1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইনের বাইরে হাঁটলে চোরাগলিতে আটকে থাকবেন: এম এ মান্নান

৯ ডিসেম্বর ২০২২

বিএনপিকে আইন মেনে নির্বাচনে আসতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ তবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অভিযোগ রাষ্ট্র, সরকার এবং দল একাকার করে ফেলতে পেরেছে এই সরকার৷

বিএনপিকে আইন মেনে নির্বাচনে আসতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ তবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অভিযোগ রাষ্ট্র, সরকার এবং দল একাকার করে ফেলতে পেরেছে এই সরকার৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি ছিলেন এম এ মান্নান এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালছবি: DW

ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে গত কয়েক দিনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা৷ বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস৷ এই গ্রেপ্তার আইনসঙ্গত বলে মনে করেন সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ 

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এই বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রাতে গ্রেপ্তার আইনসঙ্গতভাবেই করা হয়৷'' এক্ষেত্রেও তেমনটাই করা হয়েছে বলে তার বিশ্বাস৷ তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে বিএনপির প্রতি প্রধানমন্ত্রী সৌজন্যতা দেখালেও তারা ‘মেঠো ভাষায়' জবাব দিচ্ছে, জোর দেখানোর পথে হাঁটেছে৷

তার এই অভিযোগ অস্বীকার করেন অনুষ্ঠানের আরেক আলোচক বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল৷ তার অভিযোগ, বিএনপি অনবরত মার খাচ্ছে৷ তিনি বলেন, ‘‘রাষ্ট্র, সরকার এবং দল একাকার করে ফেলতে পেরেছে এই সরকার৷ একটা ভীতিকর সংস্কৃতি তারা তৈরি করেছে৷... আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা লগি, বৈঠা দিয়ে লাশ ফেলে দিয়ে লাশের উপর নাচানাচির কর্মসূচি দিব না৷’’

১০ ডিসেম্বর ঢাকায় পূর্ব ঘোষিত বিভাগীয় গণসমাবেশের আগে ভেন্যু নিয়ে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন তৈরি হয়৷ শুক্রবার বিকালে গোলাপবাগ মাঠে সমাবেশের সিদ্ধান্ত জানার পর বিএনপির নেতা-কর্মীরা গোলাপবাগ মাঠে সমবেত হতে শুরু করেন৷ দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারে বিএনপির সমাবেশে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তিনি৷

আলাল বলেন, ‘‘মহাসচিব ও অন্য যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কারণে আমাদের পরিকল্পনা বা মিটিং শিডিউলে কোন পরিবর্তন আসেনি৷ কর্মসূচি যা ছিল সেভাবেই কালকে ঘোষণা আসবে৷''

অন্যদিকে এম এ মান্নান মনে করেন সমাবেশ করে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হবে না৷ তিনি বলেন, ধোপখোলার মাঠ, গ্যান্ডারিয়ার মাঠ এখানে দুই লাখ, দশ লাখ লোক জড়ো করে আপনি বলতে পারেন না যে আপনি জনগণের প্রতিনিধি৷ জনগণের প্রতিনিধি যদি দাবি করতে চান তাহলে নির্বাচন কমিশনকে মেনে, নির্বাচন কমিশনের আইন-কানুন মেনে নির্বাচনে আসুন৷... আইন মানুন সব সোজা হয়ে যাবে৷ আইনের বাইরে হাঁটলে চোরাগলিতে আপনি আটকে থাকবেন৷''

অর্থনীতি, ব্যাংক পরিস্থিতি, টাকা পাচার নিয়ে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী অন্যায় হচ্ছে বলে স্বীকার করেন৷ ‘‘(বাংলাদেশের) বিশাল বড় অর্থনীতি৷ বিশাল বড় অন্যায়ও হচ্ছে অনেকগুলো এটা অস্বীকারের প্রশ্ন আসে না৷ সেগুলো মোকাবিলা করার আইন আছে৷ আমরা আইনও প্রয়োগ করছি,’’ বলেন তিনি৷

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ