরাধীদের চক্র, মাদক চক্র, মাফিয়ারা অনেক হিংসালীলা চালিয়েছে৷ এবার তাদের সরিয়ে আমরা সমবায় ও কোম্পানি আনতে চাই৷''

আইনি পথে ওষুধ হিসেবে গাঁজা চাষ কলম্বিয়ার ভবিষ্যতের জন্য নতুন সুযোগ বয়ে আনছে৷ দেশ-বিদেশের ৯১টি কোম্পানি এর মধ্যেই চাষের জন্য লাইসেন্স পেয়েছে৷ ২০১৭ সালের অক্টোবর মাসে প্রথম কোম্পানি হিসেবে ক্যানাডা ও কলম্বিয়ার যৌথ উদ্যোগ ফার্মাসিয়েলো এই অনুমতি পায়৷ মেডেয়িন শহরের কাছেই তাদের সদর দফতর৷

কোম্পানির প্রধান ফেডেরিকো কক-কোরেয়া বলেন, আধুনিক উৎপাদন প্লান্ট গড়ে তুলতে তাঁরা প্রায় ৪ কোটি ডলার বিনিয়োগ করেছেন৷ কলম্বিয়ার জলবায়ু, উর্বর মাটি ও গেরিলা বাহিনীর সঙ্গে শান্তি চুক্তির ফলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন৷ তিনি বলেন, ‘‘ওষুধ হিসেবে গাঁজা কলম্বিয়ার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ গোটা বিশ্বে এর বাজারের সম্ভাবনা প্রায় ৪,০০০ কোটি ডলার৷ বর্তমান পরিস্থিতিতেই কলম্বিয়া আন্তর্জাতিক বাজারের ২০ থেকে ৩০ শতাংশ দখল করার ক্ষমতা রাখে৷''

 কোম্পানি তার নিজস্ব গ্রিনহাউসেই গাঁজা চাষ করছে৷ তবে আইন অনুযায়ী তাদের কমপক্ষে ১০ শতাংশ গাছ ছোট চাষির কাছ থেকে কিনতে হয়৷ সে কারণে ফার্মাসিয়েলো কোম্পানি কোরিন্টো-য় এক সমবায়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে৷ ৬৩টি পরিবার সেই সমবায়ের সদস্য৷

কলম্বিয়ার সরকার সেই সঙ্গে স্থির করে দিয়েছে, যে দেশের স্বার্থে কাঁচামাল হিসেবে গাঁজা রপ্তানি করা যাবে না৷ কোরিন্টো উপত্যকায় আখের চাষ হলেও খুব কম মানুষ তা থেকে যথেষ্ট উপার্জন করতে পারে৷ এবার আইনি পথে গাঁজা চাষের কারণে অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে৷ এডওয়ার্ড গার্সিয়া বলেন, ‘‘এখানে আখের চাষ হয়৷ ৮ হেক্টরজুড়ে চাষের ফলে মাত্র এক জনের কর্মসংস্থান হয়৷ অন্যদিকে ওষুধ হিসেবে গাঁজা চাষের ফলে ১০ থেকে ১৫ জনের কর্মসংস্থান হয়৷ প্রথম বছরেই আমরা এই অঞ্চলে এক থেকে দেড় হাজার মানুষের কর্মসংস্থানের আশা করছি৷''

অ্যারমান নোরেনিয়া ড্রাগ কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক চান না৷ একশোরও বেশি চাষিদের নিয়ে তিনি এক সমবায় গড়ে তুলেছেন৷ এক বছর অপেক্ষার পর তাঁরা রাষ্ট্রের কাছ থেকে চাষের লাইসেন্স পেয়েছেন৷ আইনি পথে আয়ের পথ খুলে যাবার ফলে তিনি নিজের পরিবার ও ছেলের জন্য আবার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন৷ গাঁজা চাষি অ্যারমান নোরেনিয়া বলেন, ‘‘আমার খুব সাধ, সে যেন ভালো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে পারে৷ পেশাগত শিক্ষা পেলে সে হয়ত ভবিষ্যতে আমাদের এখানে কাজ করতে পারবে৷ তবে বেআইনি পথে তাকে কাজ করতে হবে না৷ বিপদ ও আশেপাশে অপরাধীদের উপস্থিতি ছাড়াই সে থাকতে পারবে৷''

 কোরিন্টো-য় অনেক পরিবার এবার আইনি পথে উপার্জনের উপায় খুঁজে পেয়েছে৷ফলে গোটা অঞ্চলে শান্তির সম্ভাবনাও বেড়েছে৷

বিদ্রোহী গোষ্ঠী ও মাদক মাফিয়া কোণঠাসা হয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে৷ রাতে তাদের উজ্জ্বল গাঁজা খেত চোখে পড়ে৷ তখন টের পাওয়া যায়, যে মাফিয়ার প্রভাব পুরোপুরি দূর হয়নি৷

কারেন নাউনডর্ফ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ